আসসালামু আলাইকুম, টিউনটির উদ্দেশ্য হল একটি নিউজকে আপনাদের সামনে উপস্থাপন করা।
আপনারা হয়ত অনেকে জানেন বা অনেকে জানেন না যে, কিউবি রিফান্ড(refund) করছে।আপনার অব্যবহৃত কিউবি মডেমটি আপনি রিফান্ড করতে পারবেন এই মাসের 30 তারিখ পর্যন্ত।প্রতিটি কিউবি রিফান্ডের জন্যে আপনাকে 1000টাকা দেয়া হবে।
এছাড়া আপনি চাইলে মাত্র 346 টাকার বিনিময়ে পুনরায় নতুন কিউবি একটিভ করতে পারবেন।
বর্তমানে কিউবি বা বাংলালায়ন নিয়ে অনেক হ্যাকিং টিউন হচ্ছে VPN ব্যবহার করে।পরবর্তিতে VPN নিয়ে একটা টিউন করব।
একটি সমবেদনা প্রকাশ :
[ মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস
নির্মানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
“বিধর্মী বা কাফেররা কি দেখে না যে, প্রতিদিন কত অসংখ্য বিধর্মী বা কাফের অমুসলিম থেকে মুসলমান হচ্ছে। তারা কি দেখে না,আল্লাহ্ এর হুকুমে এখনও ফেরআউনের লাস্ অক্ষত অবস্থায় আছে !!!
এর থেকে কি প্রমাণ পায় না , একমাত্র ইসলামই সত্য র্ধম।
নিশ্চয় আল্লাহ্ তাওলা সবকিছু দেখেন , শুনেন এবং জানেন।” ]
আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "
vai refund bujhlam na