بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )
আসসালামু আলাইকুম । আমার ৩৭ তম টিউনে সবাইকে স্বাগতম । আমরা অনেকেই ইন্টারনেটে অনেক সময় ব্যয় করি , কিন্তু এ সময়গুলো কি আমাদের সঠিক কাজে আসে ? আপনাকে যদি প্রশ্ন করা হয় , আপনার IQ লেভেল কত ? কিংবা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন ? উত্তর দেবার আগে একটু ভেবে নিন । উত্তর দেবার আগে চলুন ঘুরে আসি ইন্টারনেটের এক অসাধারন জগত থেকে যেখানে আপনি আপনার IQ লেভেল পরীক্ষা করে দেখতে পারবেন , সেই সাথে বাড়িয়ে নিতে পারবেন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা । নিচের ফটো লিঙ্কে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন ।
সমস্যা নেই । নিচের ছবির গেমসগুলো বুঝলেই হবে ।
১. Dragger : এই গেমস টিতে আপনাকে এলোমেলো কিছু ছবি দেয়া থাকবে , সেই ছবি গুলো আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মিলাতে হবে , যেমন আমরা ছোট বেলায় মেলায় গিয়ে এধরনের খেলনা কিনতাম ।
২. Counterfeit: এটি একটি অসাধারন এবং কঠিন একটি গেমস , এখানে আপনাকে দুটি ছবি দেয়া হবে । আপনাকে দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে ।
না পারার সম্ভাবনাই বেশি । আর যদি পারেন তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে বহু গুন
৩. Rotate: এই গেমসটিতে আপনাকে বেশ কিছু ছবি দেয়া হবে , সেগুলোকে ঘুরিয়ে আপনাকে সঠিক ছবি তৈরী করতে হবে ।
৪. MasterPieces: এই গেমসে আপনাকে পাচটি ছবি দেয়া হবে , তাদের সিরিয়াল আপনাকে মনে রেখে পরবর্তীতে সেই সিরিয়াল অনুযায়ী ছবিগুলো সাজাতে হবে ।
৫. MasterCards: এই গেমসে আপনাকে জোড়ায় জোড়ায় ছবি খুঁজে বের করতে হবে ।
৬. Master Mind: এখানে ৯টি ছবি থাকবে , এগুলোর অবস্থান আপনাকে মনে রাখতে হবে, পরবর্তীতে একটি ছবি পরিবর্তন করা হবে , সেটি আপনাকে খুঁজে বের করতে হবে , এত সহজ না !
৭. The Image Quiz: এখানে এক ব্যাক্তি বা কিছু সম্পর্কিত ছবি দেখাবে , তার নাম বলতে হবে । আগে থেকে না পরিচিত থাকলে সঠিক উত্তরের কোন সম্ভাবনা নেই ।
৮. What Was There: এখানে একটি ছবি দেয়া হবে এবং প্রশ্ন করা হবে কোথায় কি আছে
৯. Chess: দাবা খেলা জেনে থাকলে খেলতে পারেন
এছাড়াও রয়েছেঃ
এবং আরো অনেক গেমস ।
তবে আর কেন সময় নষ্ট করবেন ? মাথাকে কাজে লাগান , উত্তর করুন আপনার IQ লেভেল কত । গেমসগুলো কেমন লাগল মতামত জানাতে ভুলবেন না । সেই সাথে আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
ভাল লাগল…চালিয়ে যান