আপনি কি বুদ্ধিমান? আপনার বন্ধুরা কি বুদ্ধিমান? বা আপনার শিক্ষক? এই প্রশ্ন করলে অবিলম্বে উত্তরটি হবে, "হ্যাঁ, অবশ্যই!"। উত্তর তো হল, কিন্তু সঠিক হল কি না তা আমরা বুঝবো আজকের এই লেখাটি পড়ার পর!
মানবজাতির উন্নতির এই পর্যায়ে 'বুদ্ধিমত্তা' বা Intelligence এর ধারণাটি আর এক ধরণের বুদ্ধিমত্তায় সীমাবদ্ধ নেই, বিশ্বব্যাপি এখন বুদ্ধিমত্তা “IQ” (Intelligence Quotient) দিয়ে সমাদৃত। অনেক দিন পরের আজকের এই LAG এক্সক্লুসিভে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাওয়ার্ড গার্ডিনার দ্বারা প্রস্তাবিত একাধিক বুদ্ধিমত্তা (Multiple Intelligence) তত্ত্ব টি নিয়ে আলোচনা করবো।
"আমরা একটি না, সাত-আটটি উপায়ে আমাদের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারি।"
বড় টিউন হলেও পড়লে সময় গুলো বৃথা যাবে না এবং আমার অনেক সময় নিয়ে লেখা টিউনটাকে অবহেলা করে আরও টিউন করা থেকে নিরুৎসাহিত করবেন না বলে আশা রাখছি।
আজকের এই টিউনটি পড়ে আমরা স্মার্টনেসের আসল সংজ্ঞা জানতে পারবো এবং সহজেই স্মার্ট-আনস্মার্ট পার্থক্য খুঁজে বের করতে পারবো।
সাধারণত বুদ্ধিমত্তার আটটি আলাদা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে:
ভাষাগত, গাণিতিক\লজিক্যাল, সঙ্গীত, ভিজুয়াল\কল্পনা, ফিজিক্যাল, সোসিয়ালিজম, ইন্ট্রাপার্সোনাল(?) এবং প্রকৃতিবাদীতা।
যেকোনো ভাষায় দক্ষতা অর্জন করে সে ভাষার সঠিক-সুন্দর ব্যবহার করার দক্ষতাই ভাষাগত দক্ষতা। লেখক, বক্তা, প্রশিক্ষক, অধ্যাপকগণ সকলেই এই ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী। ভাষায় অতিমাত্রায় পারদর্শী মানুষদের মধ্যে অন্যতম দুইজন হলেন শেক্সপিয়ার এবং আব্রাহাম লিংকন।
সংখ্যা নিয়ে কুশলী হওয়া আর যৌক্তিক, সিস্টেম্যাটিক্যালি, বিশ্লেষণী, বাস্তবধর্মী চিন্তা করার ক্ষমতাটিই গাণিতিক বা যুক্তিগত দক্ষতা। অসাধারণ লজিকসম্বৃদ্ধ দুইজন যে ব্যক্তির নাম উচ্চারণ না করলেই নয়ঃ আইনস্টাইন এবং স্টিফেন হকিং।
সঙ্গীতে পারদর্শিতা বলতে বোঝায় সঙ্গীতকে বুঝতে পারা, তার কদর করা বা সঠিক মূল্য দেয়া এবং.সঙ্গীত সৃষ্টি করার ক্ষমতা কে। মিউজিসিয়ান, কম্পোজার্স এবং সাউন্ড এডিটরেরা এই ক্ষমতার দখলধারী। Mozart, Bach, Louis Armstrong শক্তিশালী উদাহরণ।
লিংক- https://www.youtube.com/channel/UCNW9j03eh2VLeaG7-lc36ng
এই ক্ষেত্রে পারদর্শীগণ সাধারণত সাধারণের থেকে সবকিছু কে ভিন্নভাবে দেখে থাকেন। মনশ্চক্ষু দ্বারা যেকোনো কিছু দেখে সুদুরপ্রসারী চিন্তাও তৎক্ষণাৎ করে ফেলতে সক্ষম হন এরা! চিত্রশিল্পী, স্থপতি (Architects), অভ্যন্তরীণ নকশাবিদ, গ্রাফিক্স ডিজাইনার, শহর পরিকল্পনাবিদ সবাই-ই এই ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। উদাহরণ Leonardo da Vinci এবং ফ্র্যাঙ্ক লয়েড রাইট।
দৈহিক, শারীরিক বা খেলাধুলোর, চাতুরী-দক্ষতাকে এই ক্ষেত্রটির অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়াবিদ, নৃত্যশিল্পী, ম্যাকানিক্স, সার্জন, Craftspeople এবং Yoga বা এরোবিকস প্রশিক্ষন ইত্যাদি-ই Kinaesthetic দক্ষতা। এই ক্ষেত্রে দক্ষ ব্যক্তিত্বঃ মাইকেল জর্ডান, মাইকেল জ্যাকসন, চার্লি চ্যাপ্লেইন...
অন্যের সাথে সহজেই মিশে যাওয়া, সব ধরণের মানুষের সাথে খাপ খাইয়ে নিয়ে নিজেকে কেন্দ্রবিন্দুতে পরিণত করা এটির অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, সেলসম্যান, অভিভাবকগণ, কূটনীতিক, শিক্ষক এবং নেতাদের মাঝে এই শক্তিটি বিদ্যমান। এই বিভাগে বিখ্যাত ব্যক্তি হিসেবে উদাহরণে মাদার তেরেসা, জন এফ কেনেডি, এপিজে আবুল কালাম এর নাম উদ্ধৃত করা যায়।
এটিকে অন্তর্দর্শন করা বলতে পারি। নিজের চরিত্র কে আচরণ কে পর্যবেক্ষণ করে তার ভুল ত্রুটি শুধরানো বা নিজেকে জানতে চাওয়াই এই শ্রেণির অন্তর্ভুক্ত। নিজেকে জানলেই জানা যায় প্রকৃতির সকল রহস্য। এই বিভাগটিতে পারদর্শী মানুষেরা সাধারণত গবেষক, দার্শনিক, বা মনোবিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার গঠন করে থাকেন। সুপরিচিত উদাহরণ সক্রেটিস এবং ফ্রয়েড।
প্রকৃতির যেকোনো উপাদান যেমন মাটি, বৃক্ষ, পশুপাখি, নদী আকাশ, ফসলের সাথে নিজেকে সম্পৃক্ত করাই ন্যাচারালিস্টিজম। এই বিভাগটিতে পারদর্শীতা দেখান কৃষক, জীববিজ্ঞানী, এবং পরিবেশবিদেরা। চার্লস ডারউইন এর একজন অন্যতম প্রধান উদাহরণ।
লিখতে লিখতে ৮ টি ক্ষেত্র নিয়ে আলোচনা শেষ হয়ে গেল।
পরিশেষে বলা যায় যে, এই আটটি বিষয়ের মধ্যে একাধিক যত বেশি বিষয়ে যে যত বেশি পারদর্শী সে আমাদের মধ্যে তত বেশি স্মার্ট। আজকের এই টিউনটি আমাদেরকে স্মার্ট বানিয়ে দিতে না পারলেও আনস্মার্টনেস থেকে মুক্তি এবং স্মার্টনেসের সুস্পষ্ট ধারণা দিবে বলে আশা রেখে আজকের মত শেষ করছি। ভালো লাগলে 'অবশ্যই' আবারো আপনাদের মাঝে কিছু এক্সচলুছিপ জিনিস সম্পর্কে কিছু ধারণা ছড়িয়ে দিতে পারি সেজন্য টিউমেন্ট "শেয়ার" দিয়ে উৎসাহিত করবেন...
আমি অয়ন হোসেন রাশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন লিখছেন ভাললাগলো