গরমের সঙ্গী ফ্যাশনেবল ইউএসবি ফ্যান

সময়টা এখন বসন্তকাল। শীতকে ফাঁকি দিযে জনমনে গরমের আর্বিভাব হয়েছে সেই সাথে যুক্ত হচ্ছে লোডশেডিং এর বাড়তি বিড়ম্বণা। এই সময়টাতে নিজেকে ফ্রেশ ও কুল রাখতে ঘরে কিংবা অফিসে থাকা চাই ফ্যান। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় বাজারে এসেছে না রকমের ফ্যান। তবে তরুণ প্রজন্মের আকর্ষণ এখন ছোট ছোট ইউএসবি ও চার্জার ফ্যানের প্রতি। নিজে বাতাস খাওয়া আর সেই সাথে বিদ্যুৎ চলে গেলে ই্‌উএসবি কানেক্ট করে কুল থাকার জন্যই এই ফ্যান গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন সেরকমই কিছু ফ্যান দেখে নেই।

ইউএসবি ফ্যানঃ

লাইফটাকে ইজি করতে গরমের প্রয়োজনীয় অনুসঙ্গের সাথে যুক্ত হয়েছে ইউএসবি ফ্যান। এগুলো সাইজে তুলনামূলকভাবে ছোট। ল্যাপটপ/মোবাইল চার্জারের ইউএসবি পোর্ট দিয়ে চালানো সম্ভব। পোর্টেবল হিসেবে ইউজ করতে চাইলে, এটা পুরাই পারফেক্ট চয়েজ। এটার বাতাস কম, কিন্তু ওজনে হাল্কা ও দামে সস্তা। বাতাস কম হলে কি হবে একজনকে কুল রাখতে এই ছোট ফ্যানগুলোই আপনার জন্য যথেষ্ঠ।

বর্তমানে ফ্যানের সাথেও যুক্ত হয়েছে নানান সব নান্দনিক টুলস। এই ধরুন আপনি চাইলে বাজার থেকে রিচার্জএবল কিনে নিয়ে সেটা দিয়ে বাতাস খাওয়ার কাজ সাথে মোবাইল চার্চ ও রাতের বেলা লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন।

কিছু ফ্যান এখন বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো টাওয়ার এসি ফ্যান হিসেবে পরিচিত। এই ফ্যান গুলো আপনার একার জন্য এসির বিকল্প হিসেবে কাজ করবে। এছাড়াও বাজারে অনেক ইউএসবি ফ্যান রয়েছে যেগুলোতে লাইটের ব্যবহার ছাড়া দেওয়া হয়েছে এফএম রেডিও শোনার ভিন্ন ব্যবস্থা।

বন্ধুরা গরমের এই সময়টাতে আরাম থাকতে চাইলে আজই বেছে নিতে পারেন আপনার পছন্দের ই্উএসবি ফ্যান। ঘরে বসে অনলাইন থেকেই কিনে নিতে পারবেন এই ফ্যানগুলো। অনলাইনে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল থেকে ফ্যান কিনতে এখানে ক্লিক করুন।

-
-
-

কৃতজ্ঞতা স্বীকার: আমাদের চারদিকে ঘটছে অনেক কিছু। আমাদের সবার মনেই আছে অনেক কথা নানা জিজ্ঞাসা নিজস্ব মতামত। অনেক কিছু আমরা জানতে চাই আবার জানাতেও চাই। নিজের চেনা জানার বাইরেও আছে আরেকটি জগত যারা হয়ত আমাদের মতই ভাবছে চিন্তা করছে। তোমাকে তোমার নিজের মত করে প্রকাশ করার একটি নতুন জায়গা - বেশতো! চল ঘুরে আসি।
-
-
-

কেন আজকের ডিল?

ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস, এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস, এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।

ঘরে বসে অর্ডার দিন, পণ্য বুঝে মূল্য দিন!

  • Cash on Delivery (Free for Maximum Deals) :ঘরে বসেই পেয়ে যাবেন আপনার ক্রয় করা পণ্যটি আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
  • Lowest Price in Market :আজকের ডিলের মূল উদ্দশ্যই সুলভ মূল্য আর বাজারের মূল থেকেও কম দামে পণ্য আর সার্ভিস আপনাকে পৌঁছে দেওয়া।
  • Online Payment Facility :আপনি আপনার ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এমন কী বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করে ডিল ক্রয় করতে পারবেন।
  • Delivery within shortest period of time :আজকের ডিল টিম, যথা সম্ভব কম আর দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পণ্য পৌঁছিয়ে দিবে।

24 ঘণ্টা 7 দিন এখন পণ্য কিনুন আজকের ডিল থেকেঃ

সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।

পরিশোধ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই? আজকের ডিলে পাচ্ছেন সব ধরনের পেমেন্ট সুবিধা।

আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।

সরাসরি ফোনে অর্ডার করে পণ্য ক্রয় করতে পারেন আজকের ডিল থেকে

আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য  কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭  নাম্বারে।

আজকের ডিল কাস্টমার কেয়ার বিভাগঃ

আজকের ডিল ডট কম,  সুমনা গনি ট্রেড সেন্টার,  প্লট নং - ০২,  লেভেল-০৫, পান্থপথ,  কাওরান বাজার,  ঢাকা-১২১৫।

এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪,  ০১৮৪৭০২৭৫১৩,  ০১৭৫৫৫৮২৫৭০

নতুন নতুন অফার আর আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে চোখ রাখুন আজকের ডিল এর ফেসবুক পেজে।

https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন

আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!

 "দেশের সবচেয়ে বড় অনালাইন শপিং মল আজকের ডিল ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ"

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস