ল্যাপটপ এর পাওয়ার দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য আমরা কত কৌশল ই না অবলম্বন করি। সম্প্রতি Microsoft তাদের একটি ল্যাব পরীক্ষণ এর মাধ্যমে আমাদের জন্য এক নতুন বার্তা জানানোর চেষ্টা করেছে। আর সেটা হল google chrome browser কে হটিয়ে নতুন সাশ্রয়ী browser এর উন্মোচন এখন সময়ের দাবি মাত্র।
মাইক্রোসফট এর ল্যাব পরীক্ষণ থেকে দেখা যায়,হুবহু এক কনফিগারেশন এর চারটি ল্যাপটপ এ চারটি ভিন্ন ব্রাওজার চালানো হলঃ মোজিলা, ক্রোম,অপেরা এবং মাইক্রোসফট এজ। ল্যাব নিয়ন্ত্রিত পরিবেশে দেখা যায়, ক্রোম তুলনামুলক ভাবে ব্যাটারি এর অপচয় অনেক বেশি করছে।
মাইক্রোসফট এর ভিডিও টি দেখতে ক্লিক করুন এখানে
এই পরীক্ষণ এ চারটি ল্যাপটপ এ কিছু জনপ্রিয় ওয়েবসাইট এ চিরাচরিত পন্থায় browsing করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বাটারির চার্জ সম্পূর্ণ শেষ না হয়। ফলাফল -ক্রোম কম্পিউটার চার ঘণ্টা উনিশ মিনিট, ফায়ারফক্স পাঁচ ঘণ্টা উনিশ মিনিট, অপেরা বাটারি সেভিং মোড কম্পিউটার ছয় ঘণ্টা আঠারো মিনিট পর্যন্ত রান করে। ক্রমের সাথে তুলনা করলে অতিরিক্ত সাত ঘণ্টা ইউজার রা আনপ্লাগ্ড অবস্থায় ল্যাপটপ ব্যবহার করতে পেরেছে।
পার্থক্য টা আরও ভালভাবে বোঝার জন্য ল্যাপটপ গুলোর বিভিন্ন কমন সাইট(ফেচবুক,ইয়াহু,আমাযন,উইকিপেডিয়া) এ
সাইক্লিং করার সময় wi-fi,CPU,GPU এর power consumption তুলনা করেছে। প্রতিটা টাস্ক এর জন্য সাধারণ ব্রাওজিং আচরন যেমন সাইট ওপেন করা, বিভিন্ন নিবন্ধে স্ক্রল করা, এইচ ডি ভিডিও দেখা,নতুন ট্যাব খোলা অনুশরন করা হয়েছে। নিচের বার ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে এজ অনেকখানি সাশ্রয় করতে সক্ষম।
স্পষ্টতই এটা মাইক্রোসফট এর একটা প্রচারনা যা অপেরা,ক্রম, ফায়ারফক্স কে এজ দিয়ে প্রতিস্থাপনে উৎসাহিত করে। যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এখানে অনুপস্থিত সেটা হল ক্রম অনেক দারুন কিছু করতে পারে যা এজ করতে অপারগ। উদাহরন্সরুপ ব্রাওজার এক্সটেন্সান সুবিধার কথা বলতে পারি। মাইক্রোসফট এর ভাষ্য, এটি এজ এর কর্মদক্ষতা বৃদ্ধি এবং এর বহুমুখি কার্যকারিতা নিয়ে কাজ করে জাচ্ছে যার প্রতিফলন উইন্ডোজ ১০ এর পরবর্তী ্সংস্করন এ দেখা যাবে। যদি সত্যি এজ পাওয়ার সাশ্রয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে মোবাইল ইউজার দের জন্য সেটা অবশ্যই ভাল খবর।
সুত্রঃ ইন্টারনেট।
আমি daydreamer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
love to know
Browser kokhono batarry kharap kore na.