চলছে” বেসিস সফটএক্সপো ২০১৭”, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় এই আয়োজনে আপনি আসছেন তো?

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Magnito Digital Ltd.'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!
আর এতে অন্যতম ভূমিকা রাখছে বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপাররা। তাদেরকে উদ্বুদ্ধ করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০১৭

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করছে।

এবার নিয়ে ১১তম বারের মতো মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

আগের যেকোনো সফটএক্সপো থেকে এবারের মেলা অনেক বিস্তৃত পরিসরে হবে। এবারের আয়োজনে অন্তত ৫ লাখ দর্শনার্থী উপস্থিত হবে বলে আশা করছেন আয়োজকরা। মেলাতে অংশ নেবে বেসিসের সদস্য প্রতিষ্ঠানসহ দেড়শোরও বেশি প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ১২০০-এরও বেশি অতিথি। এছাড়াও পুরো আয়োজনেই অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের রথী-মহারথীরা।

১০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের তরুণরা মেলাতে অংশ নেবেন, যাদের জন্য মেলাতে থাকছে আইটি সংক্রান্ত গাইডলাইন ও দক্ষতা বাড়ানোর বিভিন্ন আয়োজন। তরুণ প্রজন্মকে দেশের তথ্যপ্রযুক্তি খাতে চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে থাকছে আইটি জব ফেয়ার। এছাড়াও সর্বক্ষণ মেলা অনুষ্ঠানটি কভার করবে বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

এ বছর প্রদর্শনী এলাকাকে বিজনেস সফটওয়্যার জোন, আইটিইএস এবং বিপিও জোন, মোবাইল ইনোভেশন জোন ও ই-কমার্স জোন এই ৪টি ভাগে ভাগ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসার প্রসারে থাকছে স্থানীয় ও আন্তর্জাতিক বিজনেস ম্যাচমেকিং সেশন। বাড়তি সুবিধা হিসেবে থাকবে বিজনেস লাউঞ্জ। এছাড়া উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে রয়েছে সিএক্সও নাইট এবং অ্যাওয়ার্ড নাইট।

৪ দিনব্যাপী চলবে এই মেলা, যাতে থাকছে ৩০টিরও বেশি সেমিনার ও সেশনের ব্যবস্থা। ডিজিটাল মাধ্যমের প্রসার বাড়াতে ই-গভার্নেন্স, ই-হেলথ, ই-এডুকেশন, মোবাইল অ্যাপ ও গেম, সোশ্যাল মিডিয়া, সাইবার সিকিউরিটি, লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট গ্রোথ-সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও সেশনগুলো অনুষ্ঠিত হবে, যাতে দেশ-বিদেশের স্বনামধন্য তথ্যপ্রযুক্তিবিদ ও আলোচকরা আলোচনা করবেন।

আউটসোর্সিং পেশায় জড়িতদের কাজের স্বীকৃতি দিতে বিগত কয়েক বছর ধরে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছে। এবারের সফটএক্সপোতে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মেলায় এসে ইন্টারনেটে আপডেটেড থাকতে চান? অনলাইনে বিভিন্ন তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট দেওয়া কিংবা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় কাজটি সেরে ফেলার জন্য থাকছে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেট সুবিধা।

জানলেন তো বেসিস সফটএক্সপো ২০১৭ নিয়ে?

চাইলে আপনিও অংশ নিতে পারেন এই আয়োজনে!

অনলাইনে রেজিস্ট্রেশন করতে আজই ভিজিট করুন বেসিস সফটএক্সপোর নিজস্ব ওয়েবসাইটঃ http://www.softexpo.com.bd এখানে প্রদর্শনীর বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। এছাড়াও আয়োজন অনুষ্ঠানেও থাকছে সরাসরি রেজিস্ট্রেশনের সুবিধা।

আসছেন তো 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Magnito Digital Ltd.'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সম্ভাবনার বাংলাদেশ রেডি হচ্ছে!
Thanks for the information

thanks for this infomation

I like this article. I have gained a lot of knowledge from your article. Thank you so much for displaying the information in your article.