আজকেরডিলেই পাচ্ছেন টাটকা ও হেলদি ফুড আইটেম!

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

টাটকা ও হেলদি মুদি আইটেমের জন্য দোকানে যাওয়ার প্রয়োজন প্রায় ফুরিয়ে এসেছে কারণ সব ধরনের শপিং আইটেমের পাশাপাশি টাটকা ও ভেজালমুক্ত মুদি পণ্যের তরতাজা কালেকশন পাওয়া যাচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকেরডিলে। মূলত খাঁটি ও টাটকা খাদ্যসামগ্রী তুলে দেবার জন্যই আজকেরডিলের এই আয়োজন। আজকেরডিলের মুদি আইটেমের মধ্যে চাল, ডাল, তেল, ময়দা সহ দরকারি সব পণ্যই রয়েছে। এছাড়াও ফুড ব্যবহারেজ মধ্যে বেবী ফুড, মিষ্টি, দই, মধু, কেক, চকোলেট ও ক্যান্ডি, জ্যাম, জেলি ও আচার, ড্রাই ফুড/ স্ন্যাক্স, ড্রিংকস অ্যান্ড ব্যবহারেজ, তেল, ঘি ও মসলা, চাল, ডাল, মাছ ও শুটকীসহ বিভিন্ন রকমের ফলমূল রয়েছে। চলুন আজকেরডিলের কিছু মুদি আইটেম দেখে নেওয়া যাক।

ময়দা


আজকেরডিলে পাওয়া যাচ্ছে ১০০% ফ্রেশ টেক্কা ময়দা। এই ময়দা পুষ্টিকর এবং দেশি গম থেকে তৈরী। শতভাগ নিশ্চয়তার সাথে কিনতে পারেন। রুটি থেকে শুরু করে সবধরনের আইটেম এই ময়দা দিয়ে তৈরী করতে পারবেন।

মসুর ডাল


স্বচ্ছ ও দেশি মসুর ডাল এটি। কৃষকের বাড়ি থেকে কিনে প্রাণ কোম্পানি এটি প্যাকটজাত করেছে। বাঙ্গালির প্রতিদিনের আমিষের চাহিদা পূরণ করতে মসুর ডালের জুড়ি নেই। মসুর ডালে ডালে শতকরা ২০ থেকে ২৩ ভাগ আমিষ থাকে। প্রোটিন ও ভিটামিন বি-এর সমৃদ্ধ উৎস হলো এই ডাল।

তিলের তেল

তিলের তেল ভারী, বলপ্রদ, শরীরের রং উজ্জ্বল করে, মল নিষ্কষণ করে, মৈথুন শক্তিবৃদ্ধি করে, স্বচ্ছ, রস তথা পাকে মধুর, সূক্ষ্ম, কটু, বায়ু ও কফ দূর করে, উষ্ণবীর্য, স্পর্শে শীতল, পুষ্টিদায়ক, শরীরের দোষ দূর করে, মল ও মূত্র নিয়ন্ত্রণ করে, গর্ভাশয় পরিষ্কার করে, খিদে বাড়ায়, বুদ্ধিবৃদ্ধি করে, পবিত্রভাব, পুরো শরীরে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ব্রণ, ডায়বেটিস সরিয়ে দেয়, কানের ব্যথা, মস্তিষ্ক বেদনা, যোনির ব্যাথা দূর করে, শরীরে মাখলে শরীর হালকা হয়, ত্বক, চুল এবং চোখের পক্ষে হিতকর। নিজেদের উৎপাদিত তিল এর বাছাইকৃত দানা থেকে নিজেদের তৈরি করা এই তেল সম্পুর্ন ভেজাল মুক্ত ও কেমিকেল মুক্ত।

বাদাম


কাঠবাদাম হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি দেহ তেকে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে। ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালমন্ডে উপস্থিত মোনোস্যাচুরেটেড ফ্যাট খিদে কমায় ও পেট ভরিয়ে রাখে। হৃদয় ভালো রাখে অ্যালমন্ড। ক্ষতিকারক কোলেস্টেরল (লো ডেনসিটি লিপোপ্রোটিন) নিয়ন্ত্রণ করে। কিনতে ক্লিক করুন।

খাঁটি সরিষার তেল

একেবারে প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত খাঁটি সরিষার খাঁটি তেল পাচ্ছেন আজকেরডিলে। নিজস্ব তত্ত্বাবধানে জমি থেকে ভালো মানের সরিষা সংগ্রহ করে গরু টানা ঘানিতে তেল তৈরী করা হয়। পুরো রমজান মাস জুড়ে আপনার বাড়িতে খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন।

Nescafé কফি

আমাদের দেশে মূলত Nescafé কফি বেশী প্রচলিত। Nescafé হল ইন্সট্যান্ট কফির একটি ব্যান্ড যার প্রস্তুতকারক সুইজারল্যান্ড ভিত্তিক Nestlé. বিশ্বব্যাপী ইন্সট্যান্ট কফি হিসেবে Nescafé বেশ জনপ্রিয়। আজকেরডিল থেকে ঘরে বসেই আপনি বিশ্বখ্যাত এই কফি কিনে নিতে পারবেন।

কেক

সুস্বাদু প্লেইন কেক, জন্মদিনের কেক, ফুট্রস কেক, বিবাহ ও যেকোন অনুষ্ঠানের কেক আজকেরডিলে অর্ডার করে কিনে নিতে পারবেন। কেক গুলো নিজেদের তৈরী করা এবং খেতে খুব সুস্বাদু। অর্ডার করার পর কেক তৈরী করে ডেলিভারী দেওয়া হয় শুধুমাত্র ঢাকা শহরে।

উপরের পণ্যগুলো ছাড়াও আজকেরডিল থেকে চাল, চিড়া, মুড়ি, পিঠা, আচার, সফট ড্রিংস, বেবী ফুড, মিষ্টি, দই, কেক, ক্যান্ডি, জ্যাম, জেলি ও আচার, ড্রাই ফুড/ স্ন্যাক্স, ড্রিংকস অ্যান্ড ব্যবহারেজ, তেল, ঘি, মসলা ও শুটকীসহ বিভিন্ন রকমের  খাদ্য সামগ্রী কিনতে পারবেন।

➡ ঢাকা ভেতরে যারা রয়েছেন এই পণ্যগুলো কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস