টং দোকানে সফটওয়্যার – টেকনোলোজির ছোঁয়া এখন সর্বত্র

টিউন বিভাগ টেক ফিকশান
প্রকাশিত
জোসস করেছেন

ধরুন আপনি একটি অপরিচিত এলাকায় গেলেন এবং আপনার মোবাইলে ব্যালেন্স করার খুব প্রয়োজন হল। অনেক খুজা খুজির পর আপনি একটি সাইন বোর্ড দেখতে পেলেন "এখানে রিচার্জ করা হয়" সেখানে গিয়ে শুধু দেখলেন একটা পিসি নিয়ে বসে আছে একটা ছেলে, তাকে আপনার নাম্বার বলতেই আপনার মোবাইলে মুহুর্তের মধ্যে রিচার্জ হয়ে গেল। তবে কি আপনি অবাক হবেন? আবার ধরুন আপনি দেখতে পেলেন "এখানে রিচার্জ করা হয়" সাইন বোর্ডটি, কাছে গিয়ে (আপনার মোবাইলে) নাম্বারটা লিখার জন্য কলম চাইলেন অথচ আপনাকে একটি কি-বোর্ড এগিয়ে দিয়ে বলল নাম্বারটি টাইপ করুন এবং সাথে সাথে আপনার মোবাইলে কাংক্ষিত ব্যালেন্স পৌঁছে গেল! তাহলে কি অবাক হবেন?

এবার ফিরে আসি মুল কথায় মাত্র দু-চার বছর পুর্বেও মোবাইল রিচার্জ করার জন্য দোকান খুঁজে পেতে কষ্ট হত অথচ আজ ভাবতে অবাক লাগে মোবাইল রিচার্জের এই ক্ষুদ্র দোকানগুলোও সফটওয়ার ব্যবহার করে। দুদিন আগের ঘটনা আমাই একটা কাজে মিরপুর বেরিবাদে (সুইস-গেটে) যাই ঐখানে হঠাৎ-ই মোবাইলে ব্যাল্যান্সের খুব প্রয়োজন হয়। ফুটপাতের পাসে বসে থাকা শুধু একটি কম্পিউটারই তার দোকান! এই একটি মাত্র কম্পিউটার এবং নির্দিস্ট ঐ সফটওয়ারটির মাধ্যমে সে একই সাথে ৫/৬ টি সিমে লোড দিচ্ছে, পাশাপাশি বিকাশ এবং ডিবিবিএল লোড দিচ্ছে এবং গ্রহন করছে। প্রথম দেখাতে আমার কৌতূহলের মাত্রা ছিল ভীষণ! আমি বেশ কিছুক্ষন দারিয়ে সব দেখি এবং এক মুহুর্তের ছেলেটিকে জানতে চাই সফটওয়ারটির ব্যবহার করে তার কি লাভ হচ্ছে। আর না হলেও কমকরে ১০০+ লাভ বল ফেলে এক নিশ্বাসে। আরও অবাক করা ব্যপার হচ্ছে তার কালইনটরা বা কাস্টমাররা তাকে অনলাইনেও রিচার্জ রিকুয়েস্ট পাঠাচ্ছে ঘরে থেকে বসেই!

অনেকেই ভাবছেন ব্যপারটা তেমন আর কি? তাইতো? বুজানোর সার্থে দু-তিনটা লাইন লিখছি বাংলাদেশে শুধু গভমেন্ট সেক্টর নয় অনেক অনেক প্রাইভেট ডেভেলপার ফার্মও আছে যারা তাদের নিজেদেরকে আধুনিকতার শির্শে বলে দাবী করে থাকলেও নিজেদের প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইটি নেই আর সফটওয়ার তো তারা বুজেনি না এটা কি? ভাবতে হাসি লাগে অনেক সরকারি/বেসরকারি ব্যাংকও আজ তাদের দৈনন্দিন হিসাব করে খাতা-কলমে। তারা আজও টেকনোলোজি গ্রহন করতে পারছে না। অথচ সেই দেশেরই ফুটপাতে যদি এমন সফটওয়ার-এর ব্যবহার দেখি তবে কি অবাক হব না?

আমি ইজিলোডবিডি কিংবা অটোলোড নামক ওয়েব-সাইট গুলো অনেক আগেই দেখেছি যেখান থেকে যে কেঁউ রিচার্জ করতে পারে কিন্তু এই সফটওয়্যার কিংবা সিস্টেমটি যে একটা ফুটপাতের দোকানে ব্যবহার হতে পারে তা ভাবতে পারিনি। তাই আরও কোইতুহল বেরে গেল আসলে এই সফটওয়ারের কি লাভ? বা কত লক্ষ টাকা দিয়েই বা কিনলো এই সফটওয়ার? একটা টং দোকানের জন্য কত টাকাই বা ইনভেস্ট/লঘ্নি করে মানুষ?

যে দেশের ব্যংকের ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয় না সে দেশের টং দোকানের রয়েছে একটি ওয়েবসাইট তাও আবার অ্যাপ্লক্যশন কিংবা সফটওয়ার বেস একটি ওয়েব-সাইট? এটা কি অবাক হবার নয়?

তারচেয়েও অবাক কর ব্যাপার হচ্ছে মোবাইল রিজার্জ করার ছোট এই দোকানদার তার সফটওয়ারটি ব্যবহার করে মুহুর্তের মধ্যে বলে দিতে পারছে আপনি কত টাকা কখন রিজার্জ করেছেন, এই দোকান থেকে সারা জীবনে কতবার রিজার্জ করেছেন!

যাক কোইতুহল থেকেই খোঁজ করা শুরু করলাম সফটওয়ারটির ব্যবহারের মুল কারনগুলো। এই সফটওয়ারটি ফ্লেক্সি-লোড সফটওয়ার নামেই বেশী পরিচিত। ফ্লেক্সি-লোড সফটওয়ার একটি অনলাইন বেস সফটওয়ার। আরও খোঁজ খবর নিয়ে জানলাম এই সফটওয়ারটির মুল্য মাত্র ২০,০০০-৩০,০০০ টাকা। পাচটা মোডেম এবং ওয়েব-সাইট (ডিজাইন+হোস্ট+ডোমেইন) সহ ৩৫,০০০-৪৫,০০০ টাকা।

এর মধ্যে ঘটে যায় আরও মজার একটা ব্যাপার আমি আমাদের এলাকার এক বড় ভাই ঊনার মোবাইল রিচার্জের দোকান আছে, উনাকে সম্পুর্ন ঘটনা খুলে বললাম এবং উনি এতটাই পজেটিভ হলেন যে দুদিনের মধ্যে সফটওয়ার কিনে তার দুটি মোবাইলের দোকানই ডিজিটাল করে ফেলল। আপনি চাইলে দেখে আসতে পারেন ভাইয়ার সেই ডিজিটাল দোকান দুটা। গ্যারান্টি দিচ্ছি অবাক হবেন। কল্যাণপুর, বাস স্ট্যান্ড, জননী পয়েন্ট।

মুল কথাঃ হয়ত বা আমাদের দেশে টেকনোলোজির ছুঁয়া এখন সর্বত্র ছড়িয়ে যায়নি, কিন্তু কিছুদিনের মধ্যে টেকনোলোজির ছুঁয়া সর্বত্র ছড়িয়ে পড়বে। দু থেকে তিন বছরের মধ্যে নিশ্চিত করে বলা যায় দেশের ৬৫%-৭৫% টেকনোলোজির উপর নির্ভরশীল হয়ে যাবে। এমন দিন হয়ত আর বেশী দূরে নয় যেদিন আমরা আমরা আমাদের এলাকার মুদীর দোকানগুলার ওয়েব-সাইট থেকে পন্য ক্রয় করব। ই-কমার্স সাইটগুলো থেকে বাজার করব। আর অনালাইনে মার্কেটিং? তাতো এখনই করছি আমরা। তাই টেকনোলোজির সুবিধা যারা আজও অস্বীকার করে কিংবা টেকনোলোজির বিকল্প খুঁজতে চেস্টা করছেন তাদের জন্য ভয়ংকর একাকিত্তের সময় আসছে?

এই লিখাতে আমি টেকনোলোজির প্রয়জনিয়তা কিংবা ভবিষ্যৎ ফুটিয়ে তুলার চেস্টা করেছি। সকল ভুল ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল! তবে যুক্তিমূলক সমালোচনা অবশ্যই করবেন। ধন্যবাদ সবাই কে!

আমার ফেসবুক প্রোফাইল (দেখতে এখানে ক্লিক করুন!) এবং আমার ফেসবুক ফেনপেজ (দেখতে এখানে ক্লিক করুন!) !

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সফটওয়ার ব্যবহার করতে কি ইন্টারনেট লাগে? নাকি অফলাইনে কাজ করা যায়? যদি নেট ব্যবহার করতে হয় তাহলে খামাখা recharge website ব্যবহার না করে ২০০০-৩০০০ টাকা খরচ করে এইসব সফটওয়ার কেন কিনব? এটা কি sponsored tune নাকি?

    @কল্পলোক: না ভাই এটা sponsored tune না, হ্যা সফটওয়ারটি ব্যবহার করতে ইন্টারনেট লাগে তবে হয়ত বা অফলাইনেও কাজ করা যেতে পারে… জানতে হবে।

    একটা মানুষের যদি ৩টা দোকান থাকে অথবা তিনটা দোকানের মালিক যদি শেয়ারে এমন একটি সাইট বানায় বা এমন একটি সফটওয়ার ব্যবহার করে তবে তাদের অন্তত ১ লক্ষ + টাকা কম খরচ হবে আর দ্বিতীয়ত এতে কোন ভুল লোড এর সম্ভবনা নেই! এবং একজন ব্যাক্তি মিনিটে যে পরিমান লোড মোবাইল ব্যবহার করে দেয় তার অন্তত ১০ ঘুন লোড এই সফটওয়ার মাধ্যমে দেওয়া সম্ভব!

    @কল্পলোক: ধন্যবাদ আপনার মতামতের জন্য !

Level 0

:v… Recharge a proti 100takay profit ase only 27 taka..

    @mehedi96: তাই তো বলছি মাত্র ১০০০ এ ২৭ টাকা আয়ের এই সকল মানুষ যদি সফটওয়ার -এর প্রয়োজনীয়তা বুজতে পারে তবে কোন কোটি টাকার ব্যবসা যারা করছে তারা এই সফটওয়ার বা টেকনোলোজি কে মেনে নিতে পারছে না?

    @mehedi96: ধন্যবাদ আপনার মতামতের জন্য !

Level 0

100 takay 27 taka na……………1000 takay 27 taka.

মানুষ কি পরিমান গাজা খেলে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা দিয়ে ফ্লেক্সিলোড এর জন্য ওয়েব সাইট বানাবে ? আশা করি জানাবেন ।

    Level 0

      @Sufal: কেউ নতুন কিছু করতে গেলে সবাই তাকে পাগলই ভাবে। পরে ওই প্রযুক্তি চালু হয়ে গেলে ওই গাধারা ওটারই গুনগান গায়। আপনাদের মাথায় জন্ম হওয়ার সময়ই মনে হয় বড় রকমের গণ্ডগোল থাকে।

    @স্বপন মাহমোদ: আমি এই জিনিসটা বা সফটওয়ারটা প্রথম দেখে ভেবেছিলাম হয়ত বা সবাই এই ব্যপারটা জানেন অথচ আপনার মত একজনের এই মন্তব্য দেখে বুজে ফেললাম যে আসলে এখনও অনেক মানুষ অনেক পিছিয়ে আছে। যারা এটা কল্পনাও করতে পারছে না মেনে নেওয়া তো তাদের জন্য দুরের কথা…। যারা আজও টেকনোলোজির প্রয়োজনীয়তা অনুভব করছে না…।

    আশা করি আবার একটু ভেবে দেখবেন… ধন্যবাদ!

আপনার মাথাতে প্রবলেম আছে.
স্বপন মাহমোদ ভাই এর সাথে একমত

    @রন্জন কুমার বিশ্বাস: কেউ নতুন কিছু করতে গেলে সবাই তাকে পাগলই ভাবে। পরে ওই প্রযুক্তি চালু হয়ে গেলে ওই গাধারা ওটারই গুনগান গায়। আপনাদের মাথায় জন্ম হওয়ার সময়ই মনে হয় বড় রকমের গণ্ডগোল থাকে।

    @রন্জন কুমার বিশ্বাস: আপনি হয়ত বা ব্যাপারটা মেনে নিতে পারছেন না এটা স্বাভাবিক, আমি প্রতিদিন এমন অনেক মানুষকে দেখি যারা সারাদিন টেকনোলোজির উপর নির্ভর করলেও এর প্রয়োজনীয়তা বুজতে পারে না আমার এই লিখাটা তাদের উদ্দেশ্যেই ছিল…।

    আমি তো তাই বলছি যেখানে মাত্র ২৭টাকার একজন ব্যবসায়ী টেকনোলোজির উপকারিতা বুজতে পেরেছে সেখানে কিছু বড় বড় মানুষও গন্ড মুর্খের মত আচরন করছে…। আশা করি ২-৩ বছরের মধ্যে ঢাকার প্রতিটি ফ্লেক্সিলোড -এর দোকান এই সফটওয়ার ব্যবহার করবে বা করতে বাধ্য হবে… ।

    আপনার জন্য আমার পরামর্শ আপনি দোয়া করে একটু কল্যানপুর বাসশটান্ডে যাবেন এবং ঐখানে গিয়ে যারা এই সফটওয়ার ব্যবহার করছে তাদের সাথে কথা বলবেন এবং ২০টাকা রিচার্জ করে বুজে নিবেন এতে কি কি উপকারিতা রয়েছে…। এবং ভবিস্যতে না বুজে কোন ব্যাপারে পোক পোক করবেন না…।

    ধন্যবাদ মন্তব্যের জন্য !

অসাধারণ,চালিয়ে যান।

I think tymo runs such type of work. :/

    @রন্জন কুমার বিশ্বাস: যদি সত্যই এই কাজটী করে থাকে তবে ভাল… স্রোতের বিপরিতে যারা থাকে তারাই জয়ি হয়!

    আপনার জন্য বলবঃ টেকনোলোজির সুবিধা যারা আজও অস্বীকার করে কিংবা টেকনোলোজির বিকল্প খুঁজতে চেস্টা করছেন তাদের জন্য ভয়ংকর একাকিত্তের সময় আসছে?

Level 0

আপনারা অহেতুক বাজে কমেন্ট করতেসেন. আমি বিষয়টা ক্লিয়ার করতেছি. http://www.simpleloadbd.com এইটা আমার flexiload site. এই সাইট use আমার reseller যারা আছেন তারা টাকা রিচার্জ করে. same একটা সাইট আমার পার্সোনাল কম্পিউটার এ আছে. যেটা offline version, যেটা দিয়ে আমি আমার দোকান এর কাস্টমার কে সার্ভিস দেই. এইটা use করলে কাগজ কলম নিয়ে হিসাব করতে হয়না আজ কত টাকা sale করলাম আর কত প্রফিট হলো. সব এক ক্লিক এ বের হয়ে আসে. এই সফটওয়্যার offline এ করতে চাইলে খরচ হবে (সফটওয়্যার এর দাম ৫০০০+মডেম এর দাম). আপনি যদি ৩ টা মডেম use করেন তাহলে ৯০০০ টাকা. একটা প্রোভাইডার এর সিম এর জন্য একটা মডেম দরকার হয়. আপনি চাইলে একটা মডেম দিয়ে ও কাজ চালাইতে পারবেন সেইক্ষেত্রে আপনাকে মডেম খোলে সিম চেঞ্জ করতে হবে.

    @meskat00: সুন্দর লিখেছেন ধন্যবাদ ভাই! … দেখগে খুশি হলাম!

    @meskat00: offline সফটওয়্যার টা কত করে বিক্রি করেন ?

    @meskat00: বস আপনার মোবাইল নাম্বারটা দিন আমার নাম্বার ০১৬৭০৮৯৩৪৩৪

    vi apnar website to faul. apnar sathe jogajog kivabe korbo?

ভালো লাগলো।

Level 0

@menafamehedi আপনাকে ও ধন্যবাদ!

মজা পাইলাম, আসলে এই এই বিশয় টা আগে থেকেই জানি । আগে এই সফটওয়্যার দেসের বাইরে অনেক সেল হইত তবে ইদানিং দেশে অনেক হচ্ছে । তথ্য প্রজুক্তি কে যারাই লুফে নিয়েছে তারাই সফল হইছে এইটা কারোই অজানা না !! আজকে যারা এইটা নিয়ে হাসি ঠাট্টা করতছেন তারাই আকদিন এই সফটওয়্যার ব্যবহার করবেন । আমার জানা মতে জেই সফটওয়্যার ফার্মে কাজ করি ওই ফার্ম অলরেডি ১২০-১৩৫ বার এই সফটওয়্যার সেল করেছে !! থাওলে বুঝুন এর চাহিদা !! মেহেদি মিনাফা ভাইকে ধন্যবাদ সুন্দর একটা ব্যাপার কে সবার সামনে তুলে আনার জন্য 🙂 যাইহক কারো যদি সফটওয়্যার টা দরকার হয় আমাকে ফোন করতে পারেন ০১৭১৭৬৯৫৬৩১

    @mahin.aurko: ধন্যবাদ… সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!

আমি ত জানতাম যে Techtunes এর visitor রা অনেক স্মার্ট । কিন্ত @স্বপন মাহমোদ,@Sufal,@রন্জন কুমার বিশ্বাস, আপনাদের কে বলছি আমার একটা সফটওয়ার ফার্ম আছে । আমি এই সফটওয়ারটা ১১৯ জন এর কাছে বিক্র করেছি । তার মানে কে ঐ ১১৯ জন গাজা খাই । আমার ত মনে হই আপনার গাজা খাইয়া আসছেন । নতুন কে গ্রহন করতে শিখুন।
menafamehedi কে অনেক থাঙ্কস ।

    @ইফতি হাসমি: আপনাকে অনেক ধন্যবাদ…

    @ইফতি হাসমি: কিছু মনে করবেন না আমার বর ভাই দুবাই তে জব এর পাশাপাশি রিচার্জ এর বেবসা করে তাদের ওইখানে প্রতি ১০০ দিরহাম এ লাভ হয় ৩০ দিরহাম যেখানে আমাদের দেশে হাজারে হয় ২৭ টাকা তাহলে আমাদের দেশে কিভাবে ৩০/৪০ হাজার টাকা দিয়ে এই সফটওয়্যার কিনে ব্যাবহার সম্ভব । আর ৩০/৪০ হাজার টাকা ইনভেস্ট করার পর সে টাকাটা লাভ করতে কত দিন লাগবে টা কি হিসেব করে দেখেছেন ?

      @স্বপন মাহমোদ: ভাই আপনার মনে হচ্ছে এখনও বিশ্বাস হচ্ছে না, যদি সত্যিই বড় ভাই দুবাইতে থাকে তবে তাকে জিজ্ঞাসা করেন সেখানে কয়টা দোকানে এখনও হাতে লোড মারে…?

      ১০টা মোবাইল কিনে যদি সেই টাকা ঊঠাতে পারে এই ২৭ টাকার মাধ্যমে তবে কেন আজিবনের জন্য একটা সফটওয়্যার বানিয়ে তা করা সম্ভব হবে না?

      @স্বপন মাহমোদ: ১০০ দিরহামে ৩০ দিরহাম!! মানে ২০৩০ টাকায় ৬৩০ টাকা লাভ!!!! ভাই মনে হয় ভূল বলসেন। এভাবে চললে তো টেলিফোন অপারেটর অচল হইয়া যাইব!

    @ইফতি হাসমি: আমাদের দেশে হাজারে হয় ২৭ টাকা তাহলে আমাদের দেশে কিভাবে ৩০/৪০ হাজার টাকা দিয়ে এই সফটওয়্যার কিনে ব্যাবহার সম্ভব । আর ৩০/৪০ হাজার টাকা ইনভেস্ট করার পর সে টাকাটা লাভ করতে কত দিন লাগবে তা কি হিসেব করে দেখেছেন ?

      @স্বপন মাহমোদ: @স্বপন মাহমোদ: আপনার জন্য আমার পরামর্শ আপনি দয়া করে একটু কল্যানপুর বাসশটান্ডে যাবেন এবং ঐখানে গিয়ে যারা এই সফটওয়ার ব্যবহার করছে তাদের সাথে কথা বলবেন এবং ২০টাকা রিচার্জ করে বুজে নিবেন .। একটা মানুষের যদি ৩টা দোকান থাকে অথবা তিনটা দোকানের মালিক যদি শেয়ারে এমন একটি সাইট বানায় বা এমন একটি সফটওয়ার ব্যবহার করে তবে তাদের অন্তত ১ লক্ষ + টাকা কম খরচ হবে আর দ্বিতীয়ত এতে কোন ভুল লোড এর সম্ভবনা নেই! এবং একজন ব্যাক্তি মিনিটে যে পরিমান লোড মোবাইল ব্যবহার করে দেয় তার অন্তত ১০ ঘুন লোড এই সফটওয়ার মাধ্যমে দেওয়া সম্ভব!

      আর এই আকটা সফটওয়ার এর মাদ্দম এ ১০০ টা দোকান চালাতে পারবে । তা হলে আপনিই বলেন ১০০ টা দোকানের জন্য কত টাকা লাগবে।

        @ইফতি হাসমি: হিসেব অনুযায়ী ৪০০ টাকা হয় তাহলে আমাকে কি ৪০০ টাকায় দিতে পারবেন??? জানি পারবেন না ।

        @ইফতি হাসমি: ভুল হওয়ার সম্ভাবনা নেই বললে ভুল হবে। যেখানেই যান মানুষের তো ভুল হতেই পারে নাকি? শেষের ২/১ ডিজিট ভুল করে ফেললে কি হবে বুঝতে পারছেন?

    @ইফতি হাসমি: ভাই আমরা স্মার্ট না হইলেও আপনারা ওভার স্মার্ট

      @স্বপন মাহমোদ: আপনার জন্য আমার পরামর্শ আপনি দয়া করে একটু কল্যানপুর বাসশটান্ডে যাবেন এবং ঐখানে গিয়ে যারা এই সফটওয়ার ব্যবহার করছে তাদের সাথে কথা বলবেন এবং ২০টাকা রিচার্জ করে বুজে নিবেন .। একটা মানুষের যদি ৩টা দোকান থাকে অথবা তিনটা দোকানের মালিক যদি শেয়ারে এমন একটি সাইট বানায় বা এমন একটি সফটওয়ার ব্যবহার করে তবে তাদের অন্তত ১ লক্ষ + টাকা কম খরচ হবে আর দ্বিতীয়ত এতে কোন ভুল লোড এর সম্ভবনা নেই! এবং একজন ব্যাক্তি মিনিটে যে পরিমান লোড মোবাইল ব্যবহার করে দেয় তার অন্তত ১০ ঘুন লোড এই সফটওয়ার মাধ্যমে দেওয়া সম্ভব!

      আর এই আকটা সফটওয়ার এর মাদ্দম এ ১০০ টা দোকান চালাতে পারবে । তা হলে আপনিই বলেন ১০০ টা দোকানের জন্য কত টাকা লাগবে।

      ভাই আমরা স্মার্ট না হইলেও আপনারা ওভার স্মার্ট

        @ইফতি হাসমি: আপনার হিসেব অনুযায়ী ৪০০ টাকা হয় তাহলে আমাকে কি ৪০০ টাকায় দিতে পারবেন??? জানি পারবেন না । জা পারবেন না তার আশ্বাস কখন মানুষ কে দিবেন না ।

          @স্বপন মাহমোদ: ভাই Techtune ত বিক্কা করার জাইগা না।

          আর আপনাকে ত বলছি আগে স্মার্ট হন তার পর Comment করবেন । আপনি স্মার্ট হন মিয়া।।জান……..।………………।তারাতারি

      @স্বপন মাহমোদ: Techtunes স্মার্ট দের জন্য । smart না হলে দয়া কইরা Techtunes আসবেন না । আগে স্মার্ট হন তার পর Comment করবেন ।

Think big think positive………………..

    @Tanvir Mustafa Joy: ভাই আমার ১ তা সমস্যা আছে সেটা হল আমার রক্তের গ্রুপ A+ কিন্তু আমি কোন পজিটিভ চিন্তা করতে পারিনা। লোল পুরাই লোল

      @স্বপন মাহমোদ: আপনার এইচ.আই.ভি. + নাকি তা আবার চেক করে দেখেন ভাই… কারন এত নেগেটিভ কেঁউকে আমি জীবনে দেখিনি!

Level 0

@স্বপন মাহমোদ ভাই আমরা এইটা ৫০০০টাকা তে বিক্রি করি. আপনার যদি দরকার হয় যোগাযোগ করতে পারেন. ধন্যবাদ.

Level 0

@স্বপন মাহমোদ: ভাই আমরা এইটা ৫০০০টাকা তে বিক্রি করি. আপনার যদি দরকার হয় যোগাযোগ করতে পারেন. ধন্যবাদ.

bai aponar number ta din kotha bolbo