কিছু রহস্যময় ছবি যেগুলো ক্যামেরাবন্দী হবার কথা ছিলো না।

আজকাল ফটোসপ দিয়ে অনেক কিছুই করা যায়, ভালো কাজ জানা একজন এডীটর এর কাজ দেখলে বোঝাই যায় না বাস্তব না ভুয়া।যাহোক নিচের ছবি গুলো নেট আর বিশ্বাস যোগ্য সোর্স থেকে নেয়া।
 
১।অচেনা মহিলাঃ ছবিটি ১৯৬৩ সালের। এদিন এখানে আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডী খুন হন। ছবিতে তীর চিহ্ন দেয়া মহিলা সেখানে উপস্থিত ছিলেন যদিও তার সেখানে থাকার কথা ছিলো না। প্রেসিডেন্ট এর উপস্থিতি মানেই কড়া নিরাপত্তা ব্যাবস্থা। তা এরিয়ে খুব গুরুত্তপুর্ন মানুষ দের সাথে ঐ মহিলা সেদিন ওখানে কিভাবে ছিলেন তা আজো অজানা। এমন কি এফ বি আই বা পুলিস এখনো জানে না উনি কে ছিলেন , আর কিভাবে ছিলেন, কিভাবেই বা হারিয়ে গেলেন।
 

২। চাদে পিরামিডঃ এই ছবিটি তোলে এ্যাপোলো ১৭। ছবিটি আজো নাসার কাছে ব্ল্যাকলিস্টেড হয়ে আছে।

 

৩। অচেনা মহাকাশচারীঃ ১৩ মে ১৯৬৪ সালে জিম টেমপ্লেটন নামে একজন দমকল কর্মী তার ৫ বছরের মেয়ের ৩ টি ছবি তোলেন। এগুলোর একটি তে রহস্যময় ভাবে দেখা যায় একজন কে যার পরনে মহাকাশচারী দের মত পোষাক। জিম জানান ঐদিন ওখানে এমন কারো থাকা টা অসম্ভব। আর ছবি টি যে এডিট করা হয়নি তার সাক্ষ্য দেয় বিখ্যাত কম্পানী “কোডাক”

৪। হুক দ্বীপের সমুদ্র দানবঃ এখনকার দিনে এমন একটা ছবি ফটোসপ দিয়ে আমিও বানাতে পারলেও ছবিটি তোলা হয় ১৯৬৫ সালে। ছবি তে দেখা যায় সমুদ্রে অচেনা একটি মাছ জাতীয় প্রানী কে যার আকার কোন পরিচিতি মাছ বা তিমির সাথে মেলে না, (মাথা আর শরীরের পার্থক্য , অনেক টা সাপের মত)
টপিক টা ভালো লাগায় লিখলাম, সাধারনত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে লিখি।  সর্বপ্রথম আমার ব্লগ এ প্রকাশিত

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার জিনিস

Prothom duita sobi agey dheke silam. baki duita notun.

দারুন,এই রকম আরো টিউন চাই

জটিল টিউন।

Level 0

এরকম আরও আশা করি

আমরা বাঙ্গালী যত পায় তত চাই, বুঝলেন না আরে মিয়া এমন টিউন আর চাই 😛

অস্থির অস্থির। ভাল্লাগসে ভায়া

Level 0

দারুন!!!!

Level 0

just awesome

সেইরকম ভাল টিউন হয়েছে। ধন্যবাদ ভাই

দারুন!!!! দারুন!!!! দারুন!!!!

Nice.

Level 2

সবাইরে তো ধন্যবাদ দিয়েই দিছেন, আমারও ভাল লাগছে, আমারে কি দিবেন?

Level 0

@শাহরিয়ার শিমুল: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!! এমন অসাধারণ কিছু ছবি শেয়ার করার জন্য।

৪ নাম্বারটা মনে হয় টাইটানোবোয়া সাপ। আর এই সাপটিকেই এ যাবতকালের সবচেয়ে বড় সাপ বলা।
আরও জানতে চাইলে এই পোষ্টটা দেখুনঃ http://muhammadshuvo.blogspot.com/2014/07/worlds-longest-snake.html

nice…….carry on!