এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
ফ্যাশনে অন্যান্য অনুসঙ্গের পাশাপাশি পায়ের স্যান্ডেলের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মেয়েরা। সামনে আবার ঈদ! ইতিমধ্যে দেশজুড়ে ঈদের জোর কেনাকাটা শরু হয়েছে। গরম ও বৃষ্টির এই সময়টাতে ফ্যাশনের সাথে তাল মিলেয়ে যে যার মত নিজেকে সাজিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত। এবারের ঈদে পোশাকের সাথে তালমিলেয়ে তরুণীরা বাহারি স্যান্ডেলকে বেছে নিচ্ছে। কেননা এই গরমে স্বস্তিতে বাইরে বের হওয়ার জন্য অনেকেই চান একজোড়া মনের মতো স্যান্ডেল।
স্যান্ডেলে ঈদ ফ্যাশন:
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের নামিদিমি ফ্যাশন হাউস ও সু স্টোর গুলো বাহারি কালেকশন নিয়ে হাজির হয়েছে। হাল সময়ে অনলাইন শপ আজকেরডিলেও পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নানা ডিজাইনের স্যান্ডেল। তাই এখনকার মেদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে স্বস্তির জন্য নান্দনিক ডিজাইনের স্যান্ডেল। যার সবগুলো ডিজাইন ই পাবেন অনলাইন শপ আজরেকডিলে।
আজরেকডিল ছাড়াও রাজধানীর বিভিন্ন শপিং মলসহ বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে ঘুরে দেখা গেছে, নান্দনিক ডিজাইনের ও বাহারি রংয়ের স্যান্ডেল। এসব স্যান্ডেলে ব্যবহূত মোটিফে রয়েছে বৈচিত্র্য এবং নানা রঙের ব্যবহার। গতানুগতিক কালো, ঘিয়া, চকলেট ইত্যাদি রং তো আছেই। কিছু স্যান্ডেল আবার দারুণ বর্ণিল। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড তরুণদের পছন্দের কথা মাথায় রেখে স্যান্ডেলের ডিজাইন করছেন।
আজকেরডিল বিভিন্ন দামের স্যান্ডেল রয়েছে। ব্র্যান্ড ও ডিজাইন ভেদে স্যান্ডেল কিনতে পাবেন ২০০ থেকে ৫০০০ টাকায়। দেশের যে কোন প্রান্ত থেকেই আপনি আপনার পছন্দের স্যান্ডেল কিনে নিতে পারেন। ঘরে বসে অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল থেকে হাজারও কালেকশনের মধ্য থেকে পছন্দের পণ্যটি কিনতে চান তারা এখনি এখানে ক্লিক করুন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।