টেকটিউন দেখতে পাচ্ছেন না? সার্ভার ডাউন হলো কি না এ নিয়ে টেনশন? Be Positive!! আসুন চিন্তা করে দেখি এতে আমাদের কি লাভ হচ্ছে!!!

           504 Get Out!!! (courtesy: TT Page)

বেশ কিছুদিন ধরে উপরের মতো করে একটি মেসেজ আসছে। হ্যাঁ মেসেজ টি অবশ্য এভাবে বেড়িয়ে যেতে বলছে না তবে ভদ্র ভাষায় এর অর্থ আমরা গেট আউট -ই বুঝে নিতে পারি (৫০৪ নাম্বার গেটওয়ে তে কি হয়েছে তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই)। আমাদের প্রিয় টেকটিউনস বন্ধ থাকলে কারই বা ভালো লাগবে বলুন? টিটি এডমিনদের যেমন মাথার ঘাম ছুটে যাবার যোগার হয় ঠিক তেমনি সাধারন টিউনার গণ টিটি দেখতে না পেয়ে এডমিনদের গুষ্ঠি উদ্ধার করেন অথবা নিজের চুল ছিড়তে থাকেন!!!

[এখানে আমি টেকটিউনস এর অদ্যোপান্ত নিয়ে চুলচেরা বিশ্লেষনে বসেছি । যেহেতু পোস্ট টি নন টেকি এবং টেক হিউমার গোত্রের অন্তর্ভূক্ত তাই পোষ্টে কোন প্রকারের টেকি ভাব-গাম্ভির্য্য পূর্ণ আলোচনা নিষিদ্ধ সাব্যস্ত হবে এবং টিটি-র কোন চরিত্রের সাথে মিলে গেলে কাকতালীয় বলে গন্য হবে বা মেলানোর চেষ্টা করলে তার সবটুকু দায় দায়িত্ব আপনার। এ ব্যাপারে টিটি মড এবং এডমিনদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করছি]

আসুন প্রথমে চুল ছেড়া বিশ্লেষনে না গিয়ে শুধুমাত্র ছবি-র মাধ্যমে বুঝে নিতে থাকি টেকটিউনস এ কি ঘটছে...

পুরাই লল... এটাই আমাদের মানে টিউনার দের মনের অবস্থা.... কেউ হতাশ হয় কেউ আবার নাই হয়ে যায়.... বছর ঘুরে আবার ফিরেও আসে (আমার মতো... 😈 )

টেকটিউনস বন্ধ হয়ে গেলে সেটা টেকটিউনস চেক না করলেও বোঝা যায় ফেসবুক এর কল্যান এ। উমুক এর স্ট্যাটাস এ... টেকটিউনস গ্রুপ এর ওয়াল পোষ্ট এ । আবার এডমিন দের ওয়ালে তখন এই বার্তাই শোভা পায়, "ভাই টিটি বন্ধ ক্যান?? :(" , "ভাই টিটি কবে খুলবে??" ইত্যাদি ইত্যাদি... তবে এখন অবশ্য এসব খুব কমই দেখা যায়। আমার ধারনা এখন কে যে সাইট এর আসল মড/এডমিন তা বোঝা অনেক কষ্টদায়ক হয়ে পড়েছে টিউনারদের কাছে :p । কিছুদিন আগে যাদেরকে আমাদের টিউনার এর কাতারে দেখতাম তাদেরই কেউ কেউ আজ টেকটিউনস এর বিভিন্ন শাখার দায়িত্ব প্রাপ্ত। কেউ আছেন মন্তব্য মডারেশন এ, কেউ আছেন পোষ্ট মডারেশন এ, কেউবা আছেন ফেবু গ্রুপ এর দায়িত্বে, কেউ ফেবু পেজ চালান।। এভাবে করে কে যে আসলে এডমিন বা এডমিন নন তা বোঝাটা কষ্টকর হয়ে গেছে (হয়তো অনেকদিন পর এলাম তাই ধরতে পারছিনা।) । তাই সাধু সাবধান!! সাধারনের কাতারে ফেলে ক্ষেপিয়ে দিয়ে টে.টি. তে এসে দেখবেন আপনি ব্যান!!!

অনেকে বলছেন, নতুন নতুন সব ফিচার কবে যুক্ত হবে? আর যে দেরী সয় না !! তাদের বলি, এই তো হয় এলো, 'জানেনই তো অপেক্ষার ফল মিঠা... 😆 '

যাক, পোষ্ট বড় করতে অনেক প্যাচাল হয়ে গেলো ! 😈  টেকটিউনস বন্ধ থাকলে আর নয় হা হুতাশ!!! আসলে টেকটিউনস কিন্তু আমাদের কথা ভেবেই বন্ধ রাখা হয়। আসুন প্রমান করে দেখাই।

০১. প্রতিদিন ২৪ ঘন্টা প্রযুক্তি-র পেনের পেনের আর কাহাতক ভালো লাগে? মানলাম, প্রযুক্তি জীবন যাত্রাকে সহজ করেছে, কিন্তু একঘেয়েমিতা বলেওতো একটা ব্যাপার আছে নাকি? টেকটিউনস মাঝে মাঝে বন্ধ হয় এই একঘেয়েমিতা রোধ করার জন্যই। এসময় অন্যান্য জরুরী কাজগুলো করার ফুরশত পাওয়া যায়।

০২. দেশের অবিরত বিদ্যুৎ সমস্যা মোকাবেলার জন্য টেকটিউনস অফ রাখা হয়। প্রতিদিন প্রায় কয়েক লাখ টিউনার টেকটিউনস এর পেজ এ পেজ এ ঘুরে। এ ঘুরাঘুরির জন্য কম্পু তো মাস্ট লাগেই। আর কম্পু মানেই বিদ্যুৎ... অতিরিক্ত টেকটিউনস এ সার্ফিং মানেই বিদ্যুৎ এর অতি ব্যবহার। যদি কয়েক মিনিটের জন্যও টেকটিউনস বন্ধ থাকে তাহলে ভেবে দেখুন কত মেগাওয়াট না জানি সাশ্রয় হচ্ছে!!!

৩. অতি মাত্রায় টেকটিউনস এ আসক্তি কমানোর জন্য টেকটিউনস অফ রাখা হয়। এ সময় টিউনারদের পরিবার, বন্ধু দের সাথে যোগাযোগের কথা মনে করিয়ে দেয়।

৪. টিউনারদের চোখের/স্বাস্থ্যের দিকে সদা দৃষ্টি রাখে টেকটিউনস। টেকটিউনস বন্ধ রেখে টিউনারদের নিজের স্বাস্থ্য ও চোখের দিকে নজর দেয়ার সুযোগ করে দেয়া হয়।

আর কিছু মাথায় আসতেছে না।।।। তাই আজ এ পর্যন্তই ।।। হ্যাপি ফেসবুকিং ////  হ্যাপি টেকটিউনিং 😉

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর কত Get Out….

Level 0

dhur bhai, apnar 1ta point o amar bhalo laglo na, ami mot kotha TT ke chai 24 ghontai 🙂 😀

মজা পাইলাম হে হে 😀 :mrgreen:

বস, আপনারা না থাকলে আমরা আর এখানে এসে কি করব?

kichuta akmot

ওরে ভাইরে TT 504 Get Out হয়ে গেলে আপনের লেখাও তো আমি দেখতে পামুনা। 😳

তার ওপর আপনি যদি আমাগো ছাইড়া চইলা যান তো এ বেদ্না আমি কোথায় রাখুম।:cry:

বুজিনা টেকটিউনস ছাড়ার এত অপশন মানুষ পায় কই!!!
একটু ভাল মানের টিউনার হলেই দেখা যায় পোস্ট আসে এটাই আমার শেষ টিউন। পুরাই আজব 😳

ফেসবুক গুরু ভাই আপনার টিউন গুলো ভালই লাগতেছিল 🙁

পুরাই অচাম টিউন!!! গুরু রি-স্বাগতম!

আপনি নিশ্চই জেনে থাকবেন কেউই তার নিজের সাইটের জনপ্রিয়তা নষ্ট করতে চায় না। আপনার যদি একটি জনপ্রিয় সাইট থাকে তাহলে নিশ্চই আপনি কখনোই চাইবেন না আপনার সাইটের সার্ভার ডাউন থাকুক। তাই নয় কি?

আপনি এও জেনে থাকবেন যে, টেকটিউনস এখন বাংলাদেশের ৫ম তম জনপ্রিয় সাইট। আর টেকটিউনস সম্পূর্ণ ব্যাক্তিগত অর্থে চলে। টেকটিউনস এর বর্তমান সার্ভার খরচ মাসে প্রায় ৫০ হাজার টাকার মত। যা শুধুমাত্র ব্যাক্তিমালিকানায় চালানো একটু কষ্টকর।

টেকটিউন কর্তৃপক্ষ কখনোই চায় না তাদের সার্ভার ডাউন থাকুক। বা ঘণ ঘণ ডাউন হউক। টেকটিউনস এর বর্তমান সার্ভারের চেয়ে আরও উন্নত ও ভাল মানের সার্ভার নিতে প্রচুর অর্থের প্রয়োজন। তবুও টেকটিউনস এর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান আরিফ ভাই চট্টগ্রাম মিটআপে কথা দিয়েছেন যে, এমাসের পর থেকে সার্ভার সমস্যা একেবারে বিদায় করে দিবেন তিনি। আর সেই কারণেই মূলত গতকাল সার্ভার ডাউন ছিল।
আপনি চট্টগ্রাম মিটআপে অংশগ্রহণ করে থাকলে অবশ্যই বিষয়টি সমন্ধে অবগত হতেন।

আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
আপনাদের ধৈর্যই পারে টেকটিউনস কে আরও এগিয়ে নিতে।

ধন্যবাদ।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 0

আমরা সবাই চাইলে এর সমাধান করতে পারি, বিজ্ঞাপন দিলে বিরক্তিকর হয়ে দাঁড়াবে। সবাই মিলে ২০,৫০,১০০, টাকা করে মাসিক কোন মোবাইিলে নাম্বার ই বা যে ভাবে দিলে আমাদের techtune পরিবারে পাঠানো যাই তার বাওবস্তা করলে।
Bangla likte bohut koshto….shoja khota holo maitainer jonno amra shobai jar jototuku shombob donate nea agea ashle shober upokar hobe,.,………….

সাইফুল ভাই , সাথে সহমত

টিটি পরিবারের কাছে আমার প্রস্তাব donate বাটন যুক্ত করুন ,
এটাতে আমি আপনি আমরা সকলেই লাভবান হবো ।

ধন্যবাদ সবাইবে।।

ভাই যাকে ভালোবাসা যায় তাকে গালি দেওয়া যায় , তবে এভাবে বলাটা মনে হয় ঠিক হয়নি । আর এডমিন আর মডুদের কি হইছে ? নতুন মডু আর এডমিন হলে কি আমাদের কোন সমস্যা হয়েছে ? উনারা কি আমাদের প্রতি কোন প্রভাব বিস্তার করেছে ? কোন কিছু ভুল বলে থাকলে মাফ করবেন।

টেকটিউনস এর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান আরিফ ভাই চট্টগ্রাম মিটআপে কথা দিয়েছেন যে, এমাসের পর থেকে সার্ভার সমস্যা একেবারে বিদায় করে দিবেন তিনি। আর সেই কারণেই মূলত গতকাল সার্ভার ডাউন ছিল।<<<<

আমি ছিলাম তাই কথাটাও জানি। কারো যদি সন্দেহ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন
আর বুঝেনিতো আমরা চট্টগ্রামের মানুষ বীর চট্টলার মানুষ বলে কথা
সুতরাং কথা দিয়ে যদি না রাখতো তাহলে মেহেদি ভাইরে ফোনেই মারতাম আমরা
টেকটিউনস আগের থেকে এখন অনেকটাই ধ্রুত কি বলেন তাই না?

Level 0

techtune desher shobar jonno ekta it versity…ata ke maintainer jonno Donate dete holo ami shobar age debo…onnoder khota janena….ami takvo shobar age….@সাব্বির আলম, adminder chalu korte bolen…….ami chai shober upoker hok….jar dawar Shamortho takve she deve jar takve na..she deve na…Monthly ki nijer ekdiner pockt money desher ai it kather jonno dete parvo..na…!!!

Level 0

vai oshadaron

Level 2

আমার মনে হয় টি টি তে donate বাটন দেয়া উচিত ।

বিশ্বের অনেক বড় বড় সাইটও মাঝে মঝে ডাউন হয়,এইটাকে স্বাভাবিক ভাবে নেয়াই ভাল কিন্তু প্রশ্ন হচ্ছে ডাউন হওয়ার পর এডমিনদের ভুমিকা নিয়ে,আমি মনে করি আমাদের টিটির সম্মানিত এডমিনগন খুবই আন্তরিক এবং ততপর তা না হইলে টিটি আজ এই পর্যায়ে আসতোনা।
তাই আমার অনুরোধ থাকবে এই সব সাময়িক সমস্যার কারনে আমরা কেউ টিটি ছেড়ে না যাই বরং আরো ভাল ভাল পরামর্শ দিয়ে টিটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।ধন্যবাদ।