ছেলেদের দাড়ি উঠা সম্পর্কে আমার কয়েকটি প্রশ্ন

হেলো টেকটিউনার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টেকটিউনস বাংলাদেশের এক নম্বর ব্লগিং প্লাটপর্ম। এখানে যুক্ত হয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমার পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা রইলো সকলের জন্য। আমার মনে কয়েকদিন থেকেই কয়েকটা প্রশ্ন ঘুরাঘুরি করছে, আর সেগুলো হলো ছেলেদের দাড়ি উঠা সম্পর্কে। টেকটিউনসে অনেক অভিজ্ঞ ভাই আছেন, তারা হয়তো আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ঠিক আছে আমি আমার প্রশ্ন গুলো নিচে একে একে তুলে ধরছি।

প্রশ্ন ১
ছেলেদের দাড়ি উঠে কেন? মেয়েদের উঠে না কেন?

প্রশ্ন ২
দাড়ি উঠার সঠিক বয়স কত?

প্রশ্ন ৩
কোন ছেলের যদি দাড়ি উঠার বয়স হয়, কিন্তু দাড়ি না উঠে তবে তার কি করনিয়?

প্রশ্ন ৪
দাড়ি উঠার সাথে কি বি*পাতের কোন সম্পর্ক আছে?

প্রশ্ন ৫
দাড়ি উঠার পরে কি করনিয়?

আমার এই প্রশ্ন গুলো হয়তো অনেকের কাছে বিরক্তিকর মনে হবে, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মনে হয় টেকটিউনসের আরো অনেকেরও এই প্রশ্ন গুলো থাকতে পারে। তো যারা যানেননা তারা যেনে নিবেন আর যারা জানেন তারা অনুগ্রহ করে প্রশ্নগুলোর উত্তর দিবেন।

*→ খারাপ শব্দ, হয়তো অনেকেই আমাকে গালি দিবেন তাই শব্দটা লিখিনি।

সবাই ভালো থাকবেন।

আমার একটা ছোট খাট ব্লগ আছে চাইলে দেখে আসতে পারেন।
Ft Web BD

টেকটিউনসে ২০০ শব্দ না থাকলে টিউন প্রকাশ করা যায় না তাই এই লাইন লিখলাম।

Level 0

আমি ফরহাদ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ ফরহাদ। বাড়িঃ মাইজদী, নোয়াখালী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

? অদ্ভুত পোস্ট!!!

Level New

আপনার মাথা ঠিক আসে তো? নাকি ঈদ এর চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে?

Level 0

ekhane gie proshnu korun
http://www.Bissau.com

Level 0

ekhane gie proshnu korun
http://www Bissoy com

আশাকরি ভবিষ্যতে আর এমন প্রশ্ন করবেন না।

১/ এন্ড্রোজেন ক্ষরণ না হওয়ার ফলে মেয়েদের দাড়ি গোফ হয়না।

২/ সাধারণত বয়সন্ধিকালের বা বয়সন্ধিকালোত্তীর্ণ পুরুষলোকের দাড়ি গজায় | একজন পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সাধারণত ১৩ থেকে ১৪ বছর | অর্থাৎ তখন তার শরীরে অনেক পরিবর্তন ঘটে, যার একটি হচ্ছে দাড়ি-গোঁফ ওঠা |

৩/ এন্ড্রোজেন নামক হরমোনের কাজ হল মুখে দাড়ি বুকে লোম গজানো এবং কণ্ঠস্বর ভারি করে তোলা| এন্ড্রোজেন ক্ষরণ না হওয়ায় দাড়ি গজায়না| যদি কারও না গজায় সে ক্ষেত্রে হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন|

৪/ দাড়ি উঠার পরে সেটা আপনার বিষয়, ধর্ম মানলে ধর্ম যেভাবে বলবে সেভাবে রাখতে হবে। আর আপনি যদি রাখতে না চান তাহলে সেটাও আপনার বিষয়।

৪ নাম্বার এ ৫ চলে গেছে, তাই ৪ এখানে দিতেছি।

৪/ না।

ধন্যবাদ

Level New

এরকম যত প্রশ্ন আছে সবগুলো নিয়ে চলে আসুন বাংলায় প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট – helpfulhub.com এ।

Level 2

@ ফরহাদ ভাই: ওমর ফারুক Vi er dewa Asnwar Peye, Apni Ki notun kore Questions Korben je ………..

আপনাদের জন্য টিটি তে আসতেও লজ্জা লাগে , এগুলো বায়োলজি বইতে পাবেন , আর যা উৎসাহ আপনার , বায়ো-সাইন্স নিয়ে পড়ুন কাজে দেবে । অ্যাডমিনরা এটাকে ফাজলামির জায়গা করে দিয়েছে ।

    কিন্তু ভাইয়া আমি তো আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।