যারা প্রথম পার্ট মিস করেছেন -> https://www.techtunes.io/tech-fiction/tune-id/216370
পরদিন জিমের ফোনের অপেহ্মায় ছিলাম।ওর ফোন করার কথা থাকলে ও কোন ফোন পেলাম না।আমি নিজে তাকে ২ বার ফোন করলাম তবে ফোম রিসিভ করে নাই।আমি ভাবলাম সে ব্যস্ত।এক সপ্তাহ পর জানতে পারলাম যে জিম অসুস্থ।প্রচন্ড জ্বর আর কাশি ।এযুগে এতো পুরোনো অসুখ।আমি অফিস থেকে ফেরার পথে জিমের বাসায় গেলাম।বাসায় গিয়ে ওকে দেখে আমার শুকনো কাঠের মতো মনে হল।আমি মোটামটি কনফ্রাম ছিলাম Rain নামের মেয়েটাকে নিয়ে কিছু একটা হয়েছে।
আমি জিম কে বললাম কি হয়েছে তোর।দেখলাম ও বাম চোখের এক কোনের ছলছল করা জল আমার কাছে লুকাতে ছাইছে কিন্তু পারলো না ।
আমি বললাম আমাকে সব কিছ খলে বল।
জিম বলল আমি ও কে সব কিছু বলেছিলাম কিন্তু সে না করে দিয়েছে।বলেছিলাম যে আমি তাকে অনেক পছন্দ করি।
আমি বললাম সে না করতেই পারে।এটা তো জোর করার বিষয় নয়।তোকে এই জিনিস টা মাথায় রাখতে হবে।
জিম বলল শুধুনা করে দিলে আমি হয়ত সামান্যই কষ্ট পেতাম এভাবে ভেঙ্গে পরতাম না।সে আমাকে চরম অপমান করেছে আমি মানতে পারছি না।
আমি বললাম জিম তুই কি ভুলে জাচ্ছিস তুই civilization 1 এ প্রবেশ করেছিস তুই কেন পাগলামো করছিস একটা মেয়ের জন্য।
জিম বলল আমার মনমানসিকতা এখনো civilization 0 তেই আছে।
আরও ৭ দিন চলে গেল।জিম কে কোন ভাবেই শান্ত করা সম্ভব হচ্ছিল না।অবশেষে আমি জিমের কাছ থেকে Rain এর কন্ট্রাক্ট নাম্বার টা সংগ্রহ করলাম।
সরকারি তথ্য মন্ত্রনালয়ের অন্যতম সদস্য হওয়াই Human records database এ আমার ঢোকার অনুমতি আছে।অতি Securee Login Complete করে Human records e ফোন নাম্বার সম্বলিত তথ্য গুলো বের করার চেষ্টা করলাম কিছুই পেলাম না পুনরায় চেষ্টা করলাম এই বার ও কাওকে খুজে পেলাম না।আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পরলাম। Robot records e খোজার কোন ইচ্ছা ছিল আমার না।
কিন্তু খুজতে গিয়েই আমার মনিটরের স্ক্রিনে এক অপরুপা ,লাবন্যময়ী রমোণী কে দেখে আবাক হলাম কারন সে রোবট।আমি জিমের কথা ভেবে প্রচন্ড কষ্ট পেলাম।
এই জন্য আমি রোবট তৈরির নিতীমালায় প্রস্তাব করেছিলাম যেন কোন আবস্থাতেই রোবটের কন্ঠ মানুষের মত না হয় এবং হুবহু মানুষের মত দেখতেও না হয়।প্রচন্ড হ্মোভ হচ্ছিল আমার।
যে রোবট তৈরী কারি প্রতিষ্টান Rain কে তৈরী করেছিল আমি তাদের সাথে যোগাযোগ করলাম ওই কোম্পানীর C.E.O ডঃ আলম হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করলাম।
ঊনি আমাকে বললেন Rain এর বাবার কোন সন্তান ছিল না ।তার বাবার কথা মত আমারা তাকে তৈরী করেছি।ওর অন্যতম বৈশিষ্ট হল কেও ওকে ভাল লাগার কথা বললে তাকে চরম ভাবে অপমান করেবে।
আমি বললাম ওর চাল চলন আচার ,আচরন এতটায় আকষনীয় যে কেউ ওর প্রেমে পরে যেতে পারে।আমি Rain এর কন্ঠ পরিবর্তন করতে তাদের কে অনুরোধ করলাম।কিন্তু ওনি রাজি হলেন না।
ওনি আমাকে বললেন Rain এর দাঁরা করো কোন হ্মতি হয়েছে এই বিষয়ে আমরা কিছু জানি না।
আমি বললাম আমার এক প্রিয় বন্ধু অর প্রেমে পরে এখন খুব কষ্টে আছে।
আমি আর বেশিহ্মন বসে থাকতে পারলাম না।জিমের কাছে ফিরে আসলাম।ওকে আগের চাইতে কিছুটা ভাল দেখাচ্ছে।আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম জিম Rain is a beautiful রোবট।
দেখলাম ওর বাম চোখের কোন বেয়ে অশ্রু বেরিয়ে আসছে।৫ মিনিট আমি কোন কথা বললাম না।৫ মিনিট পর ওর যেন হুস ফিরে এল।আমাকে বলল জাহিদ চল এটাই উপযুক্ত সময় রোবট তৈরী এর নিতীমালার বিরদ্ধে মামলা করার।
এর পর বিজয় আমাদের ই হল।হাইকোট থেকে একটা ঐতিহাসিক রায় এল সকল রোবটের কন্ঠের কম্পাক পরিবতন করে দেবার জন্য এবং নতুন যে সব রোবট তৈরী হবে তাদের হ্মেত্রে ও তাই অথবা যাতে করে চেনা জায় যে এটা রোবট।
এখন জিম আর Rain এর দেখা হলেও Rain করকষ কন্ঠ জিম কে ভাল লাগার পরিবর্তে বিরক্তির বোধ ই তৈরী করে।
আমি zahidcse। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।