আজকে আর টিউনের শুরুতে নিজের পরিচয় দিবোনা কারন টেকটিউনের বর্তমান অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। বলা যায় অনেকটা রাগ নিয়েই আজকের টিউনটি লেখতে বসা। আপনারা যারা নিয়মিত টেকটিউন ভিজিট করেন তাদের চোখে নিশ্চয় টেকটিউনে যে স্পামিং বেড়ে গেছে সেটা এড়ায়নি। আজকে আমি কিছু স্পামারের টিউনার আইডি শেয়ার করবো এবং টেকটিউন কর্ত্রীপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যতো দ্রুত এই স্মপামারদের টেকটিউন থেকে তাড়াবেন ততোই মঙ্গল।
টেকটিউন এর মতো এমন বিশাল এক কমিনিউটিতে এইসব স্পামার এর কোন স্থান নেই। টেকটিউন একটা টেকনোলজি সাইট এখানে মানুষ আসে তাদের টেকনোলজি বিসয়ক জ্ঞান বাড়ানোর জন্য কোন স্পামারের ভুয়া টিউন পড়ে প্রতারিত হওয়ার জন্য নয়। টেক্টিউন আমাদের সাইট এটাকে রক্ষার দায়িত্ত আমাদের। আসুন কথা না বাড়িয়ে এই প্রতারক স্পামারদের সাথে পরিচিত হই।
স্পামার ১ঃ আহমেদ শামস
এই আহমেদ শামস তার মোট ১৩ টিউনের ভিতর একটিও ভালো টিউন করেননি যা করেছেন সব স্পাম। তাই এডমিন মেহেদি ভাই এর দৃষ্টি আকর্ষণ করে বলছি যতো দ্রুত সম্ভব এর টিউনার আইডিটি ব্যান করুন।
স্পামার ২ঃ মুকতাদির হাসান
ইনিও আহমেদ শামস এর মত একজন স্পামার এরা দুজনই ফ্রী নেট বা ফেসবুক হ্যাকিং এর টিউন টাইটেল দিয়ে ভিতরে একটি সফটওইয়্যারের নাম লিখে নিজেদের মনিটাইজ করা ইউ টিউব ভিডিওর লিঙ্ক দেয়।
স্পামার ৩ঃ আলী ইষ্টোর বিডি
এই ভদ্রলোক একটু স্পেশাল স্পামার এনি উপরের দুজনের মত টিউনে স্পামিং করে না এনি স্পাম করে টিউমেন্টে। প্রায় সব টিউনের টিউমেন্টেই এনার নিজের সাইটের সংক্ষিপ্ত বর্ণনা সহ তার সাইটের লিঙ্কটি পাওয়া যায়।
আমি উপরে তিন জন ভদ্র লোকের বর্ণনা দিলাম আপনাদের চোখে যদি এমন আরো কোন ভদ্র লোক পরে তবে টিউনমেন্টে জানাতে ভুলবেন না। আর এডমিন দের দৃষ্টি আকর্ষণ করে বলছি টেক্টিউনকে স্পামার মুক্ত করেন কারন আমরা টেক্টিউন কে ভালবাসি তাই আমারা চাইনা সামান্য কিছু স্পামারের জন্য এতো বড় একটি টেকনোলজি প্লাটফ্রম ক্ষতিগ্রস্থ হোক। আজ এই পর্যন্তই।
এই হতভাগার ব্লগ
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ripon BHai ekdom thik dhoresen.eder k rab e deoa uchit