ঈদ ফ্যাশনে যে লেডিস ব্যাগ গুলো বেশি চলছে!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

আসছে ঈদ বাড়ছে কেনাকাটা। ঈদ ফ্যাশনে পোশাকের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য আইটেম গুলোও সবাই কিনে নিচ্ছেন। বিশেষ করে মেয়েরা ঈদের পোশাক কেনার পাশাপাশি ফ্যাশনে পোশাকের সাথে ম্যাচিং করে মানানসই বাহারি রংয়ের বিচিত্র নকশার ছোট বড় ব্যাগ কার্ট এ যোগ করে নিচ্ছেন। বর্তমান লেডিস ফ্যাশনে ব্যাগ অনুষঙ্গ হিসেবে পরিণত হয়েছে। ঈদের ঘোরাঘুরিতে স্টাইলিশ ব্যাগ সাথে না থাকলে ফ্যাশনটাই যেন মাটি হয়ে যায়। তাইতো ক্রেতাদের চাহিদা অনুযায়ী অনলাইন শপিংমল গুলো বাহারি ডিজাইনের সব ব্যাগের কালেকশনের রেখেছে। বিভিন্ন নকশা এবং রংয়ের আধিক্য দেখলেই বোঝা যায় বর্তমান ফ্যাশনে ব্যাগের বেশ জনপ্রিয়তা রয়েছে। আজকের আয়োজন লেডিজ ব্যাগ নিয়ে। বর্তমান ফ্যাশনে যে ব্যাগ গুলো চলছে চলুন জেনে নেই।

স্টাইলিশ লেডিজ ব্যাগ

 
আর্টিফিশিয়াল লেদার এ তৈরী স্টাইলিশ ও ট্রেন্ডি ব্যাগ গুলো বর্তমানে বেশি চলছে। এই ব্যাগ গুলো খুব একটা লম্বা না। এটি আধুনিকতার সাথে মানানসই। পোশাকের রংয়ের সঙ্গে মানানোর পাশাপাশি এখন কন্ট্রাস্ট স্টাইলেও ব্যাগ নিতে পছন্দ করেন অনেকে। সেক্ষেত্রে জুতো, ঘড়ি বা অন্যকোনো অনুষঙ্গের সঙ্গে মানিয়ে ব্যাগ বাছাই করা যেতে পারে। লেডিস এই ব্যাগ গুলোর অনেক গুলো কালেকশন রয়েছে রয়ের নানান রংয়ের কম্বিনেশন।

 
শর্ট সাইজের ট্রেন্ডি লেডিজ ব্যাগ গুলো এখন বেশি চলছে। আর্টিফিশিয়াল লেদার এ তৈরী এই ব্যাগগুলো ফ্যাশনের অন্যতম অনুসঙ্গী। শাড়ি আর বিভিন্ন পার্টিওয়্যারের সঙ্গে এই ধরনের লেডিজ ব্যাগ বেশ মানানসই। নিজের পছন্দের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নেওয়া যেতে পারে ব্যাগটি। আরামদায়ক স্ট্র্যাপ রয়েছে ব্যাগটিতে। তাছাড়াও চাহিদা অনুযায়ী বিভিন্ন উইডথ এর ব্যাগ শপিংমল গুলোতে পেয়ে যাবেন।

 

বাইরে বের হতে মেয়েদের সঙ্গে থাকতে হয় অতি প্রয়োজনীয় কিছু জিনিস যার মধ্যে ভ্যানিটি ব্যাগ কিংবা পার্স অন্যতম। মেয়েদের ফ্যাশনে বেশ বড়সড় জায়গায়ই দখল করে নিয়েছে নানা রকম পার্স ও ভ্যানিটি ব্যাগ। রেপ্লিক, কাপুড় এবং চামড়ার বিভিন্ন ধরনের লেডিজ ভ্যঅনিটি ব্যাগ পাওয়া যায়। তবে ফ্যাশনে চামড়াটাকেই সবাই পাধান্য দেয়।

 
সবসময়ই চামড়ার তৈরি জিনিসের কদর কিছুটা বেশি। ব্যাগের ক্ষেত্রেও তাই। এক রঙা হালকা নকশার চামড়ার ব্যাগের দাম তুলনামূলক বেশি। তবে ভালো চামড়ার ব্যাগ অনেকদিন টেকসই থাকে। তাছাড়া চামড়ার ব্যাগ ভিন্ন ধরনের ব্যক্তিত্ব ও রুচিশীলতা প্রকাশ করে। পার্টি, অফিস বা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় চামড়ার ব্যাগ দারুণ মানিয়ে যায়।

  
দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলে পাওয়া যাচ্ছে লেটেস্ট মডেলের বাহির সব লেডিজ ব্যাগ। ফ্যাশনে নতুনত্ব আনতে আজই সংগ্রহে রাখতে পারেন এসব নতুন ব্যাগ। ঘরে বসেই দেশের যেকোন প্রান্ত থেকে চমকপ্রদ এই ব্যাগগুলো কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস