ডিয়ার টেক সাপোর্ট,
গত বছর আমি গার্লফ্রেন্ড ১৬.০ ভার্সন থেকে ওয়াইফ ১.০ ভার্সনে আপগ্রেড করি এবং লক্ষ্য করলাম আমার নতুন প্রোগ্রাম টা 'আনএক্সপেক্টেড চাইল্ড প্রোসেসিং' শুরু করেছে, যা আমার অনেক ভ্যালুয়েবল স্পেস এবং রিসোর্স দখল করছে। অথচ প্রোডাক্ট কেনার সময় এগুলোর কোনোটাই উল্লেখ ছিলনা। 😥
ঘটনা আরো আছে, ওয়াইফ ১.০ নামের প্রোগ্রাম টা নিজে নিজেই অন্য প্রোগ্রামগুলোর মধ্যে নিজেকে ইন্সটল করে নিয়েছে এবং সিস্টেম স্টার্টআপের সাথে সাথেই অটোরান হয়ে সিস্টেমের সকল এ্যাক্টিভিটি মনিটর করে।
ওয়াইফ ১.০ ইন্সটল দেবার পর থেকে আড্ডাবাজি উইদ ফ্রেন্ডস ৩.২, দাবা-নাইট ৫.৭, রেসিং ৯.০, স্বর্ণালী-অতীত ৮.১ সহ আরো বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম এখন আর রান করতে পারেনা।
সবশেষ নিরুপায় হয়ে 'রান এ্যাজ এ্যাডমিনিস্ট্রেটর' হিসাবে রান করতে চেষ্টা করলেই সিস্টেম ক্রাশ করে বসে।
আমি ফেভারিট প্রোগ্রাম গুলো রান করার সময় ওয়াইফ ১.০ প্রোগ্রাম টিকে ব্যাকগ্রাউন্ডে মিনিমাইজ করার চেষ্টা করে দেখেছি, তাতেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে আমি আবারো গার্লফ্রেন্ড ১৬.০ ভার্সনে ফিরে যাবার চেষ্টা করেছি কিন্তু ওয়াইফ ১.০ প্রোগ্রাম টা কোনোভাবেই আনইন্সটল করতে পারছিনা।
প্লীজ আমারে এই যন্ত্রণা থেকে বাচান!
-সমস্যায় জর্জরিত একজন ইউজার।
#টেক সাপোর্টের রিপ্লাইঃ
ডিয়ার ইউজার,
আপনি যে প্রব্লেম ফেস করছেন তা পুরুষদের কমন প্রব্লেম গুলোর মধ্যে অন্যতম। অধিকাংশ লোকে গার্লফ্রেন্ড ১৬.০ থেকে ওয়াইফ ১.০ তে আপগ্রেড করে এই ধারণা নিয়ে যে, এটি একটি 'ইউটিলিটি এবং এন্টারটেইনমেন্ট' প্রোগ্রাম। 😉
কিন্তু প্রকৃতপক্ষে ওয়াইফ ১.০ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যা আপনার সবকিছুই নিজে নিজে রান করবে।
আপনার সিস্টেমে ওয়াইফ ১.০ একবার যদি ইন্সটল হয়, তাহলে এটা ডিলিট-আনইন্সটল-মডিফাই করা একেবারেই অসম্ভব। কিন্তু তারপরও আপনি গার্লফ্রেন্ড ১৬.০ তে ফিরে যেতে পারবেন না, কারন ওয়াইফ ১.০ এর প্রোগ্রামিং কোড টা এর সৃষ্টিকর্তা সেভাবেই লিখেছেন!
অনেকে নিরুপায় হয়ে গার্লফ্রেন্ড ১৭.০ কিংবা ওয়াইফ ২.০ ইন্সটল করার চেষ্টা করেছেন কিন্তু এরপর সমস্যা পূর্বের তুলনায় আরো বেশি বেড়েছে। আমার পরামর্শ হল, আপনি ওয়াইফ ১.০ কে রাখুন এবং সিচুয়েশন বুঝে ডিল করতে থাকুন।
আমি নিজেও ওয়াইফ ১.০ প্রোগ্রাম ইউজ করছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, আপনার ওয়াইফ ১.০ প্রোগ্রাম টি যখনই দেখবেন সিস্টেমের উপরে ক্রাশড হয়েছে, দ্রুত কমান্ড প্রম্পটে গিয়ে টাইপ করুনঃ
C:\>APOLOGIZE তারপর ম্যাজিক দেখুন! 😀
ওয়াইফ ১.০ খুবই ভাল একটি প্রোগ্রাম যদি এটিকে ঠিকমত ইউজ করতে জানেন। তবে এটা ঠিক যে এটি অনেক বেশি রিসোর্স হাংরি এবং সবকিছুর উপরে 'মেইনটেন্যান্স' করে।
ওয়াইফ ১.০ প্রোগ্রাম টির পারফরম্যান্স বাড়াবার জন্য আপনার সক্ষমতা অনুযায়ী বাড়তি কিছু প্রোগ্রাম এ্যাড করতে পারেন যেমন 'ফ্লাওয়ার' ৩.২, 'চকলেট' ২.৩, 'এন্টারটেইনমেন্ট' ৬.৫, 'নতুন কাপড়' ৩.৮, ইত্যাদি।
বেস্ট অভ লাক!
*নোটঃ ইহা আমার মস্তিস্কপ্রসূত নহে, বহুল প্রচলিত টেক হিউমর এর নিজস্ব ঢঙ্গে বঙ্গানুবাদ মাত্র।
আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo
অনেক মজা তো… 🙂 😛