সম্পূর্ণ অভিনব জুমিং ক্যামেরা লেন্স ডিজাইন যা স্মার্টফোনের ক্যামেরার জগৎ আচমকা পাল্টে দিতে তৈরি Oppo এর নতুন ক্যামেরা প্রযুক্তি।
Oppo সম্পূর্ন নতুন প্রযুক্তির ক্যামেরা ডিজাইন ঘোষণা করেছে যা একেবারেই পাতলা স্মার্টফোনের ক্যামেরাতেও 5X জুমিং সক্ষম। কোম্পানিটির “5x Dual Camera Zoom” প্রযুক্তি যা উল্লম্বভাবে তৈরি হওয়া ক্যামেরা ডিজাইনের সিমাবদ্ধতা অতিক্রম করবে, স্মার্টফোনের ক্যামেরার ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।
periscope-ধরনের লেন্সের বিন্যাস যা আনুভূমিক ভাবে ডিভাইসের উপরিভাগের সাথে কাজ করবে।
এ সিস্টেম সামনে এসেছে স্মার্টফোনের front back side ২টি ক্যামেরার ব্যবহার শুরু হওয়ায়। ১ম ক্যামেরা ব্যবহার হয় স্বাভাবিক ছবি তোলার জন্য, আর ২য় ক্যামেরাটি ব্যবহার শুধু মাত্র বিশেষ একটি কাজ করার জন্য। যেমনঃ ১ম ক্যামেরা যদি সাবজেক্ট ফোকাস করে তবে ২য় ক্যামেরাটি শুধুমাত্র অবজেক্ট/ ব্যাকগ্রউন্ড ফোকাস করবে বা ইমেজ থেকে ব্যাকগ্রউন্ড অস্পষ্ট বা ব্লার করে দেয়। ফলাফল স্মার্টফোন দিয়েই DSLR এর মত ছবি।
২য় ক্যামেরা লেন্সটি আকারে আরো দীর্ঘতর হয়ে থাকে—যেমনটি iPhone 7 Plus এ দেখতে পাওয়া যায়। এই উদ্ভাবনই এই ক্ষেত্রে আরো ছোটো সাইজে কমিয়ে হচ্ছে image বিবর্ধনের কোণ {“degree of image magnification”} বৃদ্ধি করে।
optically stabilize telephoto lens ৯০ ডিগ্রিতে স্থাপন করার ফলে ইমেজ সেন্সরে আলো পরে আলো একটি প্রিজমের মধ্যে দিয়ে যায়। তখন এই লেন্সের ফোকাল লেন্থ ৩গুণ বেশি হয় পাশেই থাকা আরেকটি ক্যামেরা হতে যা wide-angle camera হয়।
Oppo দাবি করছে “lossless” 5x zoom “proprietary image fusion technology for digital zoom,” এর মাধ্যমে। মডিউল (নমুনা ক্যামেরা) টি মাত্র 5.7mm মোটা, অর্থ দাড়ায়- বড় কোনো বাধা বিপত্তি ছারাই স্মার্টফোনে সংযুক্ত করা উপোযোগি হবে।
ঘটনা হলো, Oppo এখনও তার নিজস্ব কোনো ডিভাইস ঘোষণা করে নাই যেখনে এই ধরনের ক্যামেরা প্রযুক্তি ব্যবহার হবে। তো, এখনও বলা মুশকিল যে আসলে স্মার্টফোনের জগতে কেমন প্রভাব ফেলবে আর তার ফলাফল ই বা কত ভালো হবে...!! Oppo এই প্রযুক্তির ক্যামেরা তে ফোকাল লেন্থ কত সুনিদৃষ্টভাবে বলা হয় নাই। কিন্তু মানতেই হবে দীর্ঘ সময় ধরে চলে আসা স্মার্টফোনের ক্যামেরা এর সীমাবদ্ধতা অতিক্রম করার সম্পূর্নই নতুন এবং ভিন্ন প্রচেষ্টা। সত্যিকারের ডিভাইসে এর ফলাফল কিরুপ হয় তার অধীর অপেক্ষা রইল।
আমি মেহেদী জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় মেহেদী সোহান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।