ফ্রীল্যান্সিং নিয়ে অাজ হয়ে যাক কিছু কথা !!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

ফ্রীল্যান্সিং নিয়ে আমরা অনেকেই অনেক কথা শুনি বা জানি। কিন্তু কিভাবে, কোথায়, কেন, ওকে তাহলে করি, এইতো করব -এইগুলা  করতে করতে সত্যিকার অর্থে এই পেশায় আর নিজেকে নিয়ে আসা সম্ভব হয় না।

শুনতে অবাক লাগলেও এটা আমাদের দেশের অতি সাধারন ব্যাপার যে, আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় চায়ের দোকানে, ভার্সিটির ক্যাম্পাসে, সিনেমা দেখে বা ঘুরে ব্যয় করে ফেলি, অথচ নিজের ক্যারিয়ার নিয়ে সময় দিতে খুব কষ্ট লাগে!

এই জন্যই হয়ত, আজকের মত ডিজিটাল বিল্পবের সময়ও আমাদের দেশের বস্তা ভর্তি শিক্ষিত বেকারদের বসবাস।

কিন্তু এর জন্য কি শুধু আমাদের সমাজই দায়ী? নাকি আমরা নিজেরাও?

অবশ্যই, এর দায়ভার আমাদের প্রত্যেকেরই কম বেশী রয়েছে।

তবে, একনিষ্ঠতার সাথে চেস্টা করলে সফলতার শুরুটা অর্জন করতে খুব বেশী সময় লাগে না। আমাদের পরিচিত এমন অনেকেই আছে যারা, মাত্র কয়েক মাসেই পাল্টে দিয়েছে নিজের জীবন। খুজলে আপনিও এমন অনেককেই পেয়ে যাবেন হয়ত আপনার আশেপাশেই!

তবে, এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং একদম পিন পয়েন্ট টার্গেট, শুধু আজ নয় কাল, এমন চিন্তা করলে কোন দিনই আর কিচ্ছু হবে না। যা করার এখনই করতে হবে।

কিভাবে টার্গেট নির্ধারণ এবং পূরণ করবেন?

যে কোন কাজের টার্গেট নেয়ার সেরা উপায় হচ্ছে একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দেয়া- যেমন এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে এটা করবোই। এই রকম ডেডলাইন যুক্ত টার্গেট গুলো থাকলে সেটি পূরণ করা সহজ হয় এবং টার্গেট কতটা পূরণ হল সেটা প্রতিনিয়ত যাচাই করা যায়।

এবার টার্গেট নিন ৩ মাসের- এখন থেকে কুরবানির ঈদের আগ পর্যন্ত

হ্যা, যারা এখনো শুরু করি করি করেও ফ্রীল্যান্সিং এ নিজের প্রথম কাজটি করতে পারেন নি, তারা এবার উঠেপরে লাগুন। সামনেই রোজা, পুরো ১ মাস, এর পরে ঈদ, এর প্রায় ২.৫ মাস পরে কুরবানী।

বিভিন্ন ঝামেলায় অতিরিক্ত সময় বাদ দেয়ার পরেও হাতে কমপক্ষে ৩ মাস সময় আছে এখন থেকে।

যদি করতে পারেন, তাহলে এই ৩ মাসই যথেষ্ট 🙂

এই ৩ মাসই হবে আপনার জীবনের গোল্ডেন অপারচুনিটি

হ্যা, যদি কাজে লাগাতে পারেন তাহলে আগামী কুরবানীর ঈদের আগেই আপনার পকেটে ঢুকতে পারে আপনার নিজের ইনকামের টাকা। বিশ্বাস করুন আর নাই করুন, সত্যিই সম্ভব।

কি করতে হবে এর জন্য? সঠিক গাইডলাইন কোথায় পাব?

আমরা জানি, ধান্দাবাজদের ভীড়ে বিশ্বস্ত কোর্স এবং গাইড খুজে পাওয়া অনেক কঠিন। এর জন্য রকমারি দিচ্ছে আপনাকে সেরা সল্যুশন।

আমাদের অন্যতম বেস্ট সেলার পাবলিশার "আইটি বাড়ি" ইতিমধ্যেই পাবলিশ করেছে- "ওয়েব গুরু" নামের বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স। যেখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। থাকছে কাজ শেখার পরে কিভাবে ক্যারিয়ার গড়বেন, কিভাবে এবং কোথায় কাজ পাবেন তার বিভিন্ন টিপস ও ট্রিক।

শুধু তাই নয় সময় ধরে সফলতার জন্য থাকছে ওয়ার্ক রুটিন!!

এর পাশাপাশি কোন জায়গায় বুঝতে সমস্যা হলে বা কোন সাজেশনের জন্য থাকছে ফেসবুক সিক্রেট গ্রুপ এবং ইমেইলের মাধ্যমে অ্যাডমিন এর কাছ থেকেই হেল্প এর ব্যবস্থা।

উল্লেখ্য, এই কোর্স গুলো এতটাই জনপ্রিয় যা আমাদের রকমারি.কমের লক্ষাধিক বইয়ের ভীড়ের মধ্যেও প্রায়শই সেরা দশের তালিকায় চলে আসে।

এছাড়াও, আইটি বাড়ির টিউটোরিয়াল গুলো শুধু ধোয়াশার উপর বিক্রি হয় না, তারা তাদের কোর্স এর অনেকটুকু অংশ ফ্রীতে দেখিয়ে তারপর কোর্স বিক্রি করে এবং সাপোর্টও প্রোভাইড করে থাকে।

কি কি থাকবে এই কোর্সে?

এটি মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট + অনলাইনে আয় গাইডলাইন এর উপর ভিডিও টিউটোরিয়ালভিত্তিক কোর্স

এখানে রয়েছে ২৭৫টি+ লেসন যার পূর্ণাঙ্গ ডিউরেশন ৩৫ ঘণ্টা+ (একই বক্সে মোট ৪ টি ডিভিডি)

এখানে থাকবে-

  • HTML 4, HTML 5
  • CSS 3
  • JavaScript+jQuery (প্র্যাক্টিক্যাল ব্যবহারপ্রণালী)
  • PSD to HTML
  • Responsive Web Design
  • Basic PHP
  • WordPress Theme Development

ভিডিওগুলোতে হাতে ধরে খুটিনাটি বুঝিয়ে বুঝিয়ে কোড লিখার মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়াও একদম শূন্য থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এ পূর্ণাঙ্গ ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে দেখানো আছে। ফলে যে কেউ এমনকি যারা আজকে প্রথম ওয়েব ডিজাইনের নাম শুনলেন তাদের পক্ষেও এটি শেখা সম্ভব।

শিখে কি লাভ হবে?

ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে বর্তমান সময়ে ফ্রীল্যান্সিং জগতের সবচাইতে হট ট্রেন্ড। তেমন কোন ইনভেস্টমেন্ট ছাড়াই কাজ শিখে কাজ করার সুযোগ রয়েছে এখানে।

ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে শুধুমাত্র ইন্টারনেটেই নয়, বরং আমাদের দেশের লোকাল কাজগুলো এমনকি দেশীয় ফার্মেও চাকরির সুযোগ রয়েছে।

কোর্সটি সংগ্রহ করে সত্যিই কাজ করতে পারবো তার গ্যারান্টি কি?

আমাদের কাছে সবচাইতে বেশী যে সকল প্রশ্ন আসে তার মধ্যে এটি একটি। আসলে উত্তরে আমি আপনাকে জিজ্ঞেস করি- আপনি যে বছরের পরে বছর পড়াশুনা করে চলেছেন, কোন গ্যারান্টি আছে কি, এই পড়াশুনা আপনাকে কিছু রিটার্ন করবে? আরেকবার ভাবুন তো 💡

উত্তরটা সহজ, গ্যারান্টি আসলে কোন কিছুরই নেই। আপনার গ্যারান্টি হচ্ছেন আপনি নিজে। জ্ঞান অর্জন তখনই স্বার্থক যখন আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন, অন্যথায় নয়।

আমরা এখানে কোর্স তৈরি করেছি যথেষ্ট ডেডিকেশনের সাথে। কোয়ালিটি যাচাই করার জন্য ১ বা ২ টি নয়, পুরো ২০ টি, তাও আবার সিরিয়াল অনুযায়ী দিয়েছি (নিচেই পাবেন), যাতে করে আপনি বুঝতে পারেন, যে কোর্সটি আপনি একটু পরে অর্ডার করবেন সেটি দেখে সত্যিই উপকৃত হবেন কিনা।

সত্যি বলতে, আপনার গ্যারান্টি শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ দিতে পারবে না। টিউটোরিয়ালে বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে সিরিয়ালি পার্ট বাই পার্ট দেখানো আছে, বাংলা ভাষা বুঝলে আপনিও সেগুলো বুঝবেন।

কিন্তু বোঝাই শেষ কথা নয়। সাথে থাকতে হবে প্রচুর ধৈর্য্য আর পরিশ্রম করার সাহস।

এখানে সফলতার গাইডলাইন আমরা দিয়েছি, এগুলো ফলো এবং পরিশ্রম করার দায়িত্ব সম্পূর্ণই আপনার।

আমরা বিক্রির পরে নয়, বরং আগেই বলছি, পরিশ্রম করার মানসিকতা না থাকলে এই কোর্সটি কিনবেন না, বিন্দুমাত্র লাভ হবে না।

একটু ভেবে দেখুন, একই ক্লাসে একই বই পড়ার পরেও কেউ A+ পায়, আবার কেউ ফেল করে। তো, দোষটা কিন্তু বইয়ের না, দোষটা ওই ছাত্রের। বুদ্ধিমানের জন্য এটাই যথেষ্ট 🙂

আরে ধুররর..! আমাদের কথা বাদ দিন, পুরো ২০ টি ভিডিও দেখে আপনি নিজেই যাচাই করুন কোর্সের কোয়ালিটি 🙂

কোর্সের মূল্যঃ (পুরো ৩৪% ডিসকাউন্ট)

পুরো ৩৪% ডিসকাউন্টে এই পুরো ৩৫ ঘণ্টার কোর্স পাচ্ছেন মাত্র ৯৯০ টাকায়! এ সুযোগ কতদিন থাকবে বলা যায় না। কাজেই এখনই অর্ডার করুন

এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না!

এটা আপনার জীবন। নিজ জীবনের সিদ্ধান্ত আপনাকে নিজেকেই নিতে হবে। সুযোগ বার বার আসে, কিন্তু বেশীবার না 😆

কাজেই হতাশায় আর সিদ্ধান্তহীনতায় না ভুগে এখনই সিদ্ধান্ত নিন। একটি সঠিক সিদ্ধান্তেই পাল্টে যায় জীবন।

ওকে সিদ্ধান্ত নিলাম, কিন্তু অর্ডার করবো কিভাবে?

খুবই সিম্পল। এই লিঙ্কে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

এই কোর্স সম্পর্কে আরো জানতে চান?

আপনাকে স্বাগতম 🙂 আপনি ফেসবুকে অ্যাডমিনকে সরাসরি প্রশ্ন করুন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি রকমারি ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…