অর্ণবের ইস্কুল [পর্ব-০৪] :: এবার আপনি নিজেই হয়ে যান ফেসবুকের মালিক

সত্যিই তো কেমন হয় যদি আপনি নিজেই হয়ে যান ফেসবুক কিংবা টুইটারের মালিক?
হুমম, ফেসবুকের মার্ক জুকারবার্গ তো সেধে সেধে আপনাকে ফেসবুকের উত্তরাধিকার করবে না কিন্তু আপনি চাইলেই ফেসবুক কিংবা টুইটারের মতোন ঐ রকম সোস্যাল নেটওয়ার্ক বানাতে পারেন আর আপনিই হবেন ঐ সোস্যাল নেটওয়ার্কের মালিক!

আসুন সবার শুরুতে এমনি আমার তৈরী সোস্যাল নেটওয়ার্ক এর একটা ডেমো দেখে নিই http://valobasa.bd.tn/
[ভালোবাসার শুরু হউক প্রাণে প্রাণে, বন্ধুত্ব হউক ভালোবাসার টানে]।

এমনি একটি সোস্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট চাইলেই আপনি নিজে তৈরী করে নিতে পারবেন খুবই সহজে তাও আবার একদম ফ্রি!
সবার আগে আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং বাছাই করতে হবে(যেহেতু আমারা ফ্রি তে ফেবুলাস কিছু করতে চাচ্ছি তাই আমরা সাবডোমেইন এবং ফ্রি হোস্টিং ব্যবহার করবো) আপনি http://freesubdomain.org/ ওয়েবসাইটে যান এবং sign up ক্লিক করুন। এরপর আপনি আপনার বেইজড ডোমেইন চয়েজ করুন এবং ইমেইল, পাসওয়ার্ড, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ ও ক্যাপচা পূরণ Register ক্লিক করুন। ইমেইলে কনফার্মেশন লিংক (স্পাম ফোল্ডারে পেতে পারেন) ক্লিক করে সাইনআপ সম্পন্ন করুন তাহলে আপনি আপনার C Panel Link (কনট্রোল প্যানেল লিংক), ইউজার আইডি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন (এইসকল তথ্য নোট করে রাখবেন)।
এবার আপনি আপনার c panel link ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করুন। নতুন পেইজে আপনি আপনার কনট্রোল প্যানেলের সকল অপশন এবং টুলস দেখতে পাবেন সেখান হতে Softaculous Apps Installer চয়েজ করুন, নতুন পেইজে আপনি ওয়ার্ডপ্রেস, ডলফিন সহ বিভিন্ন open source social network এর অপশন পাবেন(তবে প্রায়ই এগুলা পেইড হয় তাই ট্রায়াল ভার্সন চয়েজ করলে এক্সপায়ার এর পর আপনাকে সেটার জন্য টাকা গুনতে হবে সুতরাং আমরা লাইফ টাইম ফ্রি এমন জিনিসই চয়েজ করবো)।
আপনি পেইজের মেনু আইকন (3 mark icon) ক্লিক করুন এবং social network সিলেক্ট করুন এবং oxwall সিলেক্ট করুন এবং install now ক্লিক করুন। পরের পেইজে আপনি প্রটোকল-আপনার সাইটের নাম, এডমিন ইউসারনেম পাসওয়ার্ড ইত্যাদি কাস্টমাইজড করুন এবং install ক্লিক করুন, ইস্টলাইজেশন প্রক্রিয়াতে ৪০/৫০ সেকেন্ড লাগবে তারপর ব্যাস আপনার সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরী। পরবর্তীতে আপনি আপনার সাইটের থিম প্লাগিন ইত্যাদি কাস্টমাইজেশন করতে পারবেন।
ওয়েবসাইট তৈরী শেষে আপনি আপনার ফ্রেন্ডদের আপনার সাইটে আমন্ত্রণ জানান এবং এনজয় করুন এক অন্যরকম লাইফস্টাইল!
দেখুন আমি আপনাদের একটা কথা বলতে চাই "ইন্টারনেট জগতে আপনি নিজেকে একজন অসাধারন ব্যক্তিত্ব এবং ফেমাস করতে পারেন যদি আপনি সৎ-পরিশ্রমী এবং মেধাবী হতে হন" সুতরাং ইন্টারনেটের "ই" শব্দটাকে "ইয়াহু" তে পরিনত করতে আজই লেগে পড়ুন সফলতা আসবেই আসবে.গডপ্রমিস!

ইনশাল্লাহ অতিদ্রুত বিটকয়েন হ্যাকিং নিয়ে টিউটোরিয়াল এবং পুরো টেকটিউনসবাসীকে ট্রিট (ভালোবাসার ছোট্ট উপহার) দেবার চেষ্টা করবো
ফেসবুকে আমার বন্ধু হউন→অর্নব আহসান
আমার কমিউনিটিতে নিমন্ত্রণ রইলো→অর্নব আহসান

Level 5

আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Technology Expert


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস