আপনার অব্যবহৃত কিউবি মডেমটি আপনি রিফান্ড করতে পারবেন এই মাসের 30 তারিখ পর্যন্ত

আসসালামু আলাইকুম, টিউনটির উদ্দেশ্য হল একটি নিউজকে আপনাদের সামনে উপস্থাপন করা।
আপনারা হয়ত অনেকে জানেন বা অনেকে জানেন না যে, কিউবি রিফান্ড(refund) করছে।আপনার অব্যবহৃত কিউবি মডেমটি আপনি রিফান্ড করতে পারবেন এই মাসের 30 তারিখ পর্যন্ত।প্রতিটি কিউবি রিফান্ডের জন্যে আপনাকে 1000টাকা দেয়া হবে।
এছাড়া আপনি চাইলে মাত্র 346 টাকার বিনিময়ে পুনরায় নতুন কিউবি একটিভ করতে পারবেন।

  • এছাড়া বিস্তারিত জানার জন্যে কিউবি সেলস্ সেন্টার এ যোগাযোগ করুন।
  • এবং কিউবি রিটার্ন এর জন্যে কিউবি সেলস্ সেন্টার এ যোগাযোগ করুন।
  • আপনার কিউবিটি অবশ্যই কানেক্টেড হতে হবে অর্থাৎ কিউবিটি ভাল থাকহে হবে।
  • এইটা শুধু মাত্র একটা তথ্য আপনাদের নিকট জানানো হল। কিউবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলে টিউনার কোন মতে দায়ী থাকবে না।

বর্তমানে কিউবি বা বাংলালায়ন নিয়ে অনেক হ্যাকিং টিউন হচ্ছে VPN ব্যবহার করে।পরবর্তিতে VPN নিয়ে একটা টিউন করব।

একটি সমবেদনা প্রকাশ :

[ মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস
নির্মানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

“বিধর্মী বা কাফেররা কি দেখে না যে, প্রতিদিন কত অসংখ্য বিধর্মী বা কাফের অমুসলিম থেকে মুসলমান হচ্ছে। তারা কি দেখে না,আল্লাহ্ এর হুকুমে এখনও ফেরআউনের লাস্ অক্ষত অবস্থায় আছে !!!
এর থেকে কি প্রমাণ পায় না , একমাত্র ইসলামই সত্য র্ধম।
নিশ্চয় আল্লাহ্ তাওলা সবকিছু দেখেন , শুনেন এবং জানেন।” ]

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai refund bujhlam na

Level 2

puran modem dia oder kaj ki bjujlam na, amarta 850 tk dea dilam (cable chara) … oneke dekhlam sell kortese, already koek bosta hobe, maybe kono uddessho ase :p

কার কাছে স্টুডেন্ট প্যাকেজ আছে? কিনতে চাই।

    @স্বার্থপর: আমার ফ্রেন্ডের আছে, প্রায় এক বছর যাবৎ ব্যবহার করছে, এখন রোভার নিতে চায়। তাই স্টুডেন্ট প্যাকেজটা সেল করবে। ইউএসবি ডঙ্গল মোডেম। ২৫৬ kbps স্পিড। ১০ গিগা লিমিট। মাসিক বিল মেবি ৫৫০ টাকার মতন। এখন পর্যন্ত চালু কানেকশান। 🙂 তার রোভার নিতে ২০০০ টাকা তো লাগবেই। 🙂

dhur reply hoy na ken !!!!!
@greatricky apni kothay sell dicen ? apner ager kono bill baki chillo ?

    Level 2

    @tumul Ahmed: ctg customer care (probottok brunch) a .. 2450tk pending chilo ! last use korsilam 2010 te with 512kbps (pore1mbps kore deoa hoisilo) .. cable box shob haray felsilam, tai 1000tk de nai 🙁 just 850 tk dise !

Level 0

রিপলে সবসময় দিতে পারি না কারন, অনলাইনে থাকি কম।
এই পুরাতন মডেম দিয়ে ওরা নতুন লাইন দিবে.শুধু মাত্র ম্যাক এডড্রেসটা মডিফাইকরে দিবে।
সবকিছু বিস্তারিত জানার জন্যে কাস্টমার সেন্টার গুলোতে যোগাযোগ করুন।

Level 0

ami reconnect korsi qubee…

ও…ওরা তাহলে মডেম রিনিউ করে দিচ্ছে………মডেম ফেরত নিচ্ছে না ?????

thanks for the information..to day i refund my Qubee.

আমার বাসায় দুইটা ছিলো। ইনডোর মডেম। জমা দিয়ে আসলাম। একটার জন্য পুরো ট্ক্। আরেকটার জন্য এগারো শ’ টাকা পেয়েছি। ২য়টা একটু আহত ছিলো!! ভালোই হলো। এই মাসের নেট বিলের জোগাড় হয়ে গেলো। আজকে শেষ হয়ে গেলো অফার।