SSC উত্তীর্ণ শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং [পর্ব-০৫] :: মেরিন ও শিপবিল্ডিং টেকনোলজি

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'SAIC Group'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Department of  Marine Engineering

মেরিন ইঞ্জিনিয়ারিং কি?

মেরিন ইঞ্জিনিয়ারিং challenging এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি পেশা। এই পেশাতে জাহাজের ইঞ্জিনিয়ার হিসেবে অল্প সময়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারে। এই কোর্সটি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, থার্মাল এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর সমন্বিত রূপ বলে একে ’ইন্ট্রিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং’ বলা হয়। একজন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারের একই সঙ্গে জল ও স্থল দুটি সেক্টরেই কর্মদক্ষতার সুযোগ রয়েছে। বর্তমান উন্নত বিশ্বে মেরিন ইঞ্জিনিয়ার পদবীকে একটি সম্মানজক পদ হিসেবে অভিহিত করা হয়। একজন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার সল্পসময়ে নিজেকে প্রতিষ্ঠিত নাবিক হিসেবে গড়ে তুলতে পারে।

মেরিন টেকনোলজিতে পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহ:

১. লেদ শপ,

২. CNC ল্যাব,

৩. ইঞ্জিন ওভার হোলিং ল্যাব

কর্মক্ষেত্রঃ

মেরিন ইঞ্জিনিয়ারিং এমন একটি টেকনোলজি যেখানে Power plant পরিচালনা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়, সামুদ্রিক জাহাজ, ডক এবং স্থলভিত্তিক Engine Installation and Maintenance সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়। একজন মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিজেকে যেসকল কর্মক্ষেত্রে জড়িত করতে পারে সেগুলো হচ্ছে পাওয়ার প্লান্ট, ডিজেল ও গ্যাস ইঞ্জিন অপারেশন ও মেইনটেন্যান্স, বিভিন্ন সরকারী বেসরকারী জাহাজের ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ইঞ্জিন মেনুফেকচারিং কোম্পানি গুলোতে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করতে পারে।

Department of Shipbuilding Engineering

শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কি ?

শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং নৌস্থাপত্য ও নৌ প্রকৌশল বিষয়ের উপর ভিত্তি করে গঠিত। এই বিষয়ে লেখা পড়া করে সাধারণত জলযান তৈরির নকশা, নির্মান কৌশল, মেরামত, পর্যবেক্ষণ প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করা যায়। এছাড়াও বিভিন্ন স্টিল ব্রীজ নির্মাণ, স্টিল স্ট্রাক্চার, পাওয়ার প্লান্ট তৈরি প্রভৃতি শিপ বিল্ডিং ইঞ্জিনিয়াররা করে থাকেন। তাই বর্তমানে শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের একটি অন্যতম প্রসিদ্ধ বিজ্ঞানভিত্তিক জ্ঞান হিসেবে পরিচিতি লাভ করেছে।

শিপবিল্ডিং টেকনোলজিতে পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহ:

১. শিট মেটাল

২. ড্রয়িং ল্যাব

৩. কম্পিউটার ল্যাব

৪. লেদ ও ওয়েল্ডিং ল্যাব

কর্মক্ষেত্রঃ

  • শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার যেকোন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান যেমন- শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ড্রাইডক ইত্যাদিতে সরাসরি প্রকৌশলী হিসেবে কাজ করতে পারে।
  • বিভিন্ন গ্যাস ক্ষেত্র, পাওয়ার প্লান্ট, স্টিল স্ট্রাকচার নির্মাণকারী প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে।
  • বাংলাদেশ সহ পৃথিবীর যে কোন দেশের শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ড্রাইডক, ডিজাইন ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম ইত্যাদিতে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। ইতোমধ্যে আমাদের দেশের প্রায় ৫০০০০০ ইঞ্জিনিয়ার পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজ নির্মাণ কারখানায় কাজ করছে।
  • শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ নৌবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের সুযোগ রয়েছে।
  • সরকারি ক্ষেত্রগুলোতেও (I.W.T.C, B.I.W.T.A, চিটাগং ড্রাই ডক লিঃ) রয়েছে অপার সুযোগ।

Shipbuilding Technology-  ক্ষেত্রে উচ্চ শিক্ষাঃ

  • B.Sc in Mechanical Engineering (Bangladesh)
  • B.Sc in Electronics and Electrical Engineering (Bangladesh)
  • B.Sc in Aerospace Engineering (Abroad)
  • B.Sc in Avionics Engineering (Abroad)
  • B.Sc in Marine Engineering (Abroad)
  • B.Sc in Shipbuilding Engineering (Abroad)

কোথায় পড়বেন?

  • ঢাকা ক্যাম্পাস  

৯৬৫, পূর্ব শেওড়াপাড়া, বাসস্ট্যান্ড, পূর্বালী ব্যাংক সংলগ্ন, মিরপুর, ঢাকা।

হটলাইন: ০১৯৩৬০০৫৮১৬

http://www.simt.edu.bd

http://www.facebook.com/SIMT.Engineering

  • বগুড়া ক্যাম্পাস

মাটিডালি, বিমান মোড়(দ্বিতীয় বাইপাস রোড), বগুড়া

হটলাইন: ০১৭৯৩০৩১৩৬৪

http://www.saic.edu.bd

http://www.facebook.com/saicgroupbogra

  • দিনাজপুর ক্যাম্পাস

আইডিয়াল টাওয়ার, মির্জাপুর, সুইহারি, দিনাজপুর।

হটলাইন:০১৯৩৬০০২৮৩৬

http://www.anowara.edu.bd

http://www.facebook.com/anowara.polytechnic

  • ময়মনসিংহ ক্যাম্পাস

৪২/৪, বাউন্ডারী রোড, (প্রানী হাসপাতালের বিপরীতে), ময়মনসিংহ

হটলাইন:  ০১৯৩৬০০৫৮৮৮

http://www.rumdo.edu.bd

http://www.facebook.com/rumdo.polytechnic

  • জামালপুর ক্যাম্পাস

নিউ কলেজ রোড(শফিমিয়ার বাজার সংলগ্ন), জামালপুর।

হটলাইন: ০১৯৩৬০০৫৮৮১

http://www.jashimuddin.edu.bd

http://www.facebook.com/jashimuddin.polytechnic

 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'SAIC Group'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি সাইক গ্রুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে।
প্রথম দুইদিনেই মাশা আল্লাহ প্রায় ১০০+ মানুষ এড পোস্ট করেছেন।
আপনিও ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd