মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং পড়ুন আর অ্যাডভাঞ্চার জব করুন জাহাজের নাবিক হিসেবে

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'সাইক গ্রুপ'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

মেরিন ইঞ্জিনিয়ারিং বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং পেশাগুলোর একটি

মেরিন ইঞ্জিনিয়ারিং কী?

মেরিন ইঞ্জিনিয়ারিং বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং পেশাগুলোর একটি। এ কোর্সটি মেকানিক্যাল, ইলেক্ট্রিকাল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, থার্মাল ও কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে গঠিত ‘ইন্টিগ্রেটেড ইঞ্জিনিইয়ারিং, যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে। মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় অনশোর ও অফশোরে (স্থল ও জলে) নাবিক হিসেবে বা পেশাদার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়া খুবই সম্মানজনক ও অর্থকরী।

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে সাইক পলিটেকনিকের মেরিন ও শিপবিল্ডিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা

শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং কী?

শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং হলো নৌ স্থাপত্য ও নৌ প্রকৌশলের সমন্বয়, যা জাহাজ ও অন্যান্য জলজ যান নির্মাণ ও মেরামতে ব্যবহৃত হয়। এ বিদ্যা প্রয়োগ করে জাহাজ ও অন্যান্য স্টিল স্ট্রাকচারের নকশা প্রনয়ণ, নির্মাণ কৌশল তৈরী ও বিনির্মাণ, মেরামত, পরিবর্তন (conversion) করা হয়।


কাজের সুযোগ কোথায়?

মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ের কর্মক্ষেত্র সুবিশাল। যেহেতু এই কোর্সদুটি অনেকগুলো ইঞ্জিনিয়ারিং বিষয়ের সমন্বয়, তাই অনেকক্ষেত্রে কাজের সুযোগ পাওয়া যায়।

উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ

  • ইংল্যান্ড (দেশীয়) ও ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক) জাহাজে নাবিক হিসেবে
  • অয়েল রিগে (তেল উত্তোলক কেন্দ্রে)
  • পাওয়ার প্ল্যান্টে
  • শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে
  • কেমিক্যাল প্ল্যান্টে
  • ইঞ্জিন ও মেশিনারি ম্যানুফ্যাকচার প্ল্যান্টে
  • অনশোর ও অফশোর সেফটি ম্যানেজম্যান্টে
  • সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে
  • বাংলাদেশ নেভিতে পেটি অফিসার হিসেবে (সাধারণ সৈনিকদের এ পর্যায়ে পৌঁছুতে ১২-১৩ বছরও লেগে যায়)

SIMT তে কেন পড়বেন?

মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য SIMT বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান। আমাদের রয়েছে মেরিন ও শিপবিল্ডিংয়ের জন্য স্বতন্ত্র ল্যাবরেটরি সমৃদ্ধ  আলাদা ক্যাম্পাস। সেইসাথে রয়েছে উন্নত পড়াশোনার নিমিত্তে যোগ্য ও উচ্চশিক্ষিত শিক্ষকবৃন্দ। পাশকৃত শিক্ষার্থীকে চাকরি প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা করি আমরা।  শুধুমাত্র আমরাই নিই শিক্ষার্থীর পড়াশোনা ও চাকরির সম্পূর্ণ দায়িত্ব।

SIMT  এর ল্যাবরেটরি সুবিধা সমূহঃ

SIMT এর রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবে যা যা রয়েছেঃ

  • ২টি মেরিন ডিজেল ইঞ্জিন
  • ১ টি CNC (Computer Numerical Control) মেশিন
  • ১ টি EDM (Electrical Discharge Machining) মেশিন
  • TIG ও MIG সহ ১৪টি ইলেক্ট্রিক আর্ক ওয়েল্ডিং মেশিন
  • ১০টি গ্যাস কাটিং মেশিন
  • ৮টি লেদ মেশিন
  • ৩টি ড্রিল মেশিন
  • শেপার মেশিন, মিলিং মেশিন ও গ্রাইন্ডিং মেশিন
  • ইউনিভার্সাল হাইড্রলিক টেস্টিং মেশিন
  • অন্যান্য মেশিন টুলস ও হ্যান্ড টুলস

SIMT এর ফ্যাকাল্টি গনঃ

যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত শিক্ষকবৃন্দ দ্বারা কোর্স কারিকুলাম পরিচালিত হয়ে থাকে।  

ফ্যাকাল্টি মেম্বারগনঃ 

  • স্মিতা দাস

হেড অফ ডিপার্টমেন্ট, মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং,

সাইক ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি

বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (বুয়েট)

  • গুলশান-ই-আলম

সিনিয়র ইন্সট্রাক্টর, মেরিন ও শিপবিল্ডিং বিভাগ,

সাইক ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি

প্রাক্তন মেরিন ইঞ্জিনিয়ার (২৫ বছর সী-টাইম অভিজ্ঞতা সম্পন্ন)

ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজি

  • মোঃ ইব্রাহীম খলিল

ইন্সট্রাক্টর, মেরিন ও শিপবিল্ডিং বিভাগ,
সাইক ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি
ডিপ্লোমা ইন শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজি
বিএসসি ইন মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং (আই ইউ বি এ টি)

  • দীপন চাকমা

ইন্সট্রাক্টর, মেরিন ও শিপবিল্ডিং বিভাগ,
সাইক ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি
ডিপ্লোমা ইন মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশ সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট
বিএসসি ইন মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং (ডুয়েট)

  • জয়ন্ত বিশ্বাস

ইন্সট্রাক্টর, মেরিন ও শিপবিল্ডিং বিভাগ,
সাইক ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি
ডিপ্লোমা ইন মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং
খুলনা পলিটেকনিক
বিএসসি ইন মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং

ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও ট্রেইনিং

সাইক পলিটেকনিকে বিশেষত মেরিন ও শিপবিল্ডিং বিভাগে শীর্ষস্থানীয় শিপইয়ার্ড, ডকইয়ার্ড ও ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর (শিক্ষাসফর) ও ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (৩ মাসের ট্রেইনিং) ব্যবস্থা রয়েছে। সামিট গ্রুপ, সিটি গ্রুপ, মদিনা গ্রুপ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হাইস্পিড শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ডসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে প্রতি সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও অষ্টম সেমিস্টারে এটাচমেন্ট করে থাকে আমাদের শিক্ষারথীরা।

আনন্দ শিপইয়ার্ড এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমাদের শিক্ষারথীরা

জব প্লেসমেন্টে নির্ভরতার স্বাক্ষর রেখে চলেছে SIMT:

  • বিদেশে চাকরির অপার সম্ভাবনা
  • ১৮টি কোম্পানির সাথে ইন্ডাস্ট্রি লিংকেজ
  • প্রতিষ্ঠান কর্তৃক ১০০% চাকরির নিশ্চয়তা

সামিট গ্রুপ, সিটি গ্রুপ, মদিনা গ্রুপ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হাইস্পিড শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ডসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বর্তমানে গৌরবের সাথে কর্মরত রয়েছে আমাদের শিক্ষার্থীরা।

উজ্জ্বল মুখ:

দেশ ও দেশের বাইরে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে সাইকের ছাত্ররা। তাদের দু’জনের কথা শুনি তাদের মুখেই:

"২০১৬ সালের আগস্টে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে অষ্টম সেমিস্টারের ইন্টার্নশিপ করতে আশাকরি কনফার্ম হয়ে যায় এখানে। গত দুবছর যাবত  সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি। শিপবিল্ডিং সেক্টরে গৌরবের সাথে নিজের জায়গা করে নিয়েছি। "

মোঃ রাকিবুল ইসলাম
সিনিয়র সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (Sr. A.E.)
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড

সিনিয়র ইঞ্জিনিয়ার,  এস এন্টারপ্রাইজ
(ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের অধীন)
প্রাক্তন ছাত্র, শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগ (SIMT)

শিপ কন্সট্রাকশন সুপারভিশনরত মোঃ রাকিবুল ইসলাম

 

"আমি ২০১৬ সালে ইন্টার্নশিপ শেষ করার পর এক বছর সী টাইম (সমুদ্রগামী নৌযানে কর্মরত থাকা) পূর্ণ করি। এরপর এন এম আই (ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট) থেকে ট্রেনিং শেষ করে সি ডি সি অর্জন করি। বর্তমানে আমি জুনিয়র ফিটার কাম ওয়েল্ডার হিসেবে কাজ করছি, যা জাহাজের সিনিয়র পোস্টগুলোর একটি। আন্তর্জাতিক জাহাজে ইঞ্জিন গ্রেড ও ওয়েল্ডার গ্রেডে ৫০০ ডলার থেকে ৮০০ ডলার পর্যন্ত মাসিক বেতনে যোগদানের সুযোগ রয়েছে। "

তাজুল ইসলাম খান
জুনিয়র ফিটার
প্রাক্তন ছাত্র, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ (সাইক)

ভর্তির জন্য আজই যোগাযোগ করুনঃ

সাইক ইনস্টেকটিউনসউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি-(SIMT)
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, পূবালী ব্যাংক সংলগ্ন, মিরপুর, ঢাকা।
E-mail: [email protected]

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'সাইক গ্রুপ'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি সাইক গ্রুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস