কারের জন্য দরকারি পার্টস

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল প্রয়োজনে অনেকেই গাড়ি ব্যবহার করেন। যারা নিজস্ব গাড়ি ব্যবহার করেন তারা সব সময় নিজের গাড়িটাকে পরিপাটি ও সুন্দর রাখতে চান। গাড়ি নষ্ট হলে মেরামতের জন্য তো কারিগরের কাছে যেতেই হবে কিন্তু সামান্য টুকিটাকি কাজগুলো কিন্তু নিজে নিজেই করে নেওয়া যায়। তাছাড়া সামান্য কাজে কারিগরের কাছে গেলে গাড়ি পরীক্ষা-নিরীক্ষার পর হাতে ধরিয়ে দেন যন্ত্রাংশ ও বিলের লম্বা একটা ফর্দ। এসব ঝামেলা থেকে বাঁচতে ও নিজের গাড়িটাকে একটু পরিপাটি রাখতে কিনে নিতে পারেন নিচের অনুসঙ্গ গুলো।

Singa Fluids হেভি ডিউটি ব্রেক ফ্লুইডঃ

প্রিমিয়াম কোয়ালিটি হেভি ডিউটি ব্রেক ফ্লুইড। এটি স্পেশালি মোটর ভেইকেল সেফটি ষ্ট্যাণ্ডার্ড এর জন্য ব্যবহার করা হয়। এটি ভার্জিন অয়েল ও মিনারেল বেজড। র মোটর বাইক ও সিএনজি কনভেকশন ইঞ্জিন এর জন্য ব্যবহার উপযোগী।

কার লেজার ফগ লাইটঃ

এটা আপনার গাড়ীর দূরত্ত বজায় রাখতে সাহায্য করবে। কুয়াশা বা কম আলোর মধ্যে পিছনের গাড়ী অতি সহজেই আপনার গাড়ী সনাক্ত করতে পারবে। হাই কোয়ালিটি ম্যাটিরিয়াল দ্বারা তৈরি ১০০% ব্রান্ড নিউ প্রোডাক্ট। নিরাপদ যাতায়াতের জন্য আজই আপনার গাড়িতে এ প্রোডাক্টটি লাগিয়ে নিন।

কার চার্জার

গাড়ির ব্যাটারি চার্জ করার জন্য আপনার এই স্পেশাল USAMS 3.1 A MAX কার চার্জার টি ব্যবহার করতে পারেন। এতে আপনার গাড়ির ব্যটারি খুব দ্রুত চার্জ হবে। এই কার চার্জারটির দাম মাত্র ২৫০ টাকা।

ক্র্যাচ রিমুভারঃ

আপনার মূল্যবান গাড়িটিতে যে কোন সময় দাগ পরতে পারে, তাই যে কোন ধরনের দাগ মুছতে এটি ব্যবহার করতে পারেন। ফিক্স ইট প্রো স্ক্র্যাচ রিমুভার সহজে ব্যবহারযোগ্য মেটাল ও উডেন সারফেসের অনাকাঙ্খিত স্ক্র্যাচ এবং দাগ অদৃশ্য করে নন-টক্সিক স্থায়ী গন্ধহীন এবং ওয়াটার রেজিস্ট্যান্ট যে কোন রঙের গাড়ির বডিতে কাজ করে।

ইঞ্জিন লুব্রিক্যান্টঃ

তেল ও মবিল জাতীয় দরকারি অনুসঙ্গগুলো গাড়ির জন্য সব সময় প্রয়োজন হয়। এটি একটি ভালো মানের লব্রিক্যান্ট। এটি ফোর স্টোক গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন।

সিট ব্যাক অর্গানাইজারঃ

দূরে কোথায় বেড়াতে যাবার সময় গাড়িতে অনেক কিছুই রাখার প্রয়োজন হয়। আপনি চাইলে গাড়ির সিটের পেছনে সিট ব্যাক অর্গানাইজার লাগিয়ে নিতে পারেন। ব্যাক অর্গানাইজারটিতে 2 টি স্মল পকেট, 1 টি লার্জ পকেট, 1টি বটেল পকেট ও 1টি টিস্যু বক্স পকেট রয়েছে।

মাইক্রোফাইবার ক্লিনিং গ্লোভসঃ

ভ্যাকুয়াম ক্লিনারের ব্যবহার আমরা সবাই জানি কিন্তু এটির ব্যবহার আমরা অনেকেই জানিনা। খুব সহজেই এটির সাহায্যে খুব কম সময়ে আপনি আপনার গাড়ির ধুলোবালি ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। আপনার যেরকম সময় বাঁচায়, তেমনি পরিষ্কার করতে কস্টের পরিমান কমায়। আপনি সাচ্ছন্দে যেকোনো কিছু পরিস্কার করতে মাইক্রোফাইবার ক্লিনিং গ্লোভস ব্যবহার করুন।

F1 ড্যাসবোর্ড Wax পলিশ স্প্রেঃ

F1 ড্যাসবোর্ড Wax পলিশ স্প্রে কারের ড্যাসবোর্ডে, লেদার সিট কভার, টায়ার বা যেকোন লেদার প্রোডাক্ট থেকে ডাস্ট ক্লিন করতে ব্যবহার করতে পারবেন। প্রথমে ভাল ভাবে স্প্রে করুন তারপর ওয়াইপিং কাপড় দিয়ে মুছে ফেলুন। কাঠের ফার্নিচার এবং প্লাস্টিকেও ব্যবহার করা যায়।

বন্ধুরা, ব্যক্তিগত গাড়ির এই সব অনুসঙ্গগুলো কিনতে আজই এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস