এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'SAIC Group'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গতি রাখা ও আধুনিক সভ্যতায় টেলিকমিউনিকেশনের অবদানের জন্যই বিশ্ব এখন হাতের মুঠোয়। টেলিকমিউনিকেশন মূলত Signal Transmit and Receive| Antonic Mencci, Alexander Graham Bell, Guglielmo, Marconi, John Ligia Boird এদের হাত ধরেই Telecommunication - এর সূচনা হয়ে বর্তমান অবস্থায় এসেছে।
বর্তমান দেশীয় প্রেক্ষাপটে সবচেয়ে সম্প্রসারণশীল ক্ষেত্র হচ্ছে Telecommunication Sector, ২০০৬ সালের হিসাব অনুযায়ী Telecommunication Sector - এর অবস্থান সামগ্রিক অর্থনীতির প্রায় ৩%। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে জড়িত। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে এই Sector - এর পরিধি এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে সেই অনুপাতে দক্ষ ইঞ্জিনিয়ারের সংখ্যা খুবই অপ্রতুল। তাই Telecommunication ইঞ্জিনিয়ারদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত এবং উজ্জ্বল ভবিষ্যত।
বর্তমানে বাংলাদেশে টেলিকমিউনিকেশন সেক্টরে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। Telecommunication এর ফলে ইঞ্জিনিয়ারদের নতুন নতুন কাজের সুযোগ রয়েছে। মোবাইল কোম্পানীগুলো যেমন - গ্রামীণফোন, একটেল, সিটিসেল, বাংলালিংক এবং সরকারি-বেসরকারি ল্যান্ডফোন কোম্পানিসমূহ যেমন - বিটিটিবি, বিটিআরসি, ঢাকা ফোন এসব প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে।
বাংলাদেশ টিভি স্টেশন বেসরকারি টিভি চ্যানেল যেমন: ATN Bangla, Channel I, ETV, NTV প্রভৃতি চ্যানেলসমূহে সহকারী প্রকৌশলী পদে অসংখ্য চাকরির সুযোগ রয়েছে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাডার স্টেশন ও টেলিভিশন-এর টেলিগ্রাম বোর্ড উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে।
সরকারি-বেসরকারি সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, এস.এস.সি ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর NBTT ও বুয়েটের ল্যাবে communication কাজ করার পর্যাপ্ত পদ রয়েছে।
Aircraft Maintenance Engineering (AME) হচ্ছে কোন আকাশযানের উড্ডয়ন পূর্বে সকল ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, মেরামত সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক জ্ঞান। বিমান তৈরী, মেরামত, পর্যবেক্ষণ এবং এ সম্বন্ধীয় যাবতীয় ডিজাইন এ বিষয়ের অন্তর্ভূক্ত। একজন AME ইঞ্জিনিয়ার হচ্ছেন লাইসেন্সপ্রাপ্ত একজন ব্যক্তি যিনি বিমানের জাতীয় ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে থাকেন। একমাত্র Aircraft Maintenance Engineer বিমান উড্ডয়নের পূর্বে বিমানের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল সিস্টেমগুলো ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করার পর বিমানকে আকাশে উড়ার অনুমতি দিয়ে থাকেন।
এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স বর্তমান বিশ্বে খুব অত্যাধুনিক গতিশীল ও যুগোপযোগী টেকনোলজী। ইঞ্জিনিয়ারিং এর এই শাখায় আকাশপথ এবং স্যাটেলাইট নিয়ে ডিজাইন, ডেভেলপমেন্ট ও রিসার্স করা হয়। বিমান নির্মাণ ও ডিজাইন করে এইরূপ প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ রয়েছে।
সরকারি বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স-এ এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারদের জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে। সার্ভিস ইঞ্জিনিয়ার ও এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার হিসেবে দেশে বিদেশে কাজের অপার সুযোগ রয়েছে।
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া, বাসস্ট্যান্ড, পূর্বালী ব্যাংক সংলগ্ন, মিরপুর, ঢাকা।
হটলাইন: ০১৯৩৬০০৫৮১৬
http://www.facebook.com/SIMT.Engineering
মাটিডালি, বিমান মোড়(দ্বিতীয় বাইপাস রোড), বগুড়া
হটলাইন: ০১৭৯৩০৩১৩৬৪
http://www.facebook.com/saicgroupbogra
আইডিয়াল টাওয়ার, মির্জাপুর, সুইহারি, দিনাজপুর।
হটলাইন:০১৯৩৬০০২৮৩৬
http://www.facebook.com/anowara.polytechnic
৪২/৪, বাউন্ডারী রোড, (প্রানী হাসপাতালের বিপরীতে), ময়মনসিংহ
হটলাইন: ০১৯৩৬০০৫৮৮৮
http://www.facebook.com/rumdo.polytechnic
নিউ কলেজ রোড(শফিমিয়ার বাজার সংলগ্ন), জামালপুর।
হটলাইন: ০১৯৩৬০০৫৮৮১
http://www.facebook.com/jashimuddin.polytechnic
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'SAIC Group'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি সাইক গ্রুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সাইক পলিটেকনিকেল এ ভর্তি হওয়ার মত ভুল কেও করবেন না। ভর্তির আগে একরকম আর ভর্তির পর দেখবেন সব কিছু আরেক রকম। আমি এই প্রতিষ্ঠান থেকে পড়েছি। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর কিছুইনা।
টাকা দিতে দিতে ফকির হবেন। স্টুডেন্ট অনেক থাকে তাই ক্লাস গুলা ভালমত করা যাইনা। অন্যান্য পলিটেকনিকেল-এ যেসব আলাদা কিছু সুযোগ-সুবিদা থাকে এবং টিচার-স্টুডেন্ট যে সম্পর্ক থাকে তার কোনটা এইটাতে নাই।
দুর্বল স্টুডেন্টদের জন্য মোটেও সুবিদার হবেনা। তারপরও কেও ভর্তি হতে চাইলে একটু যাচাই করে নিবেন