বেশ কিছুদিন ধরে উপরের মতো করে একটি মেসেজ আসছে। হ্যাঁ মেসেজ টি অবশ্য এভাবে বেড়িয়ে যেতে বলছে না তবে ভদ্র ভাষায় এর অর্থ আমরা গেট আউট -ই বুঝে নিতে পারি (৫০৪ নাম্বার গেটওয়ে তে কি হয়েছে তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই)। আমাদের প্রিয় টেকটিউনস বন্ধ থাকলে কারই বা ভালো লাগবে বলুন? টিটি এডমিনদের যেমন মাথার ঘাম ছুটে যাবার যোগার হয় ঠিক তেমনি সাধারন টিউনার গণ টিটি দেখতে না পেয়ে এডমিনদের গুষ্ঠি উদ্ধার করেন অথবা নিজের চুল ছিড়তে থাকেন!!!
[এখানে আমি টেকটিউনস এর অদ্যোপান্ত নিয়ে চুলচেরা বিশ্লেষনে বসেছি । যেহেতু পোস্ট টি নন টেকি এবং টেক হিউমার গোত্রের অন্তর্ভূক্ত তাই পোষ্টে কোন প্রকারের টেকি ভাব-গাম্ভির্য্য পূর্ণ আলোচনা নিষিদ্ধ সাব্যস্ত হবে এবং টিটি-র কোন চরিত্রের সাথে মিলে গেলে কাকতালীয় বলে গন্য হবে বা মেলানোর চেষ্টা করলে তার সবটুকু দায় দায়িত্ব আপনার। এ ব্যাপারে টিটি মড এবং এডমিনদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করছি]
আসুন প্রথমে চুল ছেড়া বিশ্লেষনে না গিয়ে শুধুমাত্র ছবি-র মাধ্যমে বুঝে নিতে থাকি টেকটিউনস এ কি ঘটছে...
পুরাই লল... এটাই আমাদের মানে টিউনার দের মনের অবস্থা.... কেউ হতাশ হয় কেউ আবার নাই হয়ে যায়.... বছর ঘুরে আবার ফিরেও আসে (আমার মতো... 😈 )
টেকটিউনস বন্ধ হয়ে গেলে সেটা টেকটিউনস চেক না করলেও বোঝা যায় ফেসবুক এর কল্যান এ। উমুক এর স্ট্যাটাস এ... টেকটিউনস গ্রুপ এর ওয়াল পোষ্ট এ । আবার এডমিন দের ওয়ালে তখন এই বার্তাই শোভা পায়, "ভাই টিটি বন্ধ ক্যান?? :(" , "ভাই টিটি কবে খুলবে??" ইত্যাদি ইত্যাদি... তবে এখন অবশ্য এসব খুব কমই দেখা যায়। আমার ধারনা এখন কে যে সাইট এর আসল মড/এডমিন তা বোঝা অনেক কষ্টদায়ক হয়ে পড়েছে টিউনারদের কাছে :p । কিছুদিন আগে যাদেরকে আমাদের টিউনার এর কাতারে দেখতাম তাদেরই কেউ কেউ আজ টেকটিউনস এর বিভিন্ন শাখার দায়িত্ব প্রাপ্ত। কেউ আছেন মন্তব্য মডারেশন এ, কেউ আছেন পোষ্ট মডারেশন এ, কেউবা আছেন ফেবু গ্রুপ এর দায়িত্বে, কেউ ফেবু পেজ চালান।। এভাবে করে কে যে আসলে এডমিন বা এডমিন নন তা বোঝাটা কষ্টকর হয়ে গেছে (হয়তো অনেকদিন পর এলাম তাই ধরতে পারছিনা।) । তাই সাধু সাবধান!! সাধারনের কাতারে ফেলে ক্ষেপিয়ে দিয়ে টে.টি. তে এসে দেখবেন আপনি ব্যান!!!
অনেকে বলছেন, নতুন নতুন সব ফিচার কবে যুক্ত হবে? আর যে দেরী সয় না !! তাদের বলি, এই তো হয় এলো, 'জানেনই তো অপেক্ষার ফল মিঠা... 😆 '
যাক, পোষ্ট বড় করতে অনেক প্যাচাল হয়ে গেলো ! 😈 টেকটিউনস বন্ধ থাকলে আর নয় হা হুতাশ!!! আসলে টেকটিউনস কিন্তু আমাদের কথা ভেবেই বন্ধ রাখা হয়। আসুন প্রমান করে দেখাই।
০১. প্রতিদিন ২৪ ঘন্টা প্রযুক্তি-র পেনের পেনের আর কাহাতক ভালো লাগে? মানলাম, প্রযুক্তি জীবন যাত্রাকে সহজ করেছে, কিন্তু একঘেয়েমিতা বলেওতো একটা ব্যাপার আছে নাকি? টেকটিউনস মাঝে মাঝে বন্ধ হয় এই একঘেয়েমিতা রোধ করার জন্যই। এসময় অন্যান্য জরুরী কাজগুলো করার ফুরশত পাওয়া যায়।
০২. দেশের অবিরত বিদ্যুৎ সমস্যা মোকাবেলার জন্য টেকটিউনস অফ রাখা হয়। প্রতিদিন প্রায় কয়েক লাখ টিউনার টেকটিউনস এর পেজ এ পেজ এ ঘুরে। এ ঘুরাঘুরির জন্য কম্পু তো মাস্ট লাগেই। আর কম্পু মানেই বিদ্যুৎ... অতিরিক্ত টেকটিউনস এ সার্ফিং মানেই বিদ্যুৎ এর অতি ব্যবহার। যদি কয়েক মিনিটের জন্যও টেকটিউনস বন্ধ থাকে তাহলে ভেবে দেখুন কত মেগাওয়াট না জানি সাশ্রয় হচ্ছে!!!
৩. অতি মাত্রায় টেকটিউনস এ আসক্তি কমানোর জন্য টেকটিউনস অফ রাখা হয়। এ সময় টিউনারদের পরিবার, বন্ধু দের সাথে যোগাযোগের কথা মনে করিয়ে দেয়।
৪. টিউনারদের চোখের/স্বাস্থ্যের দিকে সদা দৃষ্টি রাখে টেকটিউনস। টেকটিউনস বন্ধ রেখে টিউনারদের নিজের স্বাস্থ্য ও চোখের দিকে নজর দেয়ার সুযোগ করে দেয়া হয়।
আর কিছু মাথায় আসতেছে না।।।। তাই আজ এ পর্যন্তই ।।। হ্যাপি ফেসবুকিং //// হ্যাপি টেকটিউনিং 😉
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
আর কত Get Out….