ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নাকি প্রতিদিন একই ড্রেস পরে।শুইনা তো পুত্থমে মনে হইসিল বেচারার T-shirt এর অভাব পরল নাকি? 😛 পরে দেখি অন্য কাহিনী।শুনুন তাহলে আসল কাহিনী 😀
সোশাল মিডিয়া ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে সবসময় একই পোশাকে দেখা যায়। সম্প্রতি তিনি বলেন, আমি প্রতিদিন একই টি-শার্ট পরি! !!ফেইসবুকের আইপিও বাজারে ছাড়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকারে এনবিসিকে একথা জানিয়েছেন জুকারবার্গ। বিশ্বের সাবেক শীর্ষ ১০ টেক বিলিয়নেয়ারের তালিকায় স্থান পাওয়া জুকারবার্গ আরও জানিয়েছেন তার অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের কিছু কথা।
তিনি বলেছেন, ফেইসবুক কর্মীরা তাকে নাম ধরেই ডাকেন এবং এতে তিনি যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেউ ‘মিস্টার জুকারবার্গ’ বলে সম্বোধন করেন না। তিনি বলেন, "আমি প্রতিদিন একই ধরনের পোশাক পরি, এটা ঠিক। তাছাড়া আমার বাসায় ক্লজেটে আমি কেবল একটি ড্রয়ারই ব্যবহার করি। তাতে শুধু ২০টি ধুসর টি-শার্ট আছে।" জুকারবার্গ আরো বলেন, ‘স্টিভ জবস এবং আইনস্টাইনেরও প্রতিদিন একই ধরনের পোশাক পরার অভ্যাস ছিলো।’
জুকারবার্গ তাইলে নিজেরে স্টিভ জবস আর আইনস্টাইন মনে করে 😛
পূর্ব প্রকাশিতঃ এখানে
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।
তাহলে তো কাল থেকে আমাকেও সব শার্ট একই রঙের কিনতে হবে।