আজকেরডিলে পাচ্ছেন শাওমির সেরা ৪ স্মার্টফোনের লেটেস্ট কালেকশন!

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

স্মার্টফোনের জগতে অপ্রতিদ্বন্দ্বী  ব্র্যান্ডের নাম শাওমি। সবচেয়ে সাশ্রয়ী মূল্যে লেটেস্ট টেকনোলজির স্মার্টফোন দিয়ে গ্রাহকদের মনযোগ ধরে রেখেছে শাওমি। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে হওয়ার পরেও শাওমি ফোনে বেশ আকর্ষণীয় ফিচার রয়েছে। এদের ফোনগুলোর ব্যাটারি, ক্যামেরা, সেন্সর সবকিছুর পারফরমেন্স অন্য ব্র্যান্ডের তুলনায় ভাল। শাওমির অরিজিনাল ফোন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল ব্যাপক আকারে বিশ্বখ্যাত এই ব্রান্ডের স্মার্টফোন অনলাইনে বিক্রি করছে। ঘরে বসেই অনলাইন শপিং মল আজকেরডিল থেকে শাওমির অরিজিনাল স্মার্টফোন কিনতে পারবেন। চলুন শাওমির আকর্ষণীয় ৪টি স্মার্টফোন সম্পর্কে জেনে নেই।

শাওমি রেডমি ৪এক্সঃ

শাওমি রেডমি ৪এক্স কমদামের মধ্যে উন্নত ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। বর্তমানে বাজারে বাজেট কিলার হিসেবে পরিচিত শাওমি রেডমি ৪এক্স। এই বাজেটে শাওমি রেডমি ৪এক্স এর থেকে ভালো কিছু বাজারে হয়তো হারিকেন দিয়ে খুঁজলেও পাবেন না। শাওমি রেডমি ৪এক্স এর লুকট অসাধারণ। সম্পূর্ণ বডি মেটালের আর ব্যাক পার্ট অনেকটা কার্ভ হবার কারণে আপনার হাতে খুব সহজেই ফিট হয়ে যাবে।

শাওমি রেডমি ৪এক্স এ ব্যবহার করা হয়েছে ৭২০*১২১৮ রেজুলেশনের ডিসপ্লে আর 2.5D কার্ভ গ্লাস ইউজ করা হয়েছে যার কারণে ফোন হাতে নিলেই প্রিমিয়াম ফিলিং পাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগা পিক্সেল f2.0 ব্যাক ক্যামেরা যার কারণে ঝকঝকে ছবি তুলতে আপনি সক্ষম হবেন আর ফ্রন্টে ৫মেগা পিক্সেল f2.2 ক্যামেরা যার কারণে একদম বেস্ট না পেলেও মুটামুটি ভালো কোয়ালিটির ছবি পাবেন। রেডমি ৪এক্স এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৫ যার কারণে আপনার নিত্যদিনের কাজ স্মুথভাবে সম্পন্ন করতে পারবেন। তাছাড়া সাথে আছে Octa Core 1.4ghZ প্রসেসর যা মিড-রেঞ্জের ফোনগুলার জন্য যথেষ্ট ভালো। সেটটিতে ৪১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। ঘরে বসেই এই ফোনটি অর্ডার করতে পারবেন আজকেরডিলের ওয়েবসাইটে গিয়ে।  অনলাইনে কিনতে এখানে ক্লিক করুন

শাওমি এমআই ম্যাক্স ২ঃ

শাওমি এমআই ম্যাক্স ২ ফোনটি ব্যবহারে আপনি আইফোন এর ফিলিংস পাবেন। শাওমির এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১০৮০*১৯২০। আরও রয়েছে গোরিলা গ্লাস ৪ প্রযুক্তি। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০। গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে অ্যান্ডেনো ৫১০। ইন্টারনাল স্টোরেজ হিসেবে ডিভাইসটি ৩২, ৬৪ এবং ১২৪ গিগাবাইট সংস্করণে পাওয়া যাচ্ছে।

৪ গিগাবাইট র‍্যাম রয়েছে ফোনটিতে। ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অনলাইন শপিংমল আজকেরডিলে শাওমি এমআই ম্যাক্স ২ অরিজিনাল ফোনটি পাওয়া যাচ্ছে। দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই কিনতে চাইলে এখানে ক্লিক করুন

শাওমি রেডমি নোট ৪ঃ

চলতি বছরের শুরুর দিকে বাজারে আসে শাওমি রেডমি নোট ৪। কম দামে ভালো কনফিগারেশন থাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে সেটটি। ফোনটির সামনে ডিসপ্লের ওপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা এবং অডিও জ্যাক পোর্ট। ডান পাশে পাওয়ার ও ভলিউম কমানো-বাড়ানোর বাটন। বাম পাশে আছে সিম ও মেমরি কার্ড স্লট। নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট। মেটাল বডির ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিচের দিকে।

ফোনটিতে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রেজল্যুশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল। ২.০ গিগাহার্জ অক্টাকোর কোয়ালকম এমএসএম৮৯৫৩ স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে ফোনটিতে। আছে ৩ এবং ৪ গিগাবাইট র‌্যামের দুটি ভিন্ন সংস্করণ। তথ্য ধারণের জন্যও দুই ধরনের মেমরি—৩২ এবং ৬৪ গিগাবাইটের। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ৬.০। আছে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং এফএম সুবিধা। পেছনের মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিটি চার হাজার ১০০ মিলি-অ্যাম্পিয়ারের। পূর্ণ চার্জে এক দিন পুরো চলবে। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও কিনতে এখানে ক্লিক করুন

শাওমি এমআই ম্যাক্সঃ

শাওমির বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন এমআই ম্যাক্স। এই ফোনটিতে রয়েছে বিশাল ৬.৪৪ ইঞ্চি স্ক্রিন ও ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। ডিসপ্লেতে গরিলা গ্লাস ৪ প্রটেকশন, মাল্টিটাচ ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড মার্সম্যালো ৬.০ ওএস, এমআইইউআই ৮। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০/৬৫২ প্রসেসর।

ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা-ফ্ল্যাশ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট (হাইব্রিড/শেয়ারড সিম স্লট)। ফোনটি দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল থেকে কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে। সাথে কিস্তিতে কেনার সুবিধাও রয়েছে। ফোনটি দেখতে ও কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সাশ্রয়ী দামে বৈচিত্র্যময় ডিজাইনের শাওমি স্মার্টফোন দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই সহজে পেতে পারেন আজকেরডিলের ওয়েবসাইটে। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলে নতুন নতুন স্মার্টফোনের হিউজ কালেকশন রয়েছে। সেই সাথে সারাদেশে দ্রুত ডেলিভারী তো থাকছেই। রয়েছে কিস্তিতে ফোন কেনার ব্যবস্থা। তাহলে আর দেরি কেন? নতুন মডেলের সব স্মার্টফোন কিনতে এখনি এখানে ক্লিক করুন

কৃতজ্ঞতা স্বীকার: আমাদের চারদিকে ঘটছে অনেক কিছু। আমাদের সবার মনেই আছে অনেক কথা নানা জিজ্ঞাসা নিজস্ব মতামত। অনেক কিছু আমরা জানতে চাই আবার জানাতেও চাই। নিজের চেনা জানার বাইরেও আছে আরেকটি জগত যারা হয়ত আমাদের মতই ভাবছে চিন্তা করছে। তোমাকে তোমার নিজের মত করে প্রকাশ করার একটি নতুন জায়গা - বেশতো ! চল ঘুরে আসি।

-
-
-

কেন আজকের ডিল ?

ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।

ঘরে বসে অর্ডার দিন, পণ্য বুঝে মূল্য দিন !!

  • Cash on Delivery (Free for Maximum Deals) :ঘরে বসেই পেয়ে যাবেন আপনার ক্রয় করা পণ্যটি আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
  • Lowest Price in Market :আজকের ডিলের মূল উদ্দশ্যই সুলভ মূল্য আর বাজারের মূল থেকেও কম দামে পণ্য আর সার্ভিস আপনাকে পৌঁছে দেওয়া।
  • Online Payment Facility :আপনি আপনার ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এমন কী বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করে ডিল ক্রয় করতে পারবেন।
  • Delivery within shortest period of time :আজকের ডিল টিম, যথা সম্ভব কম আর দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পণ্য পৌঁছিয়ে দিবে।

24 ঘণ্টা 7 দিন এখন পণ্য কিনুন আজকের ডিল থেকেঃ

সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।

পরিশোধ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই ? আজকের ডিলে পাচ্ছেন সব ধরনের পেমেন্ট সুবিধা।

আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।

সরাসরি ফোনে অর্ডার করে পণ্য ক্রয় করতে পারেন আজকের ডিল থেকে

আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য  কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭  নাম্বারে।

আজকের ডিল কাস্টমার কেয়ার বিভাগঃ

আজকের ডিল ডট কমসুমনা গনি ট্রেড সেন্টারপ্লট নং - ০২লেভেল-০৫,পান্থপথকাওরান বাজারঢাকা-১২১৫।

এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ ০১৮৩৩৩২৮৪৯৪০১৮৪৭০২৭৫১৩০১৭৫৫৫৮২৫৭০

নতুন নতুন অফার আর আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে চোখ রাখুন আজকের ডিল এর ফেসবুক পেজে।

https://www.facebook.com/ajkercrazydeal/

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন

আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!

 "দেশের সবচেয়ে বড় অনালাইন শপিং মল আজকের ডিল ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ"

 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস