এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
অফিস কিংবা বাড়িতে পানি গরম করার চিন্তা আপনাকে একেবারেই করতে হবে না! নিশ্চিন্তে এই দ্বায়িত্বটা দিয়ে দিতে পারেন ইলেকট্রিক ওয়াটার হিটারের হাতে। বাড়িতে আত্মীয়স্বজন কিংবা নিজ প্রয়োজনে ঝামেলাহীন ভাবে চা কিংবা কফি তৈরী করতে পারবেন মাত্র ৫ মিনিটে। চলুন ৫ মিনিটেই পানি গরম করে চা বানিয়ে ফেলি।
বর্তমান বাজারে ছোট বড় নানান রকম ইলেকট্রিক ওয়াটার হিটার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে দুটি ধরন— ফ্লাস্ক ও কেটলি। এছাড়াও এক ধরনের স্ট্যান্ড বা স্টিক ওয়াটার হিটার পাওয়া যায়। এই হিটারগুলোর পাত পানিতে ডুবিয়ে পানি গরম করা হয়।
ফ্লাস্ক হিটারগুলোর পানি ধারণ ক্ষমতা এক থেকে দুই লিটার এবং কেটলি হিটারগুলোর পানি ধারণ ক্ষমতা চার থেকে ১০ লিটার পর্যন্ত হয়ে থাকে। বাজারে মিয়াকো, ওয়ালটন, ফিলিপস্ নোভেনা, কমেট, বসিনি, ওশেন, প্রেস্টিজ, নোভা, ভিশন ও প্যানাসনিকসহ আরও কিছু ব্র্যান্ডের ইলেকট্রিক ওয়াটার হিটার পাওয়া যায়।
এক থেকে দুই লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন প্লাস্টিক ও স্টিলের প্রতিটি মিয়াকো ওয়াটার হিটারের মূল্য ৮শ’ থেকে ২ হাজার টাকা। প্রতিটি ওয়াল্টন ওয়াটার হিটার ৮শ’ থেকে ১ হাজার ৬শ’ ৮০ টাকা। ফিলিপস্ ১ হাজার ২শ’ থেকে ২ হাজার টাকা। নোভেনা ওয়াটার হিটার ৮শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। কমেট ওয়াটার হিটার ১ হাজার ৫শ’ টাকা। বসিনি ৯শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা। ওশেন ৮শ’ থেকে ২ হাজার টাকা। প্রেস্টিজ ১ হাজার থেকে ২ হাজার টাকা। নোভা ৮শ’ থেকে ২ হাজার টাকা। প্যানাসনিক দেড় হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।
পানি গরম করার এসব যন্ত্রের প্যাকেটের গায়ে লেখা ব্যবহার বিধি থেকে দেওয়া হল:
* খেয়াল রাখুন বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় হিটারের গায়ে যেন পানি লেগে না থাকে
* হিটারের হাতলে ধরতে অতিরিক্ত সাবধানতার জন্য শুকনা কাপড় ব্যবহার করতে পারেন।
* ওয়াটার হিটারের জন্য আলাদা বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করুন।
* সুইচ বন্ধ করে হিটারের সংযোগ বিচ্ছিন্ন করুন
* পাতের বা ধাতব স্টিকের ওয়াটার হিটারগুলো পানি ছাড়া অন্য কোন তরল পদার্থ গরম করার কাজে ব্যবহার করা যাবে না।
* পাতের ওয়াটার হিটারগুলো হাতল বাদে বাকি অংশ পানিতে ডুবিয়ে ব্যবহার করতে হয়।
বায়তুল মোকারম মার্কেট, গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, গুলশান ডিসিসি সুপার মার্কেট ১ ও ২, বসুন্ধরা সিটি শপিং মলসহ দেশের প্রায় সব ইলেকট্রনিক্সের শো-রুমে ইলেকট্রিক ওয়াটার হিটারগুলো পাবেন।
আর ঘরে বসেই ভালোমানের ওয়াটার হিটার কিনতে চাইলে ভরসা রাখুন দেশের সেরা অনলাইন শপিংমল আজকের ডিলের উপর। সবচেয়ে কম দামে ভালোমানের ওয়াটার হিটার/কেটলি আজকের ডিল থেকে অনলাইনে কিনতে এখানে ক্লিক করুন।
-
-
-
-
-
-
ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।
সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।
আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।
আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭ নাম্বারে।
আজকের ডিল ডট কম, সুমনা গনি ট্রেড সেন্টার, প্লট নং - ০২, লেভেল-০৫,পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০
https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন
আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।