আপডেটঃ টেকটিউনে স্পামিং বেড়ে যাওয়া প্রসঙ্গে।

আসালামুয়ালাইকুম সম্মানিত টেকটিউন কমিনিউটি। আজ আবার বসলাম টেকটিউনে স্পামিং বেড়ে যাওয়া প্রসঙ্গে একটি আপডেট নিয়ে লিখতে। এর আগের টিউনে তিনজন স্পামারের আইডি লিঙ্ক এবং বিস্তারিত লিখেছিলাম। যারা দেখেননি তারা এখান থেকে দেখে আসতে পারেন। আজকেও ঠিক এমন একজন স্পামার কে খুজে পেলাম যিনি ১.৫ জিবি ফাইলকে জাদু করে ১৩ এম্বিতে পরিণিত করতে পারেন। এটি তার একটি স্পামিং এর অসাধারন প্রক্রিয়া। পরশু যেই স্পামারের আইডি শেয়ার করেছিলাম তদের সব স্পাম টিউন টি টি ডিলেট করেছে এজন্য টি টি কে অসংখ ধন্যবাদ। তো আজকের ঘটনা খুলেই বলি।

 

কাল সারারাত কাজ করেছি তাই আজ আমার সকালটা হয়েছে দুপুর ২ টার সময়। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে সেরে পিসিটা অন করেই আসি টি টি তে। এটা আমার ডেইলি রুটিনের ভিতরেই পরে। এসেই চোখে হোমপেজের এই পস্টটি যার টাইটেল বিশাল সাইজের গেম ডাউনলোড করুন মাত্র কয়েক এমবিতে!! অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা অবশ্যই দেখুন… দেখেই কেমন একটা খটকা লাগলো। তাই টিউনটির ভিতর প্রবেস করলাম করেই দেখি কয়েকটি বিশাল বিশাল সাইজের অ্যান্ড্রয়েড গেম। আমি আর দেরি না করে পরিক্ষা করার জন্য একটি গেমের ডাউনলোড বাটনে ক্লিক করলাম আমাকে নিয়ে যাওয়া হল Download Buzz নামে একটি সাইটে তার পর শুরু হোল ডাউনলোড বাটনের খেলা একের পর এক পেজ আর প্রতিটা পেজেই অসংখ ডাউনলোড বাটন আর পপ আন্ডার। যাই হোক অনেক কস্টে একটি ১৩ এম্বির জিপ ফাইল ডাউনলোড করলাম করার পর আনজিপ করে গেম ফাইল গুলো দেখে আমার চোখ কপালে ওঠার অবস্থা। পাঁচটি সেম ভিডিও এবং প্রতিটি ভিডিওই বলিউডের কিছু হট অভিনেত্রির ছবির স্লাইড শো। আরো আছে পাঁচটি HTML ফাইল যেগুলোর প্রতিটাই সেই Download Buzz সাইটের হোম পেজের PDF ভার্সন। যাই হোক অ্যান্ড্রয়েড গেম ডেভলপ সম্পর্কে ধারনা না থাকলেও যেকোন গেমের সোর্স ফাইল সমন্ধে হালকা জ্ঞান আছে। আপ্নারাই বলুন কোন গেমের সোর্স ফাইল কি বলিউডের কিছু হট অভিনেত্রির হতে পারে?

আসুন কথা নাবাড়িয়ে এই স্পামারের সাথে পরিচিত হই

 

  • টিউনার আইডি : pritamcrb
  • টিউনার নাম : এস মামুন
  • টিউনার হয়েছেন : 17 August, 2014
  • টিউনারশীপ : 1 বছর 4 মাস
  • মোট টিউন : 31
  • আইডি লিঙ্কঃ https://www.techtunes.io/tuner/pritamcrb

যেই টিউনটি নিয়ে এতো কথা সেটি দেখতে এখানে ক্লিক করুন। আর এডমিনদের নিকট আকুল আবেদন এই স্পামারকে যতো দ্রুত সম্ভব ব্যান করুন।

যতোদিন টেকটিউন স্পামার মুক্ত হবেনা ততদিন এই স্পামারদেরকে নিয়ে লিখবো। আসা করি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। ধন্নবান কস্ট করে পরার জন্য। আপনার চোখে যদি এমন কোন স্পামার পরে তবে টিউনমেন্টে জানাতে ভুলবেন না।

 

 

Level 0

আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্যের ব্যাপারে মিথ্যা অভিযোগ দেয়ার আগে লজ্জা থাকা উচিত। আপনি যেই অভিযোগ করেছেন তার প্রমাণ দেখাতে পারবেন?

    যথার্থ প্রমাণ পাওয়ার পর এবং সে প্রমাণ দ্বারা অভিযুক্ত হওয়ার পরই আপনার সে মহান টিউনটি এডমিনরা ডিলেট করে দিয়েছে। 😀

    ভাই এস মামুন টাইম থাকতে পিওর হন। আমি কোন মিথ্যা অভিযোগ করিনাই যা করছি ১০০% সত্যি।। আপনার টিউনটি আপনি নিজে ডিলেট করছেন নাকি টিটির এডমিন করছে সেটা জানিনা। কিন্তু আপনি যে বাংলা ঠিক ভাবে পড়তে পারেননা সেই বিসয়ে ১০০% নিশ্চিত কারন আমি আমার টিউনে সব প্রমান সহ খাটি বাংলা ভাষায় লিখছি। আর আমার লজ্জার কথা, আরে মিয়া আপনার নিজেরি তো লজ্জা থাকা দরকার পাব্লিক প্লেসে মিথ্যা বলেন। আর একটা কথা নিজের মাথায় ঢুকায় নেন টেকটিউন স্পামিং করার যায়গা না স্পামিং করার অনেক যায়গা আছে সেখানে করবেন। আপনার সাইটে ১৩ এমবির অই ফেক গেম আপলোড না করে ৪ এমবির একটা রিয়েল গেম আপলোড করে পাবলিক কে দেন দেখবেন আপনার স্পামিং করে ভিজিটর আনা লাগবে না ভিজিটর এমনিতেই আসবে। আসা করি বুঝতে পেরেছেন।

আসাদ ভাই, আপনার এই উদ্যোগটি অত্যন্ত ভাল লেগেছে। চালিয়ে যান। আজ আমিও একটি প্রতিবাদ মুলক টিউন করেছি। এইযে লিঙ্কঃ https://www.techtunes.io/facebook/tune-id/414090

আসাদুসজামান আপন @ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটি টিউনের জন্যে।

এই মাএ একজন পোস্ট করল …।।https://www.techtunes.io/hacking/tune-id/414207

ভাইযান লিংক না দিওয়া ভিডিও লিংক দেয়///////

Level 2

চালিয়ে যান। আবার যদি টিটি আগের জায়গায় আসে।

একদম সঠিক কাজ ৷