কোরবানি ঈদের ঝটপট রান্নায় স্মার্ট কিচেন টুলস!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

আসছে কুরবানি ঈদ। নিশ্চয় বিভিন্ন রেসিপি নিয়ে চিন্তায় আছেন! ঝটপট রান্নার জন্য কি করবেন এই চিন্তা যাদের মাথায় তাদের জন্য স্পেশাল কিছু স্মার্ট আইটেম পাওয়া যাচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ আজকেরডিল এ। গানের চেয়ে বাজানা বেশির মত রান্নার চেয়ে কাটাকাটি বেশি করতে হয়। প্রতিটি গৃহিণীর দিনের বেশিরভাগ সময় ব্যয় করতে হয় রান্নার কাটাকাটি কাজে। রান্নার সময় কাটাকাটির কাজটা যদি ঝটপট করা যায় তাহলে তো দ্রুত রান্না করা সম্ভব। এজন্য গৃহিণীদের রান্নার চাপ কমাতে আজকেরডিলে পাওয়া যাচ্ছে দারুণ সব স্মার্ট কিচেন আইটেম যা আপনার রান্নাকে করে তুলবে সহজ আর আপনি হয়ে উঠবেন সেরা রাধুনী। চলুন কিছু কিছু কিচেন আইটেম দেখে নিই।

ম্যানুয়াল মিট গ্রাইন্ডার


যারা মজাদার মাংসের কিমা তৈরী করতে চান তাদের জন্য আদর্শ টুলস হতে পারে মিনি মিট গ্রাইন্ডার। এটির মাধ্যমে মাংসের কিমা তৈরি করা যায় খুব সহজেই। হাই কোয়ালিটিব্র্যান্ড নিউ এই টুলসটিতে মাংস রেখে হাত দিয়ে ঘুরালেই কিমা সাইজের জন্য যেরকম শেপ দরকার এটি সেই ধরনের শেপ তৈরী করে দিতে পারে।

নাইসার ডাইসার

মাল্টি-ফাংশন নাইসার ডাইসার এর সাহায্যে আপনি রান্নাঘরের শাকসব্জী, ফলমূল কাটা, স্লাইস করা ও গ্রেট করতে পারবেন। এটিতে রয়েছে রিমুভেবল টপ পার্ট ব্যবহার করা নিরাপদ আপনার আঙ্গুল কখনোই ব্লেড স্পর্শ করবে না। প্যাকেজটির সাথে রয়েছে ১টি ট্রান্সপারেন্ট ফুড বক্স; ৪টি ব্লেডের সেট ও ১টি ফুড ক্যাপচার টুল।

ওয়েট স্কেল

ডিজিটাল হাওয়া লেগেছে ওজন পরিমাপক যন্ত্রে! ছোট বড় সব ধরনের মাপামাপির কাজে ব্যবহৃত হচ্ছে ওজন পরিমাপক আধুনিক সব যন্ত্র। মান্ধাতা আমলের দাঁড়িপাল্লা ও বাটখারার ব্যবহার এখন আর চলে না। এসবের স্থান দখন করছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র। আপনার বাড়ির ওজন মাপার টুকিটাকি কাজের জন্য এই ওয়েট স্কেলটি কিনে নিতে পারেন।

ইলেকট্রিক গ্রাইন্ডার

রান্নার কাজে ব্যবহৃত নানান পদের মসলা এবং অন্যান্য উপকরণ গুঁড়া বা মিহি করার জন্য ব্যবহার করা হয় এই যন্ত্রটি। রান্না করার সময় এবং শ্রম দুটোই কমাতে জুড়ি নেই গ্রাইন্ডারের। এটি বিদ্যুৎ চালিত তাই খুব দ্রুত কাজ করতে সক্ষম। ইলেকট্রিক গ্রাইন্ডারটির দাম মাত্র ৫১০ টাকা।

নাইফ শার্পনার


খুব সহজেই যে কোন ছুরি ধার করতে ব্যবহার করুন নাইফ শার্পনার! বাড়ির গৃহস্থালি কাজের যেসব ছুরি কাচি রয়েছে সেগুলো ধার দিতে আজই নাইফ শার্পনার কিনে নিন।

রেফ্রিজারেটর স্টোরেজ বক্স

কোরবানি ঈদের মাংস যারা ফ্রিজে রাখতে চান কিংবা মাংসের গন্ধ থেকে অন্য খাবার গুলোকে যারা বাঁচাতে চান তারা রেফ্রিজারেটর স্টোরেজ বক্স কিনে নিতে পারেন। এই বক্স স্বাস্থ্য সম্মত উন্নত মানের প্লাস্টিক দ্বারা তৈরি। যে কোন ফ্রিজে সেট করা যায় দেখতে সুন্দর ও মান সম্মত। ফ্রিজ ছাড়াও অন্যান্য স্থানে ব্যবহার করা যাবে।

রুটি মেকার

হাতে বেলে রুটি বানানোর দিন শেষ। আজকেরডিলে পাওয়া যাচ্ছে হাই কোয়ালিটি রুটি মেকার যার সাহায্যে মাত্র এক মিনিটেরও কম সময়ে রুটি তৈরি করতে পারবেন। এই রুটি মেকারটি আপনার সময়, শ্রম, তেল, জ্বালানী সব কিছু সাশ্রয় করবে। কর্মজীবী মহিলাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি কিচেন টুলস।

BBQ টিন মেকার

কোরবানি ঈদে অধিকাংশ গৃহিণীরাই মাংস কাবাব রেসিপি ট্রাই করেন। সহজে ও দ্রুত সময়ে কাবাব বানাতে BBQ টিন মেকার কিনে নিতে পারেন। সরাসরি গ্যাস ও কয়লা দিয়ে কাবাব করা যাবে। কয়লা নেট এর ওপর দিয়ে কাবাব করা যাবে। এছাড়াও গ্যাস চুলায় সরাসরি কাবাব করা যাবে; সেক্ষেত্রে ড্রয়ারটা খুলে নিতে হবে।

উপরের পণ্যগুলির মধ্যে কোনটি আপনার পছন্দ সেটি সিলেক্ট করে সরাসরি ঘরে বসে কিনতে পারবেন।

➡ এগুলো ছাড়াও ঝটপট রান্নার জন্য যারা বিভিন্ন কিচেন আইটেম খুঁজছেন তারা এই লিংকে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস