এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
‘নাম দিয়ে যায় চেনা’ এমন আদিম তত্ত্বে অন্তত লেখক সাহিত্যিকরা বিশ্বাস করেন না। কেননা তাদের একমাত্র পরিচয় বই। এক্ষেত্রে ছন্দটি হতে পারত ‘বই দিয়ে যায় চেনা’ টাইপ কিছু। যাই হোক নামের প্রসঙ্গে বলতে গেলে বহু প্রথিতযশা লেখক আছেন যারা জুটি বেঁধে গেছেন নামের মিতা হয়ে। অর্থাৎ একই নামে ভিন্ন লেখক।
প্রথমেই আসা যাক আমাদের ওপার বাংলার দুই লেখক বুদ্ধদেব গুহ এবং বুদ্ধদেব বসুর কথায়। দুজনেই বাঙালি। বুদ্ধদেব গুহ মূলত বন, অরণ্য আর প্রকৃতি বিষয়ক লেখার জন্য বিখ্যাত। বিচিত্র চিন্তা ও অভিজ্ঞতার প্রমাণ পাওয়া যায় তার লেখায়। সম্ভবত তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস ‘মাধুকরী’ । একটু বিতর্কিতও বটে। যেখানে তিনি বলেছেন নতুন ধর্মের দিন সমাসন্ন। যে ধর্মে নারী-পুরুষ পাবে সমান মর্যাদা ও স্বাধীনতা। এছাড়াও সবিনয় নিবেদন, হলুদ বসন্ত, শালডুংরি তার উল্লেখযোগ্য উপন্যাস।
আরেকজন খ্যাতনামা বাঙ্গালি সাহিত্যিক বুদ্ধদেব বসু । অভিনব লিখনভঙ্গীতে লেখা নিয়ে রীতিমত এক্সপেরিমেন্ট করেছেন তিনি। তার সেই ভিন্ন ধারার এক্সপেরিমেন্টের ফলস্বরূপ সৃষ্টি করেছিলেন সাড়া ও তিথিডোর এর মত উপন্যাস। যেখানে নেই প্রতিরূপ প্রেম কাহিনী। বরং ভালোলাগে স্বাতী ও সত্যেনের আলাদা রোমান্টিকতা। আর গভীর যন্ত্রনা হয় রাজেনবাবুর নিস্বঙ্গ একাকীত্বকে ঘিরে। এছাড়া তার চমৎকার উপন্যাসের আয়ত্তে আছে ‘রাত ভর বৃষ্টি’, ‘রুকমি’ ও আরও অনেক কিছু। ফরাসি ভাষার কবি শার্ল বোদলেয়ার এর কবিতা অনুবাদ করে আধুনিক বাংলা কবিতার গতিপথই কিছু পালটে দিয়েছিলেন বসু পদবীর বুদ্ধদেব ।
এদিকে লেখক সমরেশ বসু মিতালী করেছেন একজন লেখকের সাথে। এই একজন সমরেশ যে কে তা কারো অজানা নেই। হ্যা তিনি আমাদের প্রিয় লেখক সমরেশ মজুমদার । তবে আপাতত তার কথা তোলা থাকুক। এগিয়ে যাই কালকূট ছদ্মনামের সমরেশ বসুকে নিয়ে। একসময় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। জীবনের প্রথম উপন্যাস ‘উত্তরঙ্গ’ লিখেছিলেন জেলখানায় বসে। আর সে কারণেই হয়তো রাজনীতি এবং শ্রমজীবী মানুষের কথা তার লেখায় ফুটে উঠেছে। ‘প্রজাপতি’ উপন্যাস অশ্লীলতার দায়ে আদালতের রায়ে ১৮ বছর নিষিদ্ধ ছিল। এই ১৮ বছর ধরে আইনি লড়াই চলিয়ে নিজের লেখা বইকে মুক্ত করে এনেছেন সমরেশ বসু।
অন্ধকারের মধ্যে বিদ্রোহের আভাস ‘দীপাবলি’ । যাকে মনে ধারণ করে শত শত নারী অনুপ্রাণিত হয়েছে। এমনই এক চরিত্রের সৃষ্টি করেছিলেন ঔপন্যাসিক সমরেশ মজুমদার তার ‘সাতকাহন’ বইটিতে। লেখকের আরেকটি অসাধারণ রচনা তিন খন্ডের বৃহদাকার উপন্যাসের সিরিজ। উত্তরাধিকার, কালবেলা , কালপুরুষ এই তিন খন্ডের পর অবশ্য চতুর্থ খন্ড মৌষলকাল প্রকাশিত হয়েছে সম্প্রতি। তবে প্রথম তিন খন্ডের আবেদন চিরন্তন।
কতিপয় মানুষের ধারণা এমন নামের সাদৃশ্যে হয়তো পাঠক গুলিয়ে ফেলতে পারে তার প্রিয় লেখককে। কিন্তু পাঠকের অনুভূতি এতো ঠুনকো নয়। আবার সেই একই কথা। লেখকের আসল পরিচয় তার বই। আর যে বই একবার মন ছুঁয়ে গেছে পাঠক তার সেই প্রিয় লেখককে ঠিক খুঁজে নেয়। এখানে থাকে ঘোর লাগা বইয়ের নেশা। নাম তো কেবল অজুহাত...
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...
ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…