মঙ্গল গ্রহে আপনি যেতে পারবেন না, কিন্তু এবার মঙ্গল গ্রহে যাবে আপনার নাম; সেই সুযোগ দিচ্ছে নাসা। দেখে নিন কীভাবে কি!

তোমার জন্য ঐ চাঁদ টাও ধরে এনে দিতে পারি। এমন পরিবেশের সম্মুখীন আমরা হয় কিনা?

সম্প্রতি ৪ ডিসেম্বর যাচ্ছে NASA যান  পরিক্ষামুলক ভাবে  মঙ্গল গ্রহে।

অনেকে মঙ্গল গ্রহে যাওয়ার আশা প্রকাশ করে, কিন্তু যেটা অসম্ভব।

এজন্য তারা এবার শুধু মাত্র মানুষের নাম নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু আপনার নাম যাবে কীভাবে?

আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

কীভাবে করবেন-

  • প্রথমে নাসার এই ওয়েবসাইটে যান।
  • তারপর আপনার- First Name, Last Name, Country (দেশ), Postal Code, email দিয়ে নিচের ক্যাপচা পূরণ করুন।
  • তারপর Send My Name এ ক্লিক করুন।
  • ব্যাস হয়ে গেলো
  • কোন ভুল না থাকলে, নিচের ছবির মতো সাকসেস ম্যাসেজ দেখাবে।

  • যাত্রা- ৪ ডিসেম্বর, ২০১৪। (যত খুশি নাম আপনি সিলেক্ট করতে পারেন, আপনার GF/BF এর নাম পাঠাতে ভুলবেন না। 🙂 )
  • তারপর বোর্ডিং পাস দেখতে পারেন এই লিঙ্কে, তবে একটু নিচে যাবেন।

ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না। ব্লগে পাবেন এই বছরের সময়সূচি। 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro 🙂

NASA: You can’t fly to Mars, but your name can
NASA is preparing the new Orion spacecraft for a first test flight. Your name can fly along with it — eventually to the Red Planet.

okhne ki archive kore rakha hobe ?

Level 2

Valo Tune…. 😀

hu hu hu hu ha ha ha ha ha 😀 আমার নামটাও মংগল গ্রহে যাচ্ছে……… শুধু আপনি চেয়ে চেয়ে দেখেন…… আর লুচির মত ফুলেন…… 😛

    @শৈবাল কীট: তাই নাকি? যাচ্ছে যখন মিস্টি খাওয়াবেন না? তাহলে আরও ফুলতাম। ধন্যবাদ। 🙂

এইসবের মানে কি বুঝলাম না। মানুষের নাম পাঠিয়ে কি লাভ হবে?

    @উল্লাস: আপনার নাম যাচ্ছে, প্রথম পৃথিবীর বাইরে কোন গ্রহে, এটা কি কম?

এটা নিশ্চিত আমেরিকার তথ্য হাতানোর নতুন চাল। ভাই এসব এহুদিদের পাতানো ফাঁদে পা না দিয়ে বেশি করে আল্লাহর এবাদাত করুন এর জান্নাতে অন্নতকাল শান্তিতে থাকার দোয়া করুন

    @ফিরোজ আহমেদ: তথ্য নিল কথা থেকে আপনার। 🙁

    @ফিরোজ আহমেদ: আপনি আল্লাহর এবাদতের কথা বলছেন কিন্তু পিক লাগিয়েছেন অশ্লীল । পিক টা চেঞ্জ করুন ।

    @ফিরোজ আহমেদ: ধন্যবাদ ছবি চেঞ্জ করার জন্য। এবার ভালো লাগছে।

      আমরা অনেক কিছু জানি কিন্তু সঠিক জায়গাই সঠিক জ্ঞান দেবার অভাবে আমদের সে জানা জ্ঞান কোন কাজে আসে না। এজন্য সবাইকে ভাল মন তৈরির চর্চা করা দরকার।

ধন্যবাদ টিউনের জন্য। কিন্তু আমার রেজিস্ট্রেশন করা নাম যে তারা গ্রহণ করবে তার কি নিশ্চয়তা আছে?

    @ফরহাদ: Success ম্যাসেজ আসবে, পরবর্তী পেজে। ধন্যবাদ। অথবা নিচে চেক ও করতে পারবেন।

আই,টি সরদার : মহশায় দিল খুশ হোগিয়া ।

    @পাওয়ার ম্যান: আমিও খুশি, আপনারা খুশি হলে। ধন্যবাদ।

আ্পনা কে অনেক ধন্যবাদ

ভাইয়া success লেখার নাম আসে হইছে কিন্তুু ছবিটি সেভ করতে গেলে নাম আসেনা কেন??????

ভাইয়া success লেখার সময় নাম আসে হইছে কিন্তুু ছবিটি সেভ করতে গেলে নাম আসেনা কেন??????

    @মোস্তাকিম কাদের: এটা সমস্যা না, তবে স্ক্রিনশট নিলে নাম থাকবে। ধন্যবাদ।

Level 0

Thanks……………..Vaiya……