এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সব ধরনের শপিং আইটেমের পাশাপাশি ইবাদতের নিত্য প্রয়োজনীয় পণ্য আজকেরডিলে পাওয়া যাচ্ছে। মুসলমানদের নামাজের জন্য সবচেয়ে দরকারি জায়নামাজ। রমজানে নামাজ আদায় করার জন্য যারা এখনো জায়নামাজ কিনেন নি তারা আজকেরডিল থেকে লেটেস্ট মডেলের জায়নামাজ কিনে নিতে পারেন। স্বাচ্ছন্দে নামাজ আদায়ের জন্য জায়নামাজ অপরিহার্য একটি অনুসঙ্গ। আমাদের দেশে বিভিন্ন রকমের জায়নামাজ কিনতে পাওয়া যায়। চলুন জায়নামাজের সেরা কিছু কালেকশন দেখে নেই।
জায়নামাজ
জায়নামাজ হল নামাজের সময় মেঝেতে ব্যবহার করার গালিচা। এটির উপর দাঁড়িয়ে নামাজ পড়া হয়। নামাজে জায়নামাজ বিছানো বাধ্যতামূলক না হলেও নামাজের স্থলের ধুলো থেকে রক্ষার জন্য এটি ব্যবহার করা হয়। নামাজের স্থান পবিত্র থাকা নামাজের অন্যতম ফরজ। সে মোতাবেক জায়নামাজ সবসময় পবিত্র রাখতে হবে। এটির আকার এমনভাবে তৈরী করা হয় যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারে।
জায়নামাজ এক বা একাধিক ব্যক্তির উপযোগী করে তৈরী করা হয়। একাধিক ব্যক্তির ব্যবহার উপযোগী জায়নামাজ সাধারণত মসজিদ, ঈদগাহ এমন বড় আকারের জামায়াতে ব্যবহৃত হয়। অন্যদিকে এক ব্যক্তির ব্যবহার উপযোগী জায়নামাজ ব্যক্তিগত ভাবে ব্যবহৃত হয় যা একজন মুসল্লির নামাজ আদায়ের জন্য যথেষ্ঠ।
অলংকরণের জন্য জায়নামাজে অনেক রকম নকশা থাকে। এতে বিভিন্ন লতাপাতা, ফুল ইত্যাদি অপ্রাণীবাচক নকশা অঙ্কন করা হয়। এছাড়াও মসজিদের ছবিও নকশায় ব্যবহৃত হয়। অনেক সময় মেহরাবের ছবি জায়নামাজের অঙ্কিত হয়। সেক্ষেত্রে জায়নামাজ বিছানোর সময় মেহরাবের উপরের দিক কিবলার দিকে করে রাখা হয়। জায়নামাজ ইসলামি সংস্কৃতির অন্যতম নিদর্শন।
জায়নামাজ কিনার সময়, এক কালারের জায়নামাজ কেনায় ভারো। এছাড়াও কেনার সময় ভালো করে চেক করে কিনতে হবে। জায়নামাজে যেন কোন প্রানীর বা বিকৃত কোন ছবি না থাকে সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি।
কনটেন্টটির ছবিতে যে জায়নামাজ গুলো দেখা যাচ্ছে এগুলোর প্রত্যেকটি হাই কোয়ালিটির কাপড় দিয়ে তৈরী। এ জায়নামাজ গুলো বেশ সফট। নরম ও সহজে বহনযোগ্য। কোন রূপ বিকৃত ছবি এগুলোতে নেই। পবিত্র মাহে রমজানে দেশের যেকোন প্রান্ত থেকে জায়নামাজ গুলো কিনতে এখানে ক্লিক করুন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।