এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
শরতের শেষে মাঠে মাঠে কাশফুলের উল্লসিত হাসি। সেই উল্লাস এখন কাশফুলের মাঠ থেকে সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আর ক’দিন পরই দুর্গতিনাশিনী দেবী দূর্গা বহন করে নিয়ে আসবে পূজার আনন্দ বার্তা। পূজার আনন্দে মেতে উঠতে তাই তো সবাই নতুন পোশাকে জড়িয়ে নেবে নিজেকে। সেই পোশাক নির্বাচন নিয়ে মেয়েরাই বিশেষ করে বেশি উদ্বিগ্ন থাকে। কোন শাড়িটা তাকে বেশি মানাবে, কোন ব্লাউজটা শাড়ির সাথে মানানসই হবে, সর্বোপরি কীভাবে নিজেকে আরো মোহনীয় রূপে উপস্থাপন করা যায় তারই জোর প্রয়াস চলে সনাতন ধর্মাবলম্বী প্রতিটি নারীর মধ্যে।
বাঙালি নারীর সাজে শাড়ির আবেদন বহুকালের। তাই পূজাতেও নারীর পোশাকে শাড়ির প্রাধান্য সবচেয়ে বেশি। দেশি-বিদেশি সকল ফ্যাশন হাউসগুলো এসময় নানা ডিজাইনের শাড়ি তৈরিতেই ব্যস্ত সময় পার করে। এবারের দূর্গা পূজাকে কেন্দ্র করে বাহারি রঙের শাড়ির আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা।
পূজাতে দেশিয় শাড়ির চাহিদা থাকে সবচেয়ে বেশি। সুতি, কাতান, বেনারশির সঙ্গে এবার চল উঠেছে সিল্কের। পিওর সিল্ক, তসর সিল্কের শাড়ির বাহার দেখতে পাওয়া যাচ্ছে দেশি ও পার্শ্ববর্তী দেশগুলোর ফ্যাশনেও। এ সময় পূজার কাজে যেহেতু মেয়েদের ব্যস্ত থাকতে হয়, তাই আরামদায়ক শাড়ি পরাই উচিৎ।
বাংলা এক প্যাঁচের সাদা ও লাল পাড়ের শাড়ি পূজায় মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ। যদিও এখন লাল সাদার চাইতে অফ হোয়াইট, হালকা গোল্ডেন জমিনের শাড়ির সঙ্গে হলুদ, কমলা, সবুজ, গোলাপি বা উজ্জ্বল রঙের পাড় লাগানো শাড়ির ফ্যাশন চলছে। এর সঙ্গে থাকতে পারে হালকা আল্পনা আঁকা, তবে পূজাতে চুমকি পুতির ভারী কাজের শাড়ি পরিহার করা হয়।
শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতি শাড়ির সঙ্গে সুতি কাপড়ের কোয়ার্টার হাতা বা স্টাইলিশ ঘটি হাতার ব্লাউজ পরতে পারেন। সিল্ক ও তসর সিল্ক শাড়ির সঙ্গে পরতে পারেন গোল্ডেন কালার বা কাতান ডিজাইনের ব্লাউজ। তরুণীরা নতুন স্টাইলের ব্যাক লেস ব্লাউজের সঙ্গে কোয়ার্টার বা ফুল হাতার ব্লাউজ বানিয়ে নিতে পারেন। পূজায় দেশীয় আমেজের প্রাধান্য থাকে বেশি। তাই পূজার দিনগুলোতে নিজেকে সাজিয়ে তুলুন দেশীয় আমেজে।
উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। আর তাই দেবী দূর্গাকে বরণ করে নিতে বাঙালি ঘরের প্রতিটি মেয়েই নিজেকে শরৎ রাণীর বেশে সাজাতে মরিয়া। সেই সাজে সবার সঙ্গী হতে চায় দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল। আজকেরডিলে পূজা উপলক্ষ্যে অসংখ্য শাড়ির কালেকশন রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী পূজার শাড়ি কিনতে এখানে ক্লিক করুন।
-
-
-
-
-
-
ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।
সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।
আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।
আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭ নাম্বারে।
আজকের ডিল ডট কম, সুমনা গনি ট্রেড সেন্টার, প্লট নং - ০২, লেভেল-০৫,পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০
https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন
আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।