অবাক কাণ্ড হাতের মধ্যে কম্পিউটার চিপ!

জাদুকরের চোখ ধাঁধানো কোন দৃশ্য নয়। নাটক কিংবা মুভির কোন দৃশ্যও নয় এটি। বাইওহ্যাকার টিম ক্যানন যাকে বলা হয় ডাই সাইবর্গ এটি তার হাত। আর তার হাতের চামড়ার মধ্যেই স্থাপন করা হয়েছে একটি সার্ক্যাডিয়া ১.০ কম্পিউটার চিপ, যার আকার স্মার্টফোনের মতো। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবনসাইট মাশাবেল ডটকমের।

ওয়ারলেসযুক্ত সেন্সরটি দীর্ঘ ১৮ মাস ধরে ক্যানন এবং তার সহযোগী হ্যাকার বা আর্টিস্টরা উন্নয়ন করেছে। এটি তার র্ভাচুয়াল সাইন নিরীক্ষণ করে এন্ড্রোইড ডিভাইসে ব্লুটুথ এর মাধ্যমে সঠিক সময়ের মধ্যেই তথ্য প্রেরণ করে থাকে।

ক্যানন বলছে, সার্ক্যাডিয়া ১.০ চিপটি যদি বুঝতে পারে যে আমি জ্বর অনুভব করছে তবে সে আমাকে একটি টেক্সট মেসেজ পাঠায়। ডিভাইসটি জ্বরের কারন নির্ধারন করতেও সাহায্য করে। সেন্সরটির ভবিষত সংস্কার হিসাবে আরো আকারে ছোট এবং নিরীক্ষণ কাজে আরো বিশ্বস্ত হবে।

চামড়ার নিচে ফুলে থাকা এবং অশোধিত সেলাইয়ের মাধ্যমে রাখা ডিভাইসটি অস্তিকর অবস্থার সৃষ্টি করে, তাছাড়া এ পদ্ধতি মেডিক্যাল অনুমোদিত নয় বলে সার্জারির মাধ্যমে এটি স্থাপন করতে উদ্যোগ নিচ্ছে ক্যানন।

আগামী কয়েক মাসের মধ্যে চিপটির প্রথম উৎপাদন সিরিজ হবে বলে আশা করছে ক্যানন এবং তিনি বলেন এটির মূল্য ৫০০ মার্কিন ডলারের কাছাকাছি নির্ধারণ করা হবে।

পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছিল

Level 0

আমি parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank u !!!!! for ur tune