অপটিক্যাল ইলিউশনস শিরোনামে এর আগে চারটি লেখায় বিভিন্ন ইলিউশনস দিয়েছিলাম। আমাদের চারদিকে নানান সমস্যা। বিদ্যুত, দ্রব্যমূল্য, ফরমালিন, ডেঙ্গু, সড়ক দুর্ঘটনা - ইত্যাদি সমস্যার বেড়াজালে জড়িয়ে আছি আমরা। এগুলোও তো আরেক ধরনের ধাঁধা বা ইলিউশন। চলুন দেখি নীচের ইলিউশনসগুলো আমাদের জীবনের প্রতীকী রূপ হতে পারে কি নাঃ
হঠাৎ করে তাকালে কিন্তু মনে হতে পারে C রেখাটির উৎপত্তি A রেখাটি থেকেই। আসলে কিন্ত B রেখাটিই নদী পার হয়ে C হয়ে গেছে। বিশ্বাস হল না, স্কেল ধরুন।
নীচের আবর্জনা থেকে কুকুরের ছবিটি বের করতে পারছেন তো, বেচারির গায়ের রঙেই যত সমস্যা - ডালমেশিয়ান শ্রেণীর কুকুর তো।
উপরেরটা যখন পেরেছেন, নীচের কোকো বিনস এর ছবি থেকে টেকোমাথা ভদ্রলোকের চেহারাটা বের করা তো আপনার জন্য পানি-ভাত। তাই না?
যে 'ফানি', সে আসলে সব সময়ই 'ফানি'। উল্টালে-পালটালেও তার ফানি স্বভাবটা যায় না।
পড়তে কি পারছেন কি লেখা আছে এই এলিয়েন সাংকেতিক চিহ্নগুলোর মাঝে?
ঠিক ধরেছেন, পূর্বদিকের বিপরীতে যা থাকে।
প্রেসিডেন্ট নিক্সন ভিয়েতনামের যুদ্ধের পর কই যে পালাল, দেখুন তো নীচের রাশিয়ান-টাইপ শব্দটি থেকে বের করে আনতে পারেন কিনা?
একটু বামে মাথাটা কাত করলেই কিন্তু ব্যাটা বেরিয়ে আসবে।
নীচের বস্তুগুলো কিন্তু তৈরি করা অবাস্তব। এ শুধু ফটোশপ/ফটো এডিটরেই সম্ভব।
এই যে সিঁড়িটা দেখছেন, এর সবচেয়ে নীচের ধাপ আসলে কোনটি? অথবা ধরুন নীচের ছবির বোতলটি, ফ্রেমটির কোন পাশে দাঁড়িয়ে আছে?
নীচের ছবিটির মাঝের বৃত্তটি কিন্তু একটি নিখুঁত বৃত্ত। বাঁকা নয়।
আর নীচের এই ছবিতে তিনটি নীল রেখার বর্গক্ষেত্র কিন্তু নিখুঁত বর্গক্ষেত্র। কোন বাহুই বাঁকা নয়।
এই যে নীচের ছবিটা। এর মধ্যে ইচ্ছা করলে আপনি একটি তিনদিকে সাদা দেয়াল ঘেরা কাল কিউব দেখতে পাবেন অথবা ভাল করে তাকালে বড় একটা সাদা কিউবের ভেতর কাল রঙের একটি 'খাওয়া' অংশ দেখতে পাবেন। আপনার মর্জি!
ভাল করে তাকালে নীচের ছবির মাঝে কাল রঙের কাঁটাওয়ালা একটি সাদা রঙের নিখুঁত গোলক বা বল দেখতে পাবেন।
নীচের এই ব্যাপারটি কি আসলে সম্ভব? একই সাইজের জিনিস দিয়ে তৈরি দুটো ভিন্ন ক্ষেত্রফলের আকার?
কাছের দেয়ালের মাঝের একটি অংশ আর দূরের দেয়ালের সম্পূর্ণ দৈর্ঘ্য নির্দেশক রেখাটির সাইজ কিন্তু একই। (স্কেল ধরে দেখতে পারেন)
এই যে দেখছেন পরের দুটো ছবি। এখানে প্রত্যেকটি ছবির মধ্যে ব্যবহৃত সবুজ রঙগুলো কিন্তু একই রকম সবুজ। আলাদা নয়।
আর এই ছবিটায়, সবুজ, লাল, নীল রঙগুলো ভিন্ন দেখালেও এরা একই।
নীচের এই দুটো ছবিতে ভাল করে খেয়াল করে দেখবেন, গিয়ারগুলো একে অপরের সাথে মিশে ঘুরছে।
আর এই ছবিতে দেখুন তো চাকার ঘোরাঘুরি দেখতে পান কিনা?
আর এই ছবিতে কি মনে হয় কোন চাকাটি বেশী জোড়ে ঘুরছে, A নাকি B?
হাতপাখার মত এই দুটো আকৃতি কি কাছাকাছি আসতে চাচ্ছে?
সূর্যমুখীর পাপড়িগুলো কি ঘুরছে?
এই ফোয়ারাটা আপনার কেমন লাগল?
আপনার কি মনে হয় পাখিরা কি উড়ছে নাকি এ শুধুই আপনার কল্পনা?
ফায়ারওয়ার্কসটা বেশ ভাল, তাই না?
এই এলিয়েন দুটো কি নাচছে নাকি?
নীচের ছবি দুটো কাঁপাকাঁপি মডেলের।
আজ এ পর্যন্তই, আরও কিছু নিয়ে হয়তো আসব আরেকদিন। (এই ইলিউশনসগুলো সবই ইন্টারনেট থেকে সংগৃহীত)
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor,,,,,,,,,,,,………..