জুস তৈরীর জন্য রমজানে যে ব্লেন্ডারগুলো বেশি চলছে

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

চলছে পবিত্র মাহে রমজান মাস। এবারের পুরো রমজান মাস জুড়েই প্রচন্ড গরম বিরাজ করবে। গরমের ঐ সময়টাতে ইফতারির পর আরাম এনে দিতে পারবে একগ্লাস ফলের জুস। বাজারে যেসব ফলের জুস আমরা কিনে খাই এগুলো বিভিন্ন ক্যামিকেল মিশ্রিত তাই এসব জুস শরীরে উপকারের পরিবর্তে অপকারই করে। এজন্য ব্লেন্ডার ও জুসার কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পুষ্টিকর ফলের জুস। রমজানে ইফতারিতে ফলের জুস তৈরীর জন্য সবাই পছন্দমত ব্লেন্ডার কিনছে। চলুন আজকেরডিল থেকে সর্বাধিক বিক্রি হওয়া কিছু ব্লেন্ডার দেখে নেই।
জুসার ও ব্লেন্ডার

জুসার ও ব্লেন্ডার হচ্ছে জুস বা ফল থেকে শরবত তৈরী করার অন্যতম যন্ত্র। ইলেকট্রিক ও ম্যানুয়াল দুই ধরনের ব্লেন্ডার ও জুসার দিয়ে খুব দ্রুত এবং সহজে জুস বানানো যায়। ফলটাকে পরিষ্কার করে নিয়ে জুসারের জগে পুরে সুইচ চাপ দিন। ব্যস, এক মিনিটেই তৈরি হয়ে যাবে আর ম্যানুয়াল ব্লেন্ডার বা জুসারে করলে সময় একটু বেশি লাগবে। নানা কাজের ভিড়ে ব্যাচেলররাও চাইলে ঘরেই চটজলদি বানাতে পারেন ফলের রস বা জুস।
জুসার ও ব্লেন্ডারের রকমসকম


ফলের রস তৈরি করতে জুসার বা ব্লেন্ডার বেছে নিতে পারেন। জুসারে জুস তৈরি করলে শুধু ফলের নির্যাসটাই গ্লাসে এসে পড়ে। খোসা আলাদা হয়ে যায়। ব্লেন্ডারে জুস বানাতে চাইলে ফলের সঙ্গে কিছুটা পানি ও চিনি (প্রয়োজনে) দিয়ে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ফলটি ঠিকমতো ব্লেন্ড হয়ে গেলে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন।

আকার ও রঙের ওপর নির্ভর করে নানা ধরনের জুসার পাবেন। ছোট-বড়, গোল বা লম্বা নানা ধরনের জুসার রয়েছে আজকেরডিলে। তবে কনটেন্টটির ছবিগুলোতে যেসব জুসার দেখছেন সেগুলো বেশ ভালো মানের এবং বিক্রিও হচ্ছে বেশি।


ব্র্যান্ড ও আকারের ওপর নির্ভর করে ব্লেন্ডার ও জুসারের দরদামে পার্থক্য রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের ব্লেন্ডার ও জুসারের দাম পড়বে ১ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া নন-ব্র্যান্ডের জুসার ও ব্লেন্ডার পেয়ে যাবেন ৫’শ থেকে চার হাজার টাকার মধ্যে। যেগুলো ম্যানুয়াল এবং হ্যান্ড জুসার রয়েছে সেগুলো ৪৫ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।


যারা অলরেডি ব্লেন্ডার কিনেছেন তাদেরকে বলছি, জুসার বা ব্লেন্ডার নিয়মিত পরিষ্কার না রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তাই যেকোনো সময় ব্যবহারের পর ব্লেন্ডার বা জুসার যত্নে রাখা জরুির। ব্যবহারের পর অবশ্যই ভালোভাবে পরিস্কার করে রাখুন।
কোথায় থেকে কিনবেন

 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের ব্লেন্ডার ও জুসার বিক্রি করছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল। বিশ্বস্থতার সাথে অনলাইন থেকে কিনতে ও দ্রুত ডেলিভারি পেতে অনলাইন শপ আজকের ডিল থেকে ঘুরে আসতে পারেন। দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই সবচেয়ে কম দামে ব্লেন্ডার কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস