হেলো টেকটিউনার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টেকটিউনস বাংলাদেশের এক নম্বর ব্লগিং প্লাটপর্ম। এখানে যুক্ত হয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমার পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা রইলো সকলের জন্য। আমার মনে কয়েকদিন থেকেই কয়েকটা প্রশ্ন ঘুরাঘুরি করছে, আর সেগুলো হলো ছেলেদের দাড়ি উঠা সম্পর্কে। টেকটিউনসে অনেক অভিজ্ঞ ভাই আছেন, তারা হয়তো আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ঠিক আছে আমি আমার প্রশ্ন গুলো নিচে একে একে তুলে ধরছি।
প্রশ্ন ১
ছেলেদের দাড়ি উঠে কেন? মেয়েদের উঠে না কেন?
প্রশ্ন ২
দাড়ি উঠার সঠিক বয়স কত?
প্রশ্ন ৩
কোন ছেলের যদি দাড়ি উঠার বয়স হয়, কিন্তু দাড়ি না উঠে তবে তার কি করনিয়?
প্রশ্ন ৪
দাড়ি উঠার সাথে কি বি*পাতের কোন সম্পর্ক আছে?
প্রশ্ন ৫
দাড়ি উঠার পরে কি করনিয়?
আমার এই প্রশ্ন গুলো হয়তো অনেকের কাছে বিরক্তিকর মনে হবে, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মনে হয় টেকটিউনসের আরো অনেকেরও এই প্রশ্ন গুলো থাকতে পারে। তো যারা যানেননা তারা যেনে নিবেন আর যারা জানেন তারা অনুগ্রহ করে প্রশ্নগুলোর উত্তর দিবেন।
*→ খারাপ শব্দ, হয়তো অনেকেই আমাকে গালি দিবেন তাই শব্দটা লিখিনি।
সবাই ভালো থাকবেন।
আমার একটা ছোট খাট ব্লগ আছে চাইলে দেখে আসতে পারেন।
Ft Web BD
টেকটিউনসে ২০০ শব্দ না থাকলে টিউন প্রকাশ করা যায় না তাই এই লাইন লিখলাম।
আমি ফরহাদ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ ফরহাদ। বাড়িঃ মাইজদী, নোয়াখালী।
? অদ্ভুত পোস্ট!!!