এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
বৃষ্টিতে ভিজবেন নাকি ছাতাও রেইনকোট সাথে রাখবেন? বলছি এখনতো বর্ষাকাল হুট করেই আচমকা রোদ কিংবা বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিতে পারে। এজন্য এই সময়টাতে নিজেকে সতেজ রাখাটা জরুরী। কর্মব্যস্থ জীবনে বৃষ্টিতে উদাস হয়ে ভেজা কিংবা রাস্তায় হাঁটতে গিয়ে রোদ উপভোগ করার ফুসরত করোই নেই। এ জন্য বৃষ্টি ও রোদের হাত থেকে বাঁচতে ব্যাগে সবসময ছাতা ও রেইনকোট রাখুন তাহলে আর ভেজার ভয় থাকবেনা। যাদের কালেকশনে ছাতা নেই বা যারা মোটরবাইকার তারা সঙ্গে রাখতে পারেন আকর্ষণীয় রেইনকোট। এই দুই অনুসঙ্গই আপনাকে রোদ বৃষ্টির আবহাওয়াতে সুন্দর ও প্রাণবন্ত রাখতে পারে।
ছাতা এবং রেইনকোট রোদ-বৃষ্টির আবহাওয়ায় আপনার অন্যতম অনুসঙ্গ হতে পারে। দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলে দেশী-বিদেশী বৈচিত্র্যময় ডিজাইনের ছাতা পাওয়া যায়। লম্বা ডাঁটওয়ালা ছাড়াও ফোল্ডিং ছাতাও পাওয়া যায়। দুই ও তিন ভাঁজের ফোল্ডিং ছাতা রয়েছে আজকেরডিলের ওয়েবসাইটে।
বাচ্চাদের জন্য বিশেষ কিছু ছাতা এখন বেশি চলছে। সবাই শিশুদের জন্যই আগে ছাতা কিনছে। এছাড়াও আকৃতিতে ছোট, সহজে বহনযোগ্য আর বৈচিত্র্যময় ডিজাইনের হওয়ায় এ ছাতাগুলোর চাহিদা বেশি। আকারে ছোট হওয়ার কারণে ‘থ্রি ফোল্ড’য়ের ছাতার চাহিদাই বেশি। বিশেষ করে মহিলা ক্রেতাদের মধ্যে এই ছাতগুলোর চাহিদা বেশি। মানভেদে ছাতাগুলোর দাম পড়বে আড়াইশ থেকে এক হাজার টাকা।
রেইনকোট বৃষ্টির অন্যতম সঙ্গী। বৃষ্টি থেকে রক্ষা ও সাথে সাথে ফ্যাশনটা বজায় রাখতে রেইনকোটের জুড়ি মেলা ভার। সিঙ্গেল ও ডাবল দুই ধরনের লেয়ারের রেইনকোট পাওয়া যায়। তবে সিঙ্গেল লেয়ারের চেয়ে ডাবল লেয়ারের রেইকোট ভাল। ভালো মানের বর্ষাতির মধ্যে আছে ডার্বিসুপার, কমফোর্ট, ফেদার, ব্রিদেবল, রেড চ্যাম্পিয়ন ইত্যাদি। আবার দেশি পলিয়েস্টার, ওয়াটারপ্রুফ, ফিলিপস, প্যারাসুট, বিগবসও রয়েছে। তবে আমাদের ছেলেরা সাধারণত ক্লাসিক, অ্যাটলাস, হোন্ডা ও প্লেবয় ব্র্যান্ডের রেইনকোট গুলিই বেশি পরে।
রাস্তাঘাটে অনেক স্থানেই ছাতা ও রেইনকোট পাওয়া যায় তবে আপনি ঘরে বসে ভালমানের রেইনকোট পেয়ে যেতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল ডটকমে।
➡ ঘরে বসে ভাল মানের ছাতা ও রেইনকোট কিনতে এখানে ক্লিক করুন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।