এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
বেল্ট ও ওয়ালেট আধুনিক ফ্যাশনের অন্যতম অনুসঙ্গ। ভাল বেল্ট আর নান্দনিক ওয়ালেট থাকলে আর কি লাগে! ফ্যাশনে এই দুটোই বেশ ফিট। তবে বেল্ট এবং ওয়ালেট দুটোই হওয়া চাই চামড়ার। ফ্যাশনে চামড়ার অনুসঙ্গ মানেই বাড়তি কিছু। চলুন লেদারের এক্সক্লুসিভ কিছু বেল্ট ও ওয়ালেট দেখে নেই।
বেল্টঃ
বর্তমান সময়ে ফ্যাশনের অন্যতম আকর্ষণ বেল্ট। ফরমাল শার্ট, প্যান্ট ও জিন্সের সাথে রঙ বেরঙের বাহারি বেল্ট আপনার পোশাকের সৌন্দর্য্যই বদলে দিতে পারে। মূলত ঢিলেঢালা পোশাকের ফিটিংটা ঠিক করতেই বেল্ট ব্যবহার হতো, যা অনেক আগে থেকেই ফ্যাশন অনুষঙ্গে পরিণত হয়েছে। বেল্ট যদি পরা হয় মানানসইভাবে, তবে তা সাধারণ একটি পোশাকের চেহারাই পাল্টে দেবে আর আপনার ফ্যাশনে যুক্ত করবে অসাধারণ লুক।
চামড়ার বেল্টের বেশ কদর রয়েছে আমাদের দেশে। চামড়ার স্টাইলিম ও আকর্ষণীয় ডিজাইনের বেল্ট গুরো তরুণ ও বয়স্ক সবার কাছেই বেশ জনপ্রিয়। চামড়ার মোটা বা চিকন বেল্ট দুটোই এখন চলছে। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে সঠিক আকারের বেল্ট। করপোরেট পোশাকের সঙ্গে চামাড়ার এই বেল্ট গুলো বেশ মানানসই।
ওয়ালেট/মানিব্যাগঃ
আধুনিকতা আর আবহমানতার সাথে তাল মিলিয়ে হয়ত আপনি হাল ফ্যাশনের পোশাক পরেছেন আর সকলের সামনে পকেট থেকে বের করলেন একটা চামড়া উঠা, ছেড়া-ফাটা মানিব্যাগ তাহলে কিন্তু বন্ধু মহলের সামনে আপনার নাক কাঁটার উপক্রম হবে সেটি। ফ্যাশনের বারো ত বাজবেই সাথে মান ইজ্জত নিয়েও টানাটানি হতে পারে। সত্যিই মাঝেমধ্যে হলেও ব্যাপারটা নিশ্চয়ই আপনার জন্য বিব্রতকর! এজন্য আপনার চাই স্টাইলিশ মানিব্যাগ।
তাছাড়াও প্রায় প্রতিদিনই কারও না কারও মুখ থেকে ক্রেডিট কার্ড অথবা টাকা হারানোর কথা শোনা যায়! কেউবা আবার চকচকে নোটটা খালি পকেটে রেখে দুই দিনেই লেছড়া বানিয়ে ফেলেন। ওয়েলেট ছাড়া টাকা কিংবা ক্রেডিট কার্ড দীর্ঘদিন খালি পকেটে রাখলে নষ্ট তো হবেই সাথে হারিয়ে যাবারও একটা ভায় থাকবে। তাই ক্রেডিট কার্ড ও টাকার আশ্রয় নিরাপদ করতে আপনার কাছে অবশ্যই একটি নান্দনিক ওয়ালেট থাকা চাই-ই-চাই। মানি ব্যাগে টাকা, ক্রেডিটকার্ড, ভিজিটিং কার্ড সহ অন্যান্য ছোট খাট কাগজ নিরাপদ থাকবে।
চামড়ার মানিব্যাগের সুনাম বিশ্বজোড়া। দীর্ঘস্থায়ী এবং টেকসই হবার কারনে এটি সর্বাধিক ব্যবহারিত। আপনার টাকা, ক্রেডিট কার্ড ও অন্যান্য টুকিটাকি কাজগ রাখার জন্য এই মানিব্যাগ গুলো খুই কার্যকরী। চামড়ার ভাল মানের ওয়ালেট গুলোতে মূলত ক্রেডিট কার্ড রাখার জন্য দুইটি পকেট এবং টাকা রাখার জন্য আলাদা দুইটি পকেটও থাকে। বাজারে চামড়ার নামে অনেকেই ভিন্ন ওয়ালেট দিয়ে আপনাকে প্রতারিত করতে পারে। তাই দেখে শুনে বিশ্বস্থ দোকান গুলো থেকে আপনার পছন্দম ত অরিজিনাল লেদার ওয়ালেট কিনে নিন।
রাজধানী ঢাকা সহ দেশের সব গুলো মার্কেটেই ওয়ালেট কিনতে পাবেন। অনেক সময় রাস্তার ধারে কিংবা গাড়ির মধ্যেও অনেকে ফেরি করে ওয়ালেট বিক্রি করে কিন্তু সেগুলো ভালো মানের হয় না। বর্তমানে অনলাইন শপ গুলোতে অবশ্য ভালো মানের ওয়ালেট পাওয়া যায়। ঘোরাঘুরি না করে বাড়িতে বসেই অনলাইন শপ থেকে আপনার পছন্দ মত ওয়ালেট কিনে নিতে পারেন। আমি একটি অনলাইন শপিং মলের লিংক দিয়ে দিলাম। আপনি এখান থেকেও পছন্দমত ওয়ালেট কিনতে পারবেন।
সব ধরনের লেদার আইটেমের সমাহার দেখতে এখানে ক্লিক করুন।
-
-
-
কৃতজ্ঞতা স্বীকার: আমাদের চারদিকে ঘটছে অনেক কিছু। আমাদের সবার মনেই আছে অনেক কথা নানা জিজ্ঞাসা নিজস্ব মতামত। অনেক কিছু আমরা জানতে চাই আবার জানাতেও চাই। নিজের চেনা জানার বাইরেও আছে আরেকটি জগত যারা হয়ত আমাদের মতই ভাবছে চিন্তা করছে। তোমাকে তোমার নিজের মত করে প্রকাশ করার একটি নতুন জায়গা - বেশতো! চল ঘুরে আসি।
-
-
-
ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস, এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস, এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।
সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।
আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।
আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭ নাম্বারে।
আজকের ডিল ডট কম, সুমনা গনি ট্রেড সেন্টার, প্লট নং - ০২, লেভেল-০৫, পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০
https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন
আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।