কে ভাল CHITIKA, নাকি, GOOGLE ADSENSE ?

ব্লগারদের ব্লগিং এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে অনলাইনে অর্থ উপার্জন । কিন্তু এটা কি খুবই সহজ ? মোটেই নয় । ব্লগিং এর মাধ্যমে টাকা আয় করতে হলে আপনাকে যথেস্ট পরিশ্রম করতে হবে যেমন ঃ ভাল ইউনিক কন্টেন্ট লিখতে হবে নিয়মিত, এস ই ও করতে হবে, এস এম এম করতে হবে – মোট কথা আপনার সাইটের ভিজিটর বাড়াতে হবে । আপনি প্রধানতঃ দুইভাবে অনলাইনে টাকা আয় করতে পারেন । ১) এড পাবলিশিং করে ২) এফিলিয়েট মার্কেটিং করে । এড পাবলিশিং এর জন্য বেশি জনপ্রিয় হচ্ছে গুগল অ্যাডসেন্স (Google Adsense) এবং ছিটিকা (Chitika) । কিন্তু কে বেশি ভাল । আসলে এটা দৃষ্টিভঙ্গির ব্যপার । যে অ্যাডসেন্স থেকে ব্যান খেয়েছে সে বলবে গুগল খারাপ আবার যে ছিটিকা থেকে আয় করতে পারছেন না তিনি বলবেন ছিটিকা খারাপ আসলে কে খারাপ ?

নিচের কয়েকটি পয়েন্টস থেকে আপনারা সিদ্ধান্ত নিবেন যে কে ভাল ঃ

১) গুগল অ্যাডসেন্স হচ্ছে সোনার হরিণ । এটা পাওয়াও কঠিন আবার পেলে রক্ষা করা আরো কঠিন , কারন গুগলের ১০০০০১ টা (মানে অসংখ্য) পলিসি আছে যার একটি লঙ্ঘন করলে ব্যান খাওয়া নিশ্চিত এবং কিন্তু সব পলিসি  মেনে চলা অনেক কঠিন। কিন্তু ছিটিকা পাওয়া অনেক সহজ এবং তাদের পলিসিও সহজ ।

২) আপনি যদি ভুলেও একবার অ্যাডসেন্স এর এডে একটা ক্লিক করেন , তবে, আপনার ব্যান খাওয়া নিশ্চিত । কিন্তু আপনি যদি ছিটিকার এডে দু চার বার (নিজের এডে) টেস্ট ক্লিক ও করেন অসুবিধা নাই , কিন্তু বেশি করলে খবর আছে ।

৩) ছিটিকার  আরেকটি বড় গুন হল যখন ভিজিটর কোন এডে ক্লিক করে তখন এটি আপনার পেজ থেকে ভিজিটরকে নতুন ট্যাবে অন্য পেজে নিয়ে যায় ফলে ট্রফিক হারানোর ভয় কম থাকে, কিন্তু গুগল ঐ পেজই নতুন পেজ ওপেন করে এবং আপনার অনেক কষ্টের ট্রফিক নিয়ে যায় যা আপনি আর ফিরে পাবেন না।

৪) গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে হাই কোয়ালিটির কটেন্ট লিখতে হবে কিন্তু ছিটিকার ক্ষেত্রে হাই কোয়ালিটির কটেন্ট না হলেও ক্ষতি নাই, এপ্রভাল পাবেন ।

৫) গুগল অ্যাডসেন্স এর এড প্রায় সব দেশেই ভিউ হয় তাই যে কোন দেশ থেকে ক্লিক পড়লেই আয় নিশ্চিত – কম হোক আর বেশি । কিন্তু এখন পর্যন্ত, ছিটিকার এড বেশির ভাগ ক্ষেত্রেই  ভিউ হয় –ইউরোপ, আমেরিকা , অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলোতে , তাই, আপনি যদি ওই সকল দেশের ভিজটর না পান তবে আয়ের সম্ভাবনা জিরো ।

৫) ছিটিকাতে আপনি সর্বনিম্ন $১০ হলেই উত্তোলন করতে পারবেন কিন্তু গুগলের ক্ষেত্রে $১০০ এর কম উত্তোলন করতে পারবেন না । তাছাড়া আপনি ছিটিকার টাকা পেপালের মাধ্যমে উঠাতে পারবেন, কিন্তু গুগল পেপাল ইউজ করে না।

৬) ছিটিকার রেফারেল পোগ্রাম আছে যার মাধ্যমে আপনি কিছু আয় কতে পারবেন কিন্তু গুগলের রেফারেল প্রোগ্রাম নাই ।

এগুলো ছাড়াও আরো অনেক পার্থক্য আছে যা আমি সময় সল্পতার জন্য এখানে দিতে পারলাম না , এজন্য দুঃখিত ।

এখন আপনারই সিদ্ধান্ত , কোনটি নিবেন – গুগল অ্যাডসেন্স ? ছিটিকা ? আপনাকে আমি গাইড করছিনা , এ ব্যপারে আপনিই আপনার গুরু ।

আরেকটি কথা , আপনি চাইলে দুইটাই (গুগল অ্যাডসেন্স ও ছিটিকা) আপনার সাইটে এক সাথে ব্যবহার করতে পারবেন , কোন অসুবিধা নাই ।  আমার কিন্তু দুইটাই পছন্দ । কারন,  দুইটারই ভাল-মন্দ দিক আছে ।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে বা আরো কিছু জানতে চাইলে আপনারা এখানে ALLININTERNET ভিজিট করতে পারেন এবং আপনার মন্তব্য পেশ করতে পারেন। আরকেটি কথা , এটা কিন্তু একটি ইংলিশ সাইট, সুতরাং, যারা ইংলিশ জানেন না তাদের ব্যপারে আমি অত্যন্ত দুঃখিত।

ও হ্যাঁ , যারা ইংলিশে লেখালেখি করতে চান তারা ইচ্ছা করলে আমার সাইটে গেস্ট ব্লগিং করতে পারেন । সবার জন্য উন্মুক্ত , কিন্তু শর্ত হচ্ছে কন্টেন্ট হতে হবে ইউনিক ।

এছাড়াও আপনারা আমাকে পাবেন ফেসবুকে ঃ Sumon Vai

Level 2

আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমাকে হেল্প করেন প্লিজঃ https://www.facebook.com/md.dipu.14
আমার ব্লগ হল দুইটা।

    Level 0

    @smdipu: ki help korte hobe vai?

Level 0

Your English is really great on all of your sites and pages!!!

Bhai, adsense ar chitika eksathe use korle adsense Ban korbenato???

Level 0

আমি ব্লগিং এ নতুন। আর আমার মনে হয়েছে ইংলিশ প্ল্যাটফর্মটায় কম্পিটিশন অনেক। তাছাড়া বাংলায় স্পিড ভাল আর বাংলাতে একটা নিজস্বতা কাজ করে তাই আমি কিছুদিন হলো বাংলা ব্লগিং করছি। নাম দিয়েছি The BD Joker
আমি জানতাম গুগলের এডসেন্স আমার জন্য নয় তাই আমাদের এড.কম এ ট্রাই করি আর সাথে সাথেই এড পাই। কন্টেন্ট এর সবটুকুই যেহেতু বাংলা এছাড়া কি আর কোন উপায় আমার আছে? আর কোন সাইটের এ্যাড কি বাংলা ব্লগ সাপোর্ট করে? কেউ যদি জানাতেন খুবই উপকার হতো?

Level 0

Green-red.com use koren

    Level 0

    @rblrana: vai Green-red.com a add nita parse na. plz help me

    @rblrana: chitika ar green-red.com ki ak sthe use kora jabe???