"বিসমিল্লাহির রহমানির রাহীম"
সুপ্রিয় টেকটিউনস বাসী কেমন আছেন আপনারা? আমি জানি অবশ্যই ভাল আছেন। আজ আপনাদের সামনে এক নতুন বিষয় নিয়ে লিখতে বসেছি। আপনারা হয়ত সবাই জেনে গেছেন যে, মানুষ মঙ্গলে বাস করার জন্য সব রকম আয়োজন করে যাচ্ছে, এমনকি গত কয়েকদিন আগেও এই নিয়ে স্বয়ং "নাসা" থেকেও মঙ্গলে বসবাস করার জন্য আমজনতার কাছে সেখানে গিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করা যায় এই বিষয়ে একটা ইভেন্ট ও কন্টেষ্ট শুরু করেছিল। যার জন্য তারা ক্রিয়েটিভ আইডিয়া কে পুরষ্কিত করার কথা ও বলেছিল।
যাক সে কথা ... আমি আপাতত ঐদিকে যাচ্ছিনা । হয়ত ভাগ্যবান কেউ কন্টেষ্টে জিতেও গেছেন আর তাই মঙ্গলে মানুষ নিজের পৃথিবীর ম্যাপ হিসেবে একটা ডেমো ও প্রকাশ করেছে। তাই এটা মোটামুটি বলতে পারি মানুষ তবে মঙ্গলে বাস করতে যাচ্ছে।
জ্বি ... উপরের ছবিটি হতে পারে মঙ্গল গ্রহে পৃথিবীর নভোচারীদের অফিসিয়াল ফ্লাগ যা এই দশকের শেষে নভোচারীরা ব্যবহার করবেন। তার আগে আমার একটি প্রশ্ন আছে "নাসা"র কাছে "আসলেই কি পৃথিবীর ফ্লাগ দরকার?" আমাদের কমেন্টের ধরণ বিভিন্ন হতে পারে, হতে পারে মতানৈক্য কিন্তু তাতে কি এই বিষয়টিই বর্তমানে মহাকাশ গবেষণা ও রিসার্চে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
Wired এর ভাষ্যমতে Beckmans College of Design এর গ্রাফিক ডিজাইনার Oskar Pernefeldt এই ম্যাপের কথা প্রথমবার আলোচনায় আনেন। ধারণা করা হচ্ছে এই ডিজাইনের সাথে Swede এবং নাসা ও জড়িত আছে। আরও বলা হচ্ছে এটা অস্কারের গ্রাজুয়েশন প্রজেক্ট যা “The International Flag of Planet Earth.” নামে অবহিত করা হচ্ছে।
ম্যাপটিতে ৭টি রিং এর সংগঠন যার ব্যাকগ্রাউন্ড সমুদ্র নীল। অস্কারের দাবী " ফ্লাগের ৭টি রিং একটি ফুলের ৭টি পাপড়ি, পৃথিবীর জীবিকার নিদর্শন। রিং গুলো একটি আরেকটির সাথে সন্নিবিষ্ট যা প্রকাশ করবে এই পৃথিবীর প্রতক্ষ্য ও পরোক্ষ সকল কিছুই একে অপরের সাথে সম্পর্কযুক্ত।"
তারা আরো বলেন " নীল ব্যাকগ্রাউন্ড পৃথিবীতে মানুষের জীবিকা নির্বাহের জন্য অপরিহার্য উপাদান পানিকে নির্দেশ করে, সাথে এই পানি দিয়েই পৃথিবীর বেশির ভাগ এলাকাই কভার করে রেখেছে। ফুলের বাইরের রিং কে পৃথিবীর প্রতীক হিসাবে অবহিত করা হচ্ছে, এবং নীল পৃষ্ট দ্বারা ইউনিভার্স কে প্রতিনিধিত্ব করার নির্দেশ করা হচ্ছে।"
এলজি এবং বিস্মার্ট এর মত বড় বড় কোম্পানিগুলোও এই ডিজাইন প্রক্রিয়ার সাথে জড়িত, তাছাড়া নাসার ওয়েবসাইট অনুসারে কোন না কোন ভাবে নাসা ও এই নকশার সাথে জড়িত, যদিও তারা খোলাখোলি ভাবে কিছুই জানায়নি।
নিচের ভিডিও টিতে দেখুন বিভিন্ন দৃশ্যে অস্কার এই নকশা সম্পর্কে কি বলছেনঃ
আপনি কি পৃথিবীর ফ্লাগটিকে পছন্দ করেছেন? আপনার মতামত দিন, দেখি আমার সাথে মিলিয়ে যায় কিনা 😛
আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব, সবাই ভাল থাকবেন।
আর একটা কথা আমি ব্লগারে একটা ব্লগ খুলেছি, তেমন কিছু জানি না শুধু কেমন হল তা জানাবেন, লিংকঃ কালের খেয়া
আমি বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য