একটা প্রতিষ্ঠানের লোগো ঐ প্রতিষ্ঠানের মান এবং ব্র্যান্ড উপস্থাপন করে। বেশিরভাগ মানুষ প্রতিষ্ঠানের লোগো দিয়ে অনেক বেশি আকর্ষিত হয়। একটি লোগো পূরা প্রতিষ্ঠানের স্লোগানকে ফুটিয়ে উঠাতে পারে। সেটা সামান্য একটা শব্ধ অথবা ছোট্ট একটা চিহ্নও হতে পারে।
সেজন্য নামীদামী সকল প্রতিষ্ঠান সেভাবেই উপস্থাপন করছে তাদের প্রতিষ্ঠানের লোগো দিয়ে। আজকে আমরা জানবো বিশ্বের জনপ্রিয় সেই সব প্রতিষ্ঠানের লোগো সম্পর্কে।
লোগো মূল্যঃ $০
গুগলের মতো এই বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো তৈরি করেছেন সারজিও বিন। এই লোগোটি অনেকবার মডিফাই করা হয় কিন্তু মূল কনসেপ্ট ঠিক রাখা হয়।
লোগো মূল্যঃ $৩৫
এই লোগো ডিজাইন করেন ১৯৭১ সালে ক্যারোলিন ডেভিডসন নামে একজন ফ্রিল্যান্সার। নাইকের এই লোগোটি অনেকবার মডিফাই করা হয় কিন্তু মূল কনসেপ্ট ঠিক রাখা হয়। নাইকের এই লোগোটি শেয়ার বাজারে উঠানো হয়, যা মূল্য এখন ৬ লক্ষ্য ডলার।
লোগো মূল্যঃ ১০ লাখ ডলার
পেপসির এই নতুন লোগো ডিজাইন করেন আরনেল গ্রুপ। এটা সবথেকে দামি লোগোর একটি।
লোগো মূল্যঃ ৬লাখ
লন্ডন ২০১২ অলিম্পিকের লোগো ডিজাইন করেন ওলফ অলিন্স ২০০৭ সালে।
লোগো প্রাইসঃ $০
কোকাকলার এই বিখ্যাত লোগো ডিজাইন করেন ফ্রাঙ্ক রবিনসন ১৮৮৫ সালে। সবথেকে পুরাতন লোগোর মধ্যে এটি অন্যতম।
লোগো মূল্যঃ $১৫
টুইটারের লোগো ডিজাইন করেন সিমন অক্সলি ২০০৯ সালে। এটা বর্তমানে কিছুটা মডিফাই করা হয়েছে।
লোগো মূল্যঃ ১৮ লাখ ডলার
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন লোগো রিডিজাইন করেন ২০০৭ সালে।
লোগো মূল্যঃ ২১ কোটি ডলার
ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো রিডিজাইন করা হয় ২০০৮ সালে এবং এটাকে ধরা হয় এযাবৎ এর সাবথেকে দামি লোগো।
লোগো মূল্যঃ ১০কোটি ডলার
আঁচেনট্যুর গ্লোবাল কন্সালটিং কোম্পানি, প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান।
লোগো মূল্যঃ ১ লাখ ডলার
The Next লোগোটি ডিজাইন করেন স্টিভ জবসের জন্য পল রন্ড ১৯৮৬ সালে।
লোগো একটি প্রতিষ্ঠান ধারক এবং বাহক। সেজন্য কেন এতো প্রশংসা নই?
তথ্যসূত্রঃ বিশ্ব ওন্ডারস লিস্ট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।
আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো?
আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
তথ্যবহুল টিউন। ধন্যবাদ আপনাকে।