যারা গান গাইতে পছন্দ করে, তাদের জন্য এই টিউন

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাই কেমন আছেন ???

আশা করি সবাই অনেক ভাল আছেন।

আপনাদের দোয়ায় আমিও ভালআছি।

 

সরাসরি টিউনে চলে যাই ...

অনেকে নিজে নিজে গান গাইতে পছন্দ করে।

 

আমিও নিজে নিজের রেকর্ড করা গান শুনতে ভালবাসি।

কিভাবে ?????

 

সেটাই আজকের টিউনে দেখাবো।

🙂

 

তো চলুন দেখে আসি কি কি সফটওয়্যার প্রয়োজন হবে :

1.  অডাসিটি।

2. লেম (সহায়ক সফটওয়্যার)।

এছাড়াও ভাল মানের একটা হেডফোন। এবং নিরিবিলি পরিবেশ।।

 

সফটওয়্যার গুলো ডাউনলোড দিয়ে নিন, নিচের দেয়া লিংক থেকে।।

 

সম্পূর্ন ফ্রিতে

 

Audacity download link :  Click here

 

অথবা, এই লিংকে গিয়েও ডাউনলোড করতে পারবেন     এখানে ক্লিক করূন

 

লেম  ডাউনলোড লিংক  :  এখানে ক্লিক করূন

 

যদিও সকলে নিরিবিলি পরিবেশ পায় না, বেশ ভয় ভয় লাগে গান গাইতে।  আমারও একই অবস্থা :)।

 

প্রথমে অডাসিটি ইনস্টল করে নিন, এরপর লেম ইনস্টল করূন।

 

এবার পছন্দের গানের কারাওকে নেট থেকে নামিয়ে (ডাউনলোড করে) নিন। [অডিও]

 

এবার নিচের দেয়া লিংক থেকে ভিডিওটা দেখুন।  তাইলে সব পানির মত পরিষ্কার হয়ে যাবে।।

 

Click here : ইউটিউব ভিডিও লিংক

 

আর হ্যা, পাশের বাসায় কোন মেয়ে থাকলে আস্তে আস্তে গান গাইতে ভুলবেন না। নাহলে সকালে বাসায় নালিশ চলে আসতে দেরি নাই ।।  হা হা হা 🙁 🙂

নিজ অভিজ্ঞতা থেকে বললাম।

 

এটা ২য় টিউন তাই কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।

 

আর গান রেকর্ড
শেষে আমারে শুনাইতে ভুলবেন না।

 

ফেসবেুকে আমি
আজকের মত টা টা 🙂

Level 0

আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বেশি কিছু বলার নেই । ভালবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে, জ্ঞান আহরন করতে , যতটুকু জানি তা অন্যের মাঝে ছড়িয়ে দিতে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন। bdblog24.wordpress.com

আপনাকেও ধন্যবাদ…

ওকে ভাইয়া। ভিজিট করবো ।

কমেন্ট করার জন্য ধন্যবাদ #মেঘলা আকাশ

Awsome dada…………….