একই টি-শার্ট সব সময় পড়ে জুকারবার্গ !

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নাকি প্রতিদিন একই ড্রেস পরে।শুইনা তো পুত্থমে মনে হইসিল বেচারার T-shirt এর অভাব পরল নাকি? 😛 পরে দেখি অন্য কাহিনী।শুনুন তাহলে আসল কাহিনী 😀

সোশাল মিডিয়া ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে সবসময় একই পোশাকে দেখা যায়। সম্প্রতি তিনি বলেন, আমি প্রতিদিন একই টি-শার্ট পরি! !!ফেইসবুকের আইপিও বাজারে ছাড়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকারে এনবিসিকে একথা জানিয়েছেন জুকারবার্গ। বিশ্বের সাবেক শীর্ষ ১০ টেক বিলিয়নেয়ারের তালিকায় স্থান পাওয়া জুকারবার্গ আরও জানিয়েছেন তার অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের কিছু কথা।

তিনি বলেছেন, ফেইসবুক কর্মীরা তাকে নাম ধরেই ডাকেন এবং এতে তিনি যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেউ ‘মিস্টার জুকারবার্গ’ বলে সম্বোধন করেন না। তিনি বলেন, "আমি প্রতিদিন একই ধরনের পোশাক পরি, এটা ঠিক। তাছাড়া আমার বাসায় ক্লজেটে আমি কেবল একটি ড্রয়ারই ব্যবহার করি। তাতে শুধু ২০টি ধুসর টি-শার্ট আছে।" জুকারবার্গ আরো বলেন, ‘স্টিভ জবস এবং আইনস্টাইনেরও প্রতিদিন একই ধরনের পোশাক পরার অভ্যাস ছিলো।’

জুকারবার্গ তাইলে নিজেরে স্টিভ জবস আর আইনস্টাইন মনে করে 😛

পূর্ব প্রকাশিতঃ এখানে

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাহলে তো কাল থেকে আমাকেও সব শার্ট একই রঙের কিনতে হবে।

ভাই, আপনার শেষ কথায় কষ্ট পেলাম। একটা মানুষ তার পছন্দের একটা মানুষের জীবন ধারা বেছে নিতেই পারে। এবং সেটা যদি স্টিভ জবস আর আইনস্টাইন এর মত লোককে ফলো করা হয়, তাও আবার ফেসবুকের মালিকের মত মানুষের, তাহলে সেখানে আপনি কিছুই বলতে পারেন না।

তথ্য দেয়ার জন্য +, আর এমনে বাজে ভাবে একটা মানুষকে খোচাঁ দেবার জন্য ৩বার –

    @শফিউল (Shafiul): ভাইয়া, আমি এমনি দুষ্টামি করে লিখলাম আসলে ফেইসবুক মাঝে মাঝে না বুঝে একাউন্ট Disable করে দেয়, তাই একটু খোঁচা দিলাম 🙂

শফিউল (Shafiul) ভাইয়ের সাথে একমত।

ধন্যবাদ

এটা কোন টেকনিক্যাল ব্যাপার না। ভেবেছিলাম কোন টেকনো টি শার্ট পড়ে কিনা। এট একটা টেকনিক্যাল সাইট কিনা এই জন্য।

    @স্বপন: হতাশ করার জন্য দুঃখিত । 🙁 কিন্তু এটা প্রযুক্তি কথন কিনা,তাই দিলাম। 🙂

মজার কাহিনী। 😀

ভালোই লাগলো জেনে।

Shafiul vai thik bolsen,100% apnar shate ak mot.Avabe bola unar really uchit hoini.so sad 🙂 but kahini ta valo e chilo>>>

Level 0

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ…

ভাই, মার্ক জাকারবার্গ, জুকারবার্গ না। বাংলাদেশের সমস্ত জায়গায় জুকারবার্গ লেখে কেনো বুঝি না। দুয়েকটা ভিডিও দেখলেই তো উচ্চারণটা শোনা যায়।
যাহোক, পোস্টের জন্য ধন্যবাদ।
আশা করি সামনে থেকে যাকারবার্গ জোকারি না করে সত্যিকার যাকারবার্গ হবে।

খুব ভালা পোস্ট। 🙂 তবে, জুকারবার্গ না জাকারবার্গ হবে।

Level 0

ভাই
শুন্দর পোস্ট হইছে । এভাবে চালিয়ে যান আমরা আছি আপনার সাথে ।
http://techorb4u.blogspot.com/ ব্লগ সাইট তা দেকতে পারেন ভালো লাগবে ।

জাকারবার্গের কিছু অভ্যাসের কারণে উনি আমার খুব প্রিয় একজন ব্যক্তি।উনার তুলনা আমার কাছে এডিসনের মতন ২ জনেই ” মেনলো পার্কের জাদুকর “

আমিও দেখি চেষ্টা করব
হেহেহেহে

এত বড়লোক তবু মহান।