কিস্তিতে টাকা পরিশোধ করে ঘুরে আসুন দেশ বিদেশের দর্শণীয় স্থান

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

ঘুরতে সবারই ভালো লাগে। একটু অবসরে নিজের দেশ ও পৃথিবীর বিভিন্ন দেশের সৌন্দর্য্য প্রাণভরে উপভোগ করতে সবাই পছন্দের স্থানগুলোতে ঘুরতে পছন্দ করেন। যারা বিভিন্ন কারণে অথবা বিশস্থ ট্রাভেল এজেন্সির না পাওয়ার কারণে ঘুরতে যেতে ভয় করেন তাদের জন্য দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল নিয়ে এসেছে আকর্ষণীয় ট্যুর প্যাকেজে দেশ বিদেশ ভ্রমনের সুবর্ণ সুযোগ। এছাড়াও একসাথে অনেকগুলো টাকা জমাতে না পারার কারণে যাদের বেড়ানোই হয়না তাদের জন্য রয়েছে ০% সুদে কিস্তিতে টাকা পরিশোধ করে দেশ ভ্রমনের সুবিধা। চলুন তাহলে আজকেরডিলের ভ্রমন প্যাকেজগুলো দেখে নেওয়া যাক।

ঢাকা-কক্সবাজার-ঢাকাঃ

ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্যুর প্যাকেজ ৩ রাত ২ দিন। থাকতে খরচ হবে মাত্র ১২২৯০ টাকা। থাকতে পারবেন থ্রি স্টার হোটেলে। তাছাড়াও এই অফারের আওতায় পিকআপ ও ড্রপিং সব অন্য দুই একটি সুবিধাও যুক্ত থাকছে।

বান্দরবান ভ্রমন

 
অনেকদিনের প্লান ছিলো বান্দরবান যাবেন কিন্তু যাবো যাবো করেও যাওয়া হচ্ছিলো না। তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আজকেরডিল। আমার জানামতে দেশের এডভেঞ্চারপ্রেমীদের সবচেয়ে পছন্দের গন্তব্য বান্দরবান। যেখানে পাহাড় আর মেঘের মিতালী। মাত্র ৬, ৪৯৯ টাকায় ঢাকা-বান্দরবান-ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচে ঘুরতে পারবেন। ভ্রমন অফারটি নিতে এখানে ক্লিক করুন।

রমজান উমরাহ প্যাকেজ

রমজান উপলক্ষ্যে যারা উমরাহ হজ করতে চান তারা আজকেরডিলের এই ট্যুর প্যাকেজটি নিতে পারেন। ১০ দিনের প্যাকেজ এ খরচ হবে ২ লাখ ৩৯ হাজার ৯ শ টাকা। এই প্যাকেজে মদীনায় ও মক্কায় ৫ তারকা হোটেল, প্রতি রুমে ৪ জন করে থাকার ব্যবস্থা থাকছে। এই প্যাকেজে ভিসা/মোফা, হোটেল ও যাতায়াত সুবিধা হিসেবে থাকছেঃ -জেদ্দা এয়ারপোর্ট হতে মক্কায় হোটেল (প্রাইভেট ট্রান্সফার) -মক্কা হোটেল থেকে মদিনায় বাস স্ট্যান্ড (বাস ট্রান্সফার) -মদিনায় হোটেল হতে মদিনা এয়ারপোর্ট (প্রাইভেট ট্রান্সফার)। বিস্তারিত এই লিংকে

নাফাখুম ভ্রমণ

বান্দরবান জেলার থানচি উপজেলায় আশ্চর্য সুন্দর নাফাখুম জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবন হতে ৭৯ কিমি. দুরে অবস্থিত থানচি। এটি একটি উপজেলা। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। এই সাঙ্গু নদী ধরে রেমাক্রীর দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেঁয়ে। প্রকৃতি এখানে এত সুন্দর আর নির্মল হতে পারে ভাবাই যায় না। নদীর দুপাশে উচু উচু পাহাড়। সবুজে মোড়ানো প্রতিটি পাহাড় যেন মেঘের কোলে শুয়ে আছে অবলিলায়। কোন কোন পাহাড় এতই উচু যে তার চূড়া ঢেকে আছে মেঘের আস্তরে। থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতী। মারমা ভাষায় 'খুম' মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় এই নাফাখুম জলপ্রপাতে। যারা সুন্দর এই জলপ্রপাতটি দেখতে চান তারা মাত্র ৬ হাজার টাকা খরচ করে দেখে আসতে পারেন। বিস্তারিত এই লিংকে

কাঠমান্ডু পোখারা ভ্রমণ

মাত্র ৬১ হাজার টাকায় কাঠমান্ডু পোখরা ৪ রাত ও ৫ দিনের ট্যুর থেকে ঘুরে আসুন। প্যাকেজে কাঠমান্ডু গিয়ে থাকতে পারবেন থ্রি স্টার হোটেলে। তাছাড়াও এই প্যাকেজের আওতায় রয়েছে রিটার্ণ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, হোটেলে থাকার ব্যবস্থা, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার। বিস্তারিত এই লিংকে

মালয়েশিয়া ট্যুর প্যাকেজ

মাত্র ৪৮ হাজার টাকায় মালয়েশিয়া ট্যুর প্যাকেজ। মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করেও আাপনি মালয়েশিয়া থেকে ঘুরে আসতে পারবেন। প্যাকেজের আওতায থাকছে রিটার্ণ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, হোটেলে থাকার ব্যবস্থা, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার। থ্রি স্টার হোটেল তো থাকছেই পাশাপাশি একজন ফুলটাইম গাইড সাথে দেওয়া হবে। বিস্তারিত এই লিংকে

বন্ধুরা, দেশ ভ্রমনের প্যাকেজ গুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস