আসসালামুয়ালাইকুম । সবাই ভাল আছেন এবং আল্লহার হুকুমের রোজা ও নামাজ সঠিক ভাবে আদায় করছেন বলে আসা করছি । চলুন তাহলে tune টি দেখা যাক ।
Tune টির প্রয়োজনীয়তা –
– একটু দূরে বসে movie দেকছেন বার বার mouse use করতে হবে না ।
– Mouse নষ্ট হয়ে গেছে । Mouse হেসেবে ও ব্যবহার করতে পারবেন ।
– Media Player কে control করতে পারবেন খুব সহজে ।
– ইত্যাদি আরও অনেক কিছু ।
Tune টি করার জন্য আপনার যা লাগবে –
- আপনার desktop বা laptop .
- আপনার মোবাইল । (Bluetooth supported )
- একটি Bluetooth .( laptop তে তো Bluetooth থাকেই )
Tune টির কাজের ধাপ সমূহ –
- প্রথমে আপনার desktop pc তে Bluetooth connect করুন ।
- Laptop য়ের Bluetooth অন করুন ।
- তারপর আপনার মোবাইল কে desktop বা laptop য়ের সাথে connect করুন ।
- মোবাইল connect হয়ে যাবার পর , মোবাইলের Bluetooth menu থেকে Remote control য়ে গিয়ে ok বাতন চাপুন ।
- লক্ষ করবেন যে আপনার মোবাইল য়ে লেখা আসবে Accept HID request from … যা আপনি yes করবেন ।
- পরবর্তী তে দেখবেন আপনার মোবাইল এ ৩ টি option আসবে
১। Desktop
২। Media Player
৩। Presenter
- উপরিউক্ত option থেকে যেটা ইচ্ছা select করুন । ও use করুন ।
এটা আমার ২য় post তাই যে কোন ভুল ক্ষমার চোখে দেকবেন এবং আমার জন্য দোয়া করবেন ।
আজ এতটুকুই ভাল লাগলে কিংবা বাজে লাগলে অথবা বুজতে সমস্যা হলে জানাবেন তবাই আমার tune করার কষ্ট সফল হবে।
আমি tipu arzu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন বোকা ছেলে । সবসময় বোকা বোকা কাজ করি এবং বোকা বোকা কাজ করে বকাও খাই ।
“মোবাইল connect হয়ে যাবারপর , মোবাইলের Bluetooth menu থেকে Remote control য়ে গিয়ে ok বাতন চাপুন ।”
এটা তো মোবাইলে নাই !!