অর্ণবের ইস্কুল [পর্ব-১২] :: টাইম ট্রাভেল আসলেই পসিবল

টাইম ট্রাভেল আসলেই কি সম্ভব?
দেখুন টেকটিউনস হলো টেকনোলোজির মুক্তমঞ্চ তাই এখানে ধর্মীয় বিশ্বাস রেখে আসুন সায়েন্স নিয়ে মেতে উঠি তবে এটাও স্বীকার করছি যে "ইসলাম মতে আল্লাহ ব্যতীত মানুষ তার ভবিষ্যত জানতে সক্ষম নয়"।

টাইম ট্রাভেল আসলে কি?
সোজা কথাতে টাইম ট্রাভেল হলো সময়কে ফাকি দিয়ে একটি নির্দিষ্ট সময়ের স্বাপেক্ষে অতীত কিংবা ভবিষ্যতে ভ্রমণ করা(কঠিন সংজ্ঞা না হয় আপাতত স্কিপ করি কেননা আমি চাই বিষয়টা সর্বসাধারণের বোধগম্য হউক)।
মনে করুন আপনাকে যদি এমন একটা যাতায়ত যন্ত্র দিই যাতে করে আপনি আপনার গতকাল কিংবা আগামীকাল পৌছে যেতে পারবেন (যদিও আপনি কিন্তু আজকের দিনেই আছেন) তাহলে এই বিষয়টাই হবে টাইম ট্রাভেল!
এখন আগামীকাল পৌছে যদি আপনি আপনার ভবিষ্যত জানতে পারেন তবে বিষয়টা কিন্তু বেশ ভালোই হবে কিন্তু আপনি যদি গতকালের দিনে ফিরে গিয়ে আপনার বাবাকে খুন করেন তাহলে আজকের দিনে আপনার বাসায় "বাবা" পরিচয়ে যেই ভদ্র লোকটি আছেন তিনি আসলে কে?
বিষয়টা এইখানেই যুক্তিতে গন্ডগোল পাকায়; প্যারাডক্স নিয়ে পেহলি পেহলি মহব্বতের কেচ্ছা এখানেই খতম!
যেহেতু প্যারাডক্স নিয়ে কথা বললাম আর তাতে মস্ত একখানা প্যারা পোহাতে হলো তাই আসুন প্যারানরমাল বিষয়টা নিয়ে আসুন একটু আলোচনা করে দেখি টাইম ট্রাভেল পসিবল কিনা?

প্যারানরমাল সায়েন্সে টাইম ট্রাভেল(এই অংশটুকু সেন্সিটিভ):
আমরা ছোট থাকতে গ্রাম গঞ্জে শুনতাম মানুষের কিছু হারিয়ে গেলে তারা কবিরাজির নিকট হতে জেনে আসতো কিংবা আগের দিনে সত্যি সত্যিই এমন কিছু মানুষ ছিলো যারা হাত দেখে মানুষের অতীত ও ভবিষ্যত হুবহু বলে দিতো।
এখন মানুষের কালচার, হ্যাবিট, বিহ্যাবিউয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, স্পিস ইত্যাদি হতে তার অতীত বলে দেওয়া খুব অসম্ভব কিছু না(আপনি যদি একটু সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন তবে আপনিও তা করতে পারেন)।
আর ভবিষ্যত নিয়ে তারা যা বলতো তা খানিকটা সত্য আর বাকিটা বানোয়াট। যেমন আপনার আজ যদি ভালো অর্থনৈতিক অবস্থা থাকে তবে খুব সম্ভব পরের ২ বছরও আপনার অবস্থা ভালো যেতে পারে, আপনি নতুন ঘর তুলতে পারেন কিংবা ব্যবসা ভালো যেতেই পারে(সম্ভাবনা মাত্র)।
এছাড়াও কেউ যখন আপনার অতীত বলে দেয় তখন তাকে বিশ্বাস করে আপনি তার কথা অজান্তেই কমান্ড হিসেবে গ্রহণ করেন (অবচেতন মন এটা করে) তাই কিঞ্চিৎ ভবিষ্যত সত্য হয় বটে!
তবে এটাও কথিত সত্য যে যারা জ্বীন পালে তারা নাকি এমনটা করতেই পারে। এইখানে আমরা একটু ধর্মের টান টানবো যেমন কুরআন মতে জ্বীনের আগুনের তৈরী ল(আগুন এক প্রকার শক্তি) তাই তাদের জন্য মুহূর্তে এক জায়গা হতে আরেক জায়গায় গমন করা সহজ হয় এভাবেই তারা উক্ত ব্যক্তির নিকটস্থ জ্বীন (যাকে ক্বারিন বলা হয়) এর সহায়তায় তার অতীত সম্পর্কে জেনে থাকে।

শক্তিতে টাইম ট্রাভেলের মুক্তি:
কথা হচ্ছিলো টাইম ট্রাভেল নিয়ে আর চলে গেলাম জ্বীন ভূতে তাই আসুন আবার সায়েন্সে ফিরি।
যেহেতু আগের প্যারা হতে জানতে পারলাম যে জ্বীনেরা এমনই শক্তির আধার যাতে তারা এক জায়গা হতে আরেক জায়গায় মূহূর্তে গমন করতে পারে তাই তারা মানুষের অতীত জানতে পারে(পৌছাতে নয়)।
আবার সায়েন্স বলে যে মানুষ যদি আলোর সমান গতিতে পৌছায় তবে টাইম ট্রাভেল পসিবল, আচ্ছা ইটস কেয়াইট ওকে!
আমরা একটা সহজ সূত্র দেখি E=mc^2 অর্থাৎ কোন বস্তুকে যদি আলোর গতির বর্গের সমান বেগে নিক্ষেপ করা যায় তবে তা আর বস্তুতে নয় বরং শক্তিতে পরিণত হয়।
আমরা কিন্তু জানি পদার্থ ভাঙ্গলে অনু; অণু ভাঙ্গলে পরমানু আর পরমানু ভাঙ্গলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সহ আরো কতো অস্থায়ী মৌলিক কণা কিন্তু এইসব মৌলিক কণাকে ভাঙ্গলে কি পাওয়া যায়? পাওয়া যায় ফোটন কণা যা কিনা আলোর উপাদন। তাহলে এতোটুকু তো কনফার্ম সকল বস্তুই শক্তি দ্বারা গঠিত যেমন আপনার হাত, পা, ঠোট, মাথা এগুলাই বা বাদ যাবে কেন?
কথার কথা এই লজিকে দাড়িয়েও যদি আপনাকে আলোর সমান গতিতে নিক্ষেপ করা পসিবল হয় তবে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন কিন্তু তখন কি আর মানুষ থাকবেন নাকি শক্তিতে পরিণত হয়ে যাবেন? আবার ডেসটিনেশনে পৌছানোর পর এই সকল শক্তির উদগীরণ করে আপনাকে মানুষে রিঅ্যারেঞ্জ হওয়া কি পসিবল?
সামান্য জি ফোর্স পর্যন্ত আমরা সহ্য করতে হিমশিম খাই তাতে আবার আলোর স্পীড, ক্যামনে ম্যান?!
তাহলে এখান হতে এই ধারনা পাওয়া সম্ভব যে জ্বীন যদি আদতেই থাকে তবে সে যেহেতু এনার্জির আধার এবং ইথারের মতোই নির্বিঘ্নতা রেখে চলাচাল বা ট্রান্সফার হতে পারে তাই তার পক্ষে দ্রুত সময়কের লুকোচুরি করে অতীত জানা পসিবল (আবারো বলছি অতীতে পৌছানো নয়)। আর যাহার কাছে জ্বীন পোষা আছে (হি হি হি হি) তার পক্ষে হয়তো এমন সুপার পাওয়ার এর এডভান্টেজ পাওয়া ইমপসিবল নয়(তিনি নিজে কিন্তু সুপার হিউম্যান না)

বস্তব বিচার:
আপনি যদি একটা উচু পাহড়ের চূড়ায় থাকেন এবং দূরের সমতল জনপদের দিকে তাকিয়ে থাকেন তবে দেখতে পাবেন সেখানকার সময় পাহাড়ের সময়ের তুলনায় খুব দ্রুত চলছে। বিষয়টাকে হয়তো ইল্যুশন ভাবতে পারেন তবে আপনার হাতে যদি ঘড়ি থাকে তবে সত্যতা নিজেই বিচার করে দেখতে পারেন।
এখানে এই লজিক খাটানো হয় যে স্থান বিচারে কাল সংকুচিত হয় যেমন একটা ভারী সমতল কাপড়ের মাঝে যদি এক টুকরা পাথর রাখেন তবে পাথের ভারে কাপড়টা নিচের দিকে হালকা ঝুলে পড়বে।
তাহলে টাইম ট্রাভেল ইমপসিবল হলে এটা ক্যামনে পসিবল ম্যান?

সাইকোলজিতেই সুন্দর টাইম ট্রাভেল:
সায়েন্সের একটা সুন্দর শাখা হলো সাইকোলজি যেখানে জটিল বিষয়গুলা কত্তো কত্তো কাল্পনিক কথাতে সুলউশন মিলে।
আশাকরি:
আপনি লাইফে কখনো নেশা করেছেন (আই অ্যাম সরি) তবে যদি আদতে কোন নেশাখোর এর নিকটে তার এক্সপেরিয়েন্স জানতে চান তবে জানতে পারবেন নেশার করলে তার সময় জ্ঞান থাকেনা!
অর্থাৎ বর্তমান সময়কে ভুলে থাকতে সে নেশা করে তার ব্রেইন তাতে সায় দিয়ে বর্তমান ভুলিয়ে তাকে ভবিষ্যতে নিয়ে যায়(কাল্পনিক) অর্থাৎ সে বর্তমান সময় স্কিপ করে সময়ের লুকোচুরি করতে পারে।
তাইবলে আপনাকে নেশা করতে বলছি না; আপনার জন্যও সহজ উপায় হলো মেডিটেশন।

মেডিটেশনে ক্যামনে পসিবল?
স্বাভাবিকভাবে মেডিটেশনে মাথার নিউরনগুলা বোকা হয়ে আপনার অবচেতন মনের কমান্ড মানে আর তাতেই সময়টা পার হয়ে যায় যেমন এমন অনেকেই আছেন যারা মেডিটেশনের একটা পর্যায়ে এতোটাই হিপ্নোটাইজড হয়ে যায় যে তারা ১০ ঘন্টা সময় কিভাবে ১ মিনিটে কাটাই সেটা নিজেরাই বুঝতে পারে না! এমনটা হতে পারে কারো দ্বারা হিপ্নোটাইজ হওয়া কিংবা নিজের দ্বারাই নিজেকে হিপ্নোটাইজড করা যাকে বলা হয় সেল্ফ হিপ্নোসিস।
এমনকি এটাও বলা হয়ে থাকে যে মেডিটেশন কিংবা এক্সট্রিম হিপ্নোটাইজের এক পর্যায়ে মানুষ অতীত এবং ভবিষ্যত জানতে সক্ষম হয় আর এটা করা হয় ক্রিস্টাল বল/ ওয়াটার হিপ্নোসিস দ্বারা।

শেষকথা:

অনেক অনেক থিউরি আর জ্বীন ভূত প্রেত ঘুড়ে শেষটাতে আসুন টাইম ট্রাভেল নিয়ে একখানা ভিডিও দেখে গুড নাইট জানাই.
ফেসবুকে আমি→অর্ণব আহসান
আমার কমিউনিটিতে নিমন্ত্রণ রইলো→অর্ণব আহসান

Level 5

আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Technology Expert


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস