“সিম ক্লোনিং” শত্রুর সিম কার্ডের সকল তথ্য সংগ্রহ করে, অন্যের নাম্বার ব্যাবহার করে কল দেওয়া এবং ব্যালেন্স ট্র্যান্সফার এর বিষয়ে বিস্তারিত…

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। অনেক দিন পর আবার টিউন করতে বসলাম। কলেজে উঠার পর আর সময় পাই নাতো তাই।

আগেই বলে নেই "এটি একটি সচেতনতা মূলক পোষ্ট। বেসি কথা বলব নাহ। শুরু করা জাক।

আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের সাথে... বিষয় হচ্ছে "সিম ক্লোনিং" শত্রুর সিম কার্ডের সকল তথ্য সংগ্রহ সব অন্যের নাম্বার ব্যাবহার করে কল দেওয়া এবং ব্যালেন্স ট্র্যান্সফার এর বিষয়ে বিস্তারিত... 😉

.
.

সিম কার্ড এ জিনিস থাকে দুইটা। IMSI নাম্বার আর MSISDN নাম্বার। MSIDN টা অপারেটর Assign কইরা দেয়। এই দুইটা জিনিস সাথে কিছু ইনফো যেমন আপনার সিমটা কল করতে পারবো কিনা,মেসেজ পাঠাইতে পারবো কিনা,দেশের বাইরে আইএসডি কল করতে পারবো কিনা,কল ফরোয়ার্ড,ডাইভার্ট হাবিজাবি করতে পারবো কিনা ইত্যাদি HLR নামের একটা ফাইলে আপ্লোডানো থাকে।এই ফাইলগুলা আবার তিনটা ফাইলে ভাগ করা থাকে, মাষ্টার ফাইল, ডেডিকেটেড ফাইল, এলিমেন্টরী ফাইল। তার মধ্যে এলিমেন্টরী ফাইল সব ধরনের ফরম্যাটেড ডাটা একটা সিকোয়েন্স রাখে যা ফিজিক্যালী অ্যাক্সেস করতে হবে।

আর টাকা পয়সা রিলেটেড সব ইনফো থাকে IN সিস্টেম এ। উদাহরন হিসেবে রবিতে এইটারে বলে OCS.

এখন HLR আর OCS দুইটাই প্রথম লাইনের IMSI আর MSISDN এর খবর জানে। যেই ব্যাটায় সিম ক্লোনিং করবো তার এই দুইটাই জানা লাগবো। কল করার সময় আবার IMSI কে ডিরেক্ট নেটওয়ার্কেও পাঠানো হয় না, TMSI নামের একটা জিনিস পাঠানো হয়। তাই এটা কল টাইমে ভায়া নেটওয়ার্ক পাওয়া অসম্ভব। 😎

IMSI জানতে হলে তারে HLR এ এক্সেস করে IMSI বের করতে হইবো।সেটা করতে গেলে পুরো সেল ফোন অপারেটর এর নেটওয়ার্ক ব্রীচ করতে হবে হ্যাকিং এর মাধ্যমে।এজন্য যত দামী যন্ত্রপাতি লাগে তা সাধারন কারো সংগ্রহ করা অসম্ভব ব্যাপার।

ন্যাশনাল ট্রেজার মুভিটা অনেকেই দেখেছেন। সেখানে নায়ক নিকোলাস কেজের বাবার সিম ক্লোনিং করে ভিলেন। তবে সেই হলিউডি মুভিতেও ক্লোনিং সম্ভব হয় নায়কের বাপরে ডান্ডা মাইরা অজ্ঞান করার পর,তার সিম থেকে ডাটা কপি করে। তাকে মিসড কল দিয়ে রা কল ব্যাক করার মাধ্যমে ক্লোনিং দেখানো হলে সেটা হতো পুরা হাস্যকর একটা ব্যাপার।আপনার সিমটা কারো হাতে গেলেই তা ক্লোন করা সম্ভব। কিন্তু সিমটা তার হাতে যদি চলেই গেলো তবে কি ক্লোনিং এর খুব বেশি দরকার আছে? 😆


 

সংগৃহীত করেছি "Cyber-71" থেকে।

ভাল লাগলে আমার ব্লগটি ঘুরে আসুন।

Level 1

আমি আহসান হাবীব চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাহা ভালই! 🙂