এডোবি ইলাস্ট্রেটর এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মোশন গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, প্রিন্ট ও প্রেস, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।
এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।
এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৯ ভার্সনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে ইলাস্ট্রেটর সিসি ২০১৯ ভার্সনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।
অর্থাৎ এই ইলাস্ট্রেটর কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।
এবার জেনে নেই শুধুমাত্র এই ইলাস্ট্রেটর কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ
আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ইলাস্ট্রেটর নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি। রকমারিতে গত ৭ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।
প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ
এক নজরে আমাদের কোর্স কন্টেন্টঃ
মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ইলাস্ট্রেটর পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ইলাস্ট্রেটর নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!
আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ
গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে।
তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে।
এর কারণগুলো হলো-
১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে।
২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে।
৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে।
৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে।
৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।
সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই।
আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।
সাইদুল ইসলাম
টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com
Tarek Khan বলেছেনঃ
প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি।
আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ, ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন।
Mohammad Ali বলেছেনঃ
হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে।
প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ অ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী।
সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী
টিউটোরিয়াল বানান।
এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ।
আমিতো নতুন। আমি কি শিখতে পারবো?
-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।
আমি কি এই ইলাস্ট্রেটর কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?
-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?
-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।
ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?
-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল, কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!
আমরা এই ফটোশপ টিউটোরিয়াল কোর্সের মূল্য ধরেছি ১৫০০ টাকা। তবে এখন নতুন রিলিজ হওয়াতে ৫০% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।
এই অফার সীমিত সময়ের জন্য।
আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে এই গুগল ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮
আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই গুগল ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।
গুগল ফর্ম লিংক
সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে। অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন তারপর আপনার কাংখিত ডিভিডিটি Add to Cart। ডিভিডি অর্ডার লিঙ্কঃ
রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297, 01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]
এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।
বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ
সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com তো আছেই!
অটোক্যাড ২০১৯ এমন একটি সফটওয়্যার যা আরকিটেকচারাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল বিভিন্ন ডিজাইনিং এর কাজে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে ও ফ্যাক্টরিতে বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য ডিজাইনারদের প্রথম পছন্দই হল অটোক্যাড। অটোক্যাড হল একটি Computer Aided Design software যা 2-D ও 3-D ডিজাইনে বহুল ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারক ও প্রকাশক হল Autodesk Inc. পিসিতে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যার গুলার একটি হল অটোক্যাড। প্রায় ৩৭ বছর যাবত এই অটোক্যাড সফটওয়্যার রাজত্ব করছে এবং ভবিষ্যতেও করবে।
অটোক্যাডের ভার্সন প্রতি বছরই আপডেট করা হয়। এর সর্বশেষ ভার্সন হল AutoCAD 2019. নতুন ভার্সনে ডিজাইনিং এর কাজগুলো আগের চেয়ে হয়েছে আরো সহজ ও আকর্ষণীয়। এর বিভিন্ন ট্যাব ও তার অধীনে বিভিন্ন প্যানেল্গুলো পেয়েছে স্মার্ট লুক। বিভিন্ন শর্টকার্ট কী এর মাধ্যমে এর ব্যবহার হয়েছে আরো মসৃণ। 3 D Modelling করা অনেক পুরনো ভার্শনগুলোতে খুব একটা সুবিধাজনক না হলেও নিয়মিত আপডেট করার ফলে এই ভার্সনে এটি বেশ গ্রহনযোগ্য পর্যায়ে পৌছেছে। এছাড়াও, এর ডাইনামিক ব্লক, ডব্লিউ ব্লক সহ বিভিন্ন মজার মজার কমান্ড রয়েছে যার মাধ্যমে অনেক কাজ অনেক কম পরিশ্রমে করা যায়। তারমানে, আপনি এই আপডেটেড ভার্সন ব্যবহার করে অনেক সহজে অনেক জটিল নকশা বাস্তবায়ন করতে পারবেন।
এর মাধ্যমে মেকানিক্যাল, আর্কিটেকচার, ইলেক্ট্রিক্যালের বিভিন্ন ডিজাইন খুব সহজে বাস্তবায়ন করা যায়। মেকানিক্যাল বিভিন্ন মেশিন পার্টস, বিভিন্ন ডিভাইস ডিজাইনে বহুল ব্যবহৃত সফটওয়্যার হল AutoCAD.বিল্ডিং ফ্লোর প্ল্যান, ফ্রন্ট এলিভেশন প্রভৃতি কাজে আর্কিটেক্টদের বহুল ব্যবহৃত সফটওয়্যারও এটি। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং এর বিভিন্ন বিষয়গুলিও অটোক্যাডের মাধ্যমে করা সম্ভব। তবে এক্ষেত্রে অটোক্যাডের চেয়ে অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০১৯ সফটওয়্যারটি বেশি সুবিধাজনক। কারণ, এর বিভিন্ন রিবনগুলি যেমনঃ ইনসার্ট ওয়্যার, ইনসার্ট ল্যাডার ইত্যাদির সাহায্যে সহজেই আপনি অনেক ডিজাইনের কাজ করে ফেলতে পারবেন। এছাড়াও, কেউ আউটসোর্সিং করতে চাইলে এই সফটওয়্যারে পারদর্শিতা এনে দিতে পার অনেক নামিদামি বিদেশি কোম্পানির অনেক হাই-পেইড কাজ ;যার মাধ্যমে চলে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি।
এক নজরে এই প্যাকেজে যা থাকছে ঃ
• ধারাবাহিক ১০০+ HD ভিডিও টিউটোরিয়াল, যা সব মিলিয়ে প্রায় ২০+ ঘন্টার টিউটোরিয়াল! (৩ টি ডিভিডি)
• অটোক্যাড ২০১৯ ও অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০১৯ ইন্সটল করার গাইডলাইন
• টিউটোরিয়ালে ব্যবহৃত সকল অনুশীলন ফাইল
• ২৪/৭ ঘন্টা অনলাইন সাপোর্ট সিস্টেম
• সবগুলো টিউটোরিয়াল রেকর্ড করা হয়েছে আমাদের সাউন্ডপ্রুফ রেকর্ডিং স্টুডিওতে তাই পুরোপুরি নয়েজমুক্ত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড
টিউটরের সংক্ষিপ্ত পরিচিতিঃ
আলী কায়সার, একজন ইঞ্জিনিয়ার ও ডিজাইনার। বিএসসি করেছেন, ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে। এরপর বেশ কয়েক বছর সফলতার সাথে কাজ করেছেন দেশের সনামধন্য ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল সিলেকশন ও ডিজাইনিং এ।
ম্যাটেরিয়াল সিলেকশন করে তার সাপেক্ষে পণ্যের ডিজাইনের বিভিন্ন নকশার কাজ করে তিনি কুড়িয়েছেন সুনাম। এছাড়াও পণ্যের বিভিন্ন ডিজাইনের মার্কেট এনালাইসিসের কাজও তিনি করেছেন সফল্ভাবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছুদিন। বর্তমানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
এই টিউটরিয়াল প্যাকেজে আমরা একদম নতুনদের জন্য সফটওয়্যারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে উচ্চতর ধাপ পর্যন্ত এর প্রায়োগিক বিষয়গুলোর ব্যপারে বিস্তারিত আলোচনা করেছি। বাংলা টিউটোরিয়াল নির্মাণের জগতে আমাদের সফলতার উপর ভিত্তি করেই আমরা নিয়ে এসেছি বাংলায় তৈরি প্রথম সবচেয়ে বিস্তারিত অটোক্যাড এর টিউটোরিয়াল। এর আগে কেউ এত বড় পরিসরে অটোক্যাড নিয়ে বাংলা টিউটোরিয়াল তৈরি করেনি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হতে পেরেছেন। অটোক্যাড ২০১৯ এর দক্ষতা তাতে যুক্ত করবে এক নতুন মাত্রা। এছাড়াও ইলেক্ট্রিক্যাল ডিজাইনের কাজকে সহজ করে তুলে ধরার জন্য আমরা ব্যবহার করেছি অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০১৯সফটওয়্যার। এই টিউটোরিয়াল্গুলো নির্মাণে আমরা সহায়তা নিয়েছি বিশ্বের সবচেয়ে দর্শক সমাদৃত টিউটোরিয়ালের, যা আমাদের কাজকে করেছে আরো সমৃদ্ধ।
এক নজরে দেখে নিই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ
অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণরূপে শেষ করতে পারলে আপনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেসিক থেকে এডভান্সড বিভিন্ন ডিজাইনিং এর বিষয়ে জানতে পারবেন।
এবার জেনে নিই এই কোর্সটি করে আপনি চাকরি/অনলাইনে কি কি কাজ করতে পারবেনঃ
এই কোর্সে অনেক টপিক নিয়েই আলোচনা করা হয়েছে। তারমধ্যে অন্যতম প্রজেক্টগুলো সম্পর্কে আইডিয়া নিতে দেখুন এই টিউটোরিয়াল ট্রেইলার।
নতুন রিলিজ হয়েছে বিধায় ৩৭% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৯৫০ টাকা।
সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে। অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন তারপর আপনার কাংখিত ডিভিডিটি Add to Cart। ডিভিডি অর্ডার লিঙ্কঃ
রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297, 01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি আমাদের অটোক্যাড ২০১৯ কোর্স সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]
ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন সব সময়।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাই সফ্টওর্য়ার কোথায় পাবো