২০১৮ সালেই ইন্টারনেট থেকে আয়- বেস্ট সেলার কোর্স দেখেই শুরু করুন নতুন পথচলা

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আইটি বাড়ি'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

টেকটিউনস ব্যবহারকারী প্রায় সবারই ইন্টারনেট থেকে আয় করা যায় এই তথ্যটি কমবেশি জানা আছে। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য পড়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কি করবো,  কোনটা করবো? তাই, আজকে আমরা একদম সোজা কোথায় লিখেছি এই নিয়ে কিছু.

[**শেষ পর্যন্ত সময় নিয়ে পুরো আর্টিকেলটি পড়ুন এবং দেখুন **]

ইন্টারনেটে চাকরী বা ফ্রিল্যান্সিং করে উপার্জনের ক্ষেত্রে সবচাইতে কার্যকরী হবে কোন কাজটি শেখা?

এক কথায় বললে- "ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট"

ওয়েব ডিজাইন শেখা কেন বুদ্ধিমানের কাজ হবে.

শিখতে সহজ, চাহিদা প্রচুর, অনলাইন এবং অনলাইনের বাইরেও কাজের প্রচুর সোর্স রয়েছে এবং পেমেন্টও ভাল। সবচেয়ে বড় কথা, চেস্টা করলে ৩-৪ মাসের মধ্যে কাজ শেখার পাশাপাশি উপার্জনের সুযোগ রয়েছে।

এছাড়াও একজন ভাল ওয়েব ডিজাইনাদের বেতন অন্যান্য সেক্টর যেমন গ্রাফিক্স ডিজাইনার, ডাটা এন্ট্রি অপারেটর এর থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে।

যেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার ঘন্টায় ১০-২০ ডলার আয় করে, সেখানে একজন ওয়েব ডেভেলপার প্রতি ঘন্টায় ২০-৩০ ডলার অনায়াসেই আয় করে থাকে।

তাহলে কিভাবে শিখবেন?

কোন প্রতিষ্ঠানে কোর্স করতে পারেন- কিন্তু ঢাকায়ই যেখানে ভুয়া কোর্স করানোর প্রতিষ্ঠানের অভাব নেই, সেখানে ঢাকার বাইরের অবস্থা তো নাজেহালই বটে।

এছাড়াও, দৈনন্দিন কাজের পাশাপাশি কোর্স করার জন্য আলাদা সময় বের করাও একটা ঝামেলা।

এর সমাধান কি?

একটাই সমাধান, আইটি বাড়ি প্রকাশিত ওয়েব গুরু- বাংলা ভিডিও টিউটোরিয়াল।

ওয়েব গুরু হচ্ছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর উপরে কাজ শেখা এবং এর পরে ফ্রিল্যান্সিং এর উপরে তৈরি করে বেস্ট সেলার বাংলা ভিডিও কোর্স।

এখানে ওয়েব ডিজাইন এর কাজ শেখা এবং এর পরে কাজ করার উপরে থাকছে পুরো ৩৫ ঘণ্টার বাংলা ভিডিও লেকচার, যা দেখে ইতিমধ্যে অনেকেই ইন্টারনেট থেকে আয় করছেন।

পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইন+ডেভেলপমেন্ট কোর্স, সাথে অনলাইনে আয়ের গাইডলাইন, তাও আবার সম্পূর্ণ বাংলা ভাষায়!

web guru tutorial
ওয়েব গুরু DVD- রকমারি.কম বেস্ট সেলার
  • সম্পূর্ণ বাংলা ভাষায় HD ভিডিও লেসন, ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি
  • মোট ডিভিডি এর সংখ্যা- ৪ টি
  • ২৭৫টিরও বেশী বাংলা ভিডিও লেকচার
  • ৩৫ ঘণ্টা+ মোট দৈর্ঘ্য
  • কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও দেখতে পারবেন
  • প্রোফেশনাল ফ্রিল্যান্সার দ্বারা তৈরি
  • নতুনদের জন্য স্পেশালভাবে সাজানো কোর্স কারিকুলাম

এছাড়াও স্পেশাল বোনাস হিসেবে থাকছে, কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেটে অ্যাকাউন্ট করবেন, টাকা তুলবেন তার প্র্যাক্টিক্যাল ভিডিও বোনাস ভিডিও গুলো ডিভিডি তে দেয়া সিক্রেট গ্রুপে পাওয়া যাবে।

ভিডিও দেখে আবার শেখা যায় নাকি?

হুম, অন্য কারো টিউটোরিয়াল দেখে শেখা যায় কিনা তা আমরা জানিনা, তবে আমাদের অর্থাৎ আইটি বাড়ির টিউটোরিয়াল দেখে শুধু শেখাই যায়না, বরং অনেক ভাল করেই শেখা যায়।

কোয়ালিটির প্রমাণ চান? নিজেই যাচাই করুন

আমরা নিজেরা নিজেদের গুন গেয়ে প্রমান করতে চাই না, আমরা চাই আপনি নিজেই আমাদের এই পূর্ণাঙ্গ কোর্সের প্রথম ১ টি বা ২ টি নয়, বরং পুরো ২০টি ভিডিও দেখে যাচাই করে নিন যে, আপনি সত্যিই আইটি বাড়ির টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন কিনা-

ভিডিও দেখে কি মনে হচ্ছে? শিখতে পারবেন তো?

আমার বিশ্বাস আমাদের ৩ লক্ষ+ ফলোয়ারের মতো আপনিও বুঝে গেছেন ভিডিও গুলোর কোয়ালিটি সম্পর্কে.

নতুনদের জন্য কি কি টেকনিক্যাল বিষয় থাকছে এই কোর্সে?

স্কীল ডেভেলপমেন্ট কোর্স + অনলাইনে আয় গাইডলাইন দুটোই থাকছে ওয়েব গুরু কোর্সটিতে-

  1. HTML 4 + HTML 5
  2. CSS 3
  3. JavaScript, jQuery- (usage only)
  4. PSD to HTML
  5. Responsive Web Design
  6. Basic PHP
  7. WordPress Theme Development - (From Scratch to Final Full Dynamic Theme)
  8. কাজ শেখার পরে কিভাবে-কোথায় কাজ করবেন তার উপর গাইডলাইন
  9. সিক্রেট গ্রুপে থাকছে মার্কেটপ্লেসে কিভাবে অ্যাকাউন্ট খলবেন, কাজ করবেন তার গাইডলাইন
  10. আলাদা আলাদাভাবে শেখার পরে থাকছে পূর্ণাঙ্গ প্রোজেক্ট তৈরির প্র্যাক্টিক্যাল ভিডিও!

একদম শূন্য থেকে প্রতিটা বিষয় হাতে ধরে স্পষ্টভাবে ভেঙ্গে ভেঙ্গে সামনাসামনি লাইভ কোডিং লিখে ফুল ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেই দেখানো হয়েছে, যাতে করে বুঝতে কোন সমস্যা না হয়,  সাথে অনলাইন থেকে আয় কিভাবে করবেন তার গাইডলাইন + সাকসেস রুটিন প্ল্যানও রয়েছে।

[box type="success" align="" class="" width=""]ফুল ভিডিও কোর্সে রয়েছে ২৭৫টি+ HD বাংলা ভিডিও লেসন যার মোট ডিউরেশন ৩৫ ঘণ্টা+! যেহেতু এখানে ভিডিওতে কোন অতিরিক্ত সময় নষ্ট করা হয় নাই, এই জন্য ৩৫ ঘণ্টার কোর্সই প্রাতিষ্ঠানিক ৬০ ঘণ্টার কোর্সের সমান [/box]

Web-Design-DVD-Pack-Price

ভিডিও লেকচারটির মূল্য কত?

Web Guru নামের ৩৫ ঘণ্টার এই ভিডিও কোর্সটির রেগুলার প্রাইস- ৩০০০ টাকা

ফেসবুকে অনেকের রিকোয়েস্টে কোর্সটি পুরো ৫০% ডিসকাউন্টে দেয়া হচ্ছে মাত্র ১৫০০ টাকায়!  এই ডিস্কাউন্ট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।

এত্তো দাম! একটু ডিসকাউন্ট হবে না?

অনেকেই বলে থাকেন এই কয়েকটা ডিভিডি এর এত দাম কেন? বাজারে তো অনেক কোম্পানীর ডিভিডি মাত্র ২০০-৩০০ টাকায় পাওয়া যায়, সেখানে আইটি বাড়ির টিউটোরিয়াল এর এত্তো দাম কেন? আপনার কাছেও যদি এমনটাই মনে হয়ে থাকে তাহলে আমাদের বিনীত উত্তর হচ্ছে-

অনেকের কাছে এগুলো নিছক কিছু ডিভিডি মনে হলেও প্রকৃত স্টুডেন্টদের কাছে এটা পুরো ৩৫ ঘণ্টার ভিডিও লেকচার। ব্যবসায়িক চিন্তা থাকলেও এখানে রয়েছে আমাদের ভালবাসার ছোয়া। এটা কোন অদক্ষ লোকের দ্বারা তৈরি লেকচার নয় বরং আব্দুল কাদের স্যারের তৈরি করা টিউটোরিয়াল এটি, যা আমাদের দেশে এতটাই জনপ্রিয় যে, রকমারি.কম এর ৮০ লক্ষ+ বইয়ের লিস্টকে টপকে প্রায় সময়ই বেস্ট সেলারের তালিকায় থাকে। তাছাড়াও কোয়ালিটি যাচাইয়ের জন্য তো আমরা ২০ টা ভিডিও ফ্রিতে দিয়েই দিয়েছি। যাতে করে আপনি দেখে বুঝে কিনতে পারেন।

এই ভিডিও কোর্সটিতে যা কিছু কভার করা হয়েছে তা বাংলাদেশের  ৯৯% প্রতিষ্ঠানেই ২০ হাজার টাকার কোর্সেও শেখানো হয় না। সম্পূর্ণ প্র্যাক্টিক্যাল কাজ দেখানো হয়েছে এখানে যা দেখে সত্যিকার অর্থেই নিজেকে অনলাইনে আয়ের যোগ্য হিসেবে তৈরি করা সম্ভব।

মজার ব্যাপার কি জানেন? টিউটোরিয়াল গুলো যারা কিনে দেখেছে, তাদের অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করে থাকে যে এই টিউটোরিয়াল এর দাম বাড়িয়ে দেয়ার জন্য, কারন এত সস্তায় এত তথ্য স্টুডেন্টদের কাছে চলে গেলে মার্কেটের ভেল্যু নষ্ট হয়ে যাবে। কারন সস্তা জিনিস গুরুত্বহীন এবং এতে করে মার্কেটে স্প্যামিং বাড়ার আশঙ্কা থাকে।

কিন্তু এরপরেও, আমরা ট্রাই করি বিভিন্ন সময়ে ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস নতুন স্টুডেন্টদের সাধ্যের মধ্যে নিয়ে আসতে। কাজেই নিজের একটা নতুন ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যদি এই পরিমাণ ইনভেস্ট করতেও  অনেক বেশী মনে হয়, তাহলে আমি দুঃখিত এই টিউটোরিয়ালটি সবার জন্য নয়।

সস্তার ৩ নয়, বহু অবস্থা!- কাজেই সাবধান হোন

দেখুন সস্তা কোর্স বাদ দিয়ে কেন আপনি আইটি বাড়ির কোর্স কিনবেনঃ

  1.  কোন আজাইড়া বক বক নয়, দক্ষ ফ্রিল্যান্সার দ্বারা তৈরি ৩৫ ঘণ্টারও বেশী ভিডিও লেকচার
  2.  বাস্তব অভিজ্ঞতার আলোকেই তৈরি
  3.  কোন গদবাধা সিলেবাস নয়, কাজ করতে যা যা লাগবে তাই দেখানো হয়েছে,
  4.  বার বার আপডেট এবং স্টুডেন্টদের প্রশ্নের উত্তর যোগ করার ফলে এটি হয়েছে আরো অনেক বেশী তথ্যবহুল
  5.  প্রাতিষ্ঠানিক ক্লাসের মত কোন নির্দিষ্ট সময়ে নয় বরং ডিভিডি কিনে আপনার নিজ সময়ে, নিজ গতিতে, প্রয়োজনে বার বার ভিডিও দেখার মাধ্যমে ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন
  6.  প্রতিটি পার্ট কিভাবে হয়েছে, কেন হয়েছে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝানো হয়েছে
  7.  হেল্প এর জন্য আমরা তো আছি-ই, থাকছে ফেসবুক সিক্রেট গ্রুপ / স্টুডেন্ট কমিউনিটি
  8.  ভার্সিটি ভর্তি কোচিং "উদ্ভাস" এর সহযোগী বই বিক্রির প্রতিষ্ঠান রকমারি.কমে  আমরা বেস্ট সেলার অথোর
  9.  একমাত্র আমাদেরই রয়েছে পুরো ৮০ হাজার+ বাংলাদেশী মেম্বারযুক্ত ফেসবুক গ্রুপ
  10.  আইটি বাড়ির বর্তমান ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষেরও বেশী
  11.  ইউটিউবে দেয়া আমাদের অল্প কয়েকটি ডেমো ভিডিওর মোট ভিউ ২৬ লক্ষেরও বেশী!
  12.  সবচাইতে বড় কথা- এটি একটি "আইটি বাড়ি কোয়ালিটি"- টিউটোরিয়াল

তথ্য প্রযুক্তি সেক্টরেই বাংলাদেশের ভবিষ্যৎ! তাই আপনার প্রতিযোগী থেকে পিছিয়ে পরার আগেই নিজেকে তৈরি করুন.

তবুও, কেনার পূর্বে একটু থামুন, বুঝুন- তারপর কিনুন!

আমরা জানি নিচের লিখাগুলোর জন্য আমাদের হয়ত সেল কম হবে, কিন্তু আমরা চাইনা আপনি আপনার টাকা এবং সময় আমাদের পেছনে না বুঝেই নষ্ট করুন। কাজেই অর্ডার করার পূর্বে একবার হলেও পড়ে নিন লিখাটি-

একই ক্লাসের একই বই পড়ার পরেও  যেমন ক্লাসের সবাই A+ পায় না, তেমনি আমাদের এই টিউটোরিয়াল দেখেও সবাই সফল হতে পারবে না, আমরা নিজেরাই এটা স্বীকার করি। এখানে লুকোচুরির কিছুই নেই। সফলতার শর্ত একটাই,  ডেডিকেশনের সাথে পরিশ্রম করতে হবে, আর শেখার মেন্টালিটি থাকতে হবে।

যদি পরিশ্রম করার জন্য রেডি থাকেন, যদি নিজের লাইফকে একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকেন তাহলেই কেবল টিউটোরিয়ালটি অর্ডার করুন।

অর্ডার করার পূর্বে আরো ২ বার ভেবে নিন, ভেবে নিন সারাজীবন যে চাকরীর জন্য এত পড়াশুনা করেছেন, এত শ্রম দিয়েছেন, কিন্তু যে চাকরী পারে নাই আপনার লাইফকে স্মার্ট করতে, আর এখন আপনি এমন এক লাইনে ঢুকতে যাচ্ছেন যেখান থেকে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা তেমন কোন বড় ইস্যু না, যেখানে জামানত, ঘুষ ছাড়াই কাজ করবেন, যেটার মাধ্যমে ঘরে বসেই ইউরোপ আমেরিকান ক্লাইন্টদের কাজ করবেন, যেটাতে বাংলাদেশ সরকার দেশের ভবিষ্যৎ সম্ভাবনা দেখে, সেই ফ্রিল্যান্সিং এর জন্য ৩-৪ মাস দৈনিক কয়েক ঘন্টা মনোযোগ দিয়ে শ্রম দিতে আপনি প্রস্তুত তো?

যদি আপনার উত্তর হ্যা হয় তাহলেই কেবল অর্ডার করুন। যদি নিজের লাইফকে চেঞ্জ করার মত উদ্যম আপনার ভেতরে থাকে তাহলেই অর্ডার করুন, যদি বন্ধুদের সাথে আড্ডা একটু কম দিয়ে, টিভি একটু কম দেখে, হতাশাকে দূরে সরিয়ে দিয়ে- নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য নিজের জীবনকে একটু সুন্দর করতে ইচ্ছা হয় তাহলেই কেবল অর্ডার করুন।
-

স্মার্ট ক্যারিয়ারের জন্য রেডি তো? ফুল কোর্সটি অর্ডার করুন এখানে!

-
* কিছু জানার থাকলে মোবাইল থেকে সরাসরি কল করুন- 09604400400 or, 01908513030-35 (10AM-9PM) [*কলচার্জ- ৮০ পয়সা প্রতি মিনিট]

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ
১. ফেসবুক পেইজ এখানে
২. ফেসবুক গ্রুপ এখানে
৩. কোর্সের অ্যাডমিন এখানে
৪. ফেসবুকে আমাদেরকে মেসেজ করে হেল্প নিতে পারেন এখানে
৫. যে কোন তথ্য জানতে- 09604400400 (সরাসরি মোবাইল থেকে 10AM - 9PM)

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আইটি বাড়ি'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি আব্দুল কাদের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল কাদের। পড়ালেখার পাশাপাশি একটু আধটু ফ্রীল্যান্সিং করি। চেস্টা করি সবসময় আপনাদের ভাল কিছু দিতে। সময় পেলে লেখা লেখি করি আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা ডেমো ভিডিওগুলো দেখতে পারছেন না তারা এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন- https://www.youtube.com/watch?v=DocjG6LAh2E&list=PLwEnpvAjZSfT02X-6tOPF3rv_5GBkXQRf