এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আলোতেই মুক্তি আলোতেই সম্ভাবনা। দিনের বেলা সূর্যের আলো তো থাকে কিন্তু রাতে কি আলো ব্যবহার করছেন? আপনার বাড়িতে কি ধরনের লাইট জ্বলছে সেটাও কিন্তু দেখার বিষয়। বিদ্যুৎ চলে গেলেও যেন আলোর ব্যবস্থা থাকে সেটাও নিশ্চিত করা জরুরী। এজন্য বলছি নিজের বাসা বাড়ির জন্যও চাই আরও বেশি আলো। লাইট শুধু আলোই দেয় না কিছু লাইট আছে যেগুলো ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করে। চলুন কিছু লাইট ও ল্যাম্প দেখে নেওয়া যাক।
দীর্ঘদিন থেকেই ঘরের সজ্জায় বিভিন্ন ধরনের অনুসঙ্গ ব্যবহারিত হয়ে আসছে। গৃহসজ্জার প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে ল্যাম্প ও লাইট অন্যতম। আলো আধারের উপকরণ হিসেবে অনেক আগে থেকেই ল্যাম্প জনপ্রিয়তা রয়েছে। ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে ল্যাম্পশেড খুব কার্যকরী ভুমিকা রাখে। নানা ধরনের আসবাবের সঙ্গে টেবিলবাতিতে আলো-অাঁধারির খেলা অন্দরে নিয়ে আসতে পারে আলাদা ভালোলাগা।
আজকাল অনেকেই নিজের ঘরকে মনের মতো করে সাজাতে চান। আর ভিন্নধর্মী আলোকসজ্জা ঘরের ভেতরে ভিন্নতা নিয়ে আসে। তাই ঘরে আলোকসজ্জার জন্য ভালো মানের ল্যাম্প ও লাইট কিনে নিন। বাসার ড্রয়িংরুমে এবং শোবার ঘরের জন্য আলাদা আলাদা ল্যাম্প ও লাইট ব্যবহার করুন। রুমের তিন পাশে তিন সাইজের ল্যাম্পও ব্যবহার করতে পারেন।
আলোর ক্ষেত্রে অবশ্যই ঘরের অন্য আসবাব, পর্দা বা দেয়ালের রংটা মাথায় রাখা জরুরি। শোবার ঘরে একটু কম আলোই ভালো। অনেকে ঝুলন্ত ডিমলাইট ব্যবহার করেন বেডরুমে। এখানে ভিন্নতা আনতে শেড দিতে পারেন। বেডরুমের এক কোনায় রাখতে পারেন স্ট্যান্ড লাইট। রুমে শুয়ে বই পড়ার অভ্যাস থাকলে টেবিলের ওপর রাখতে পারেন নরম রঙের বাতি।
খাবার টেবিলের ওপর শেড দেওয়া বাতিতে উজ্জ্বলতা বাড়াতে পারেন। বাচ্চাদের ঘরে তাদের পছন্দের কোনো চরিত্র বা খেলনার আদলে তৈরি বাতি দিতে পারেন। স্ট্যান্ড লাইটের পাশে রাখতে পারেন পটারি, ফুলদানি বা কোনো খেলনা হাতি, ঘোড়া ইত্যাদি। আবার খাবার টেবিল বরাবর সিলিং থেকে ছোট-বড় কয়েকটি হ্যাংগিং লাইটও ঘরে আনবে ভিন্ন মাত্রা।
রাতের বেলায় যাদেরকে টুকি টাকি কাজে বাইরে যেত হয় তারা সাথে রাখতে পারেন টর্চ লাইট। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরের মধ্যেও এটা চরম কাজে দেবে।
রাজধানীর বিভিন্ন মার্কেটে মিলবে ল্যাম্প ও লাইট। তবে অসংখ্য কালেকশনের মধ্য থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে ভরসা রাখতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপ আজকেরডিলের উপর।
➡ অনলাইন শপ আজকের ডিলেও পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টেকসই ল্যাম্প ও লাইট। যারা ঘরে বসেই ল্যাম্প ও লাইট কিনতে চান তারা এখানে ক্লিক করুন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।