টিটির বর্তমান অবস্তা দেখে খুবই দুঃখ লাগে কারন বর্তমানে টিটির যা অবস্তা। কয়েকদিন আগে একটা মিশনে নেমেছিলাম টিটিতে স্পামার ধরার জন্য। মোটামুটি ভাবে সফল ও হয়েছিলাম। আজ টিটিতে এসেই হোমপেজে কিছু টিউন চোখে পরল যা একবারেই অপ্রাসঙ্গিগ। এই ধরনের টিউন ফেসবুকের টাইমলাইনে মানায় টিটির মত এতো বড় টেকনোলোজি প্লাটফ্রমে না। আসুন কথা না বাড়িয়ে এক নজরে সেই টিউন এবং টিউনার দের সাথে পরিচিত হই আর এডমিনদের কাছে অনুরধ করছি যত দ্রুত সম্ভব এই টিউন গুলোকে ডিলিট করে এদের টিউনারশিপ বাতিল করার জন্য।
এই ভদ্রলোক তার মোট ৯ টি টিউনেই তার নিজের YOUTUBE চ্যানেল এর মার্কেটিং মূলক টিউন করেছে যা টেকটিউনের নীতিমালা ভঙ্গ করে টেকটিউনের নীতিমালায় স্পষ্ট ভাবে বলা আছে "প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন"। আর এনার যেই টিউনটি আমার প্রথমে চোখে পড়েছে সেটির টাইটেল একবার দেখুন "বিনোদনের জন্য Youtube এর নতুন বাংলা Channel "জুতা খা"।মিছ করবেন না"
এনার বিসয়ে বেশি কিছু বলার সুযোগ টিটি রাখেনি কারন আমি এনার আইডিতে প্রবেশ করার আগেই টিটি মনে হয় তার আইডিটি ব্যান করে দিয়েছে কিন্তু তার টিউনটি এখনো দৃশমান রয়েছে। তার টিউনের টাইটেল "চমতকার হাসির ভিডিও, সেক্স এডুকেশন ইন বাংলাদেশ। এজন্যই বাংলাদেশ পিছিয়ে।" আসলেই বেশ রসিক মানুস এনি। কিন্তু রসিকতা দেখানর যায়গা টিটি নয়। এডমিনদের কাছে অনুরধ করছি যত দ্রুত সম্ভব এই টিউনটি ডিলিট করার জন্য।
এনিও প্রথম ভদ্রলকের মতো নিজের মুভি ডাউনলোড সাইটের সরাসরি মার্কেটিং করতেছে যা টেকটিউনের নীতিমালা ভঙ্গ করে। আর এনার যেই টিউনটি আমার প্রথমে চোখে পড়েছে সেটির টাইটেল একবার দেখুন "Dilwale, Hate Story 3 ও Bajirao Mastani 2015 এর তিনটি সেরা হিন্দি মুভি শুধু মাত্র আপনার জন্যে। ডাউনলোড করুন ঝামেলাহিনভাবে।" আরে ভাই মানুষ কি টিটিতে মুভি ডাউনলোড করতে আসে? স্পামিং না করে সাইটের ভালোভাবে মার্কেটিং করেন SEO করেন এমনিতেই ভিজিটর পাবেন।
আর কিছু বলবো না ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার প্রিয় মানুষটিকে আর হ্যা নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা "HAPPY NEW YEAR 2016" আবার দেখা হবে পরের টিউনে।
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টেকটিউন অামার অাইডি ব্যান হয় নি। হা হা, তবে অামি কিছুটা রসিকঈ। তবে অামাকে নিয়ে লেখা ঠিক হয় নি। অামি অনেক অাগের টিউনার।