অনলাইন টিকেটিং প্লাটফরম নিয়ে পূর্ণাঙ্গপোর্টাল চলবে ডট কম!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Walletmix Limited'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

অনলাইনে এয়ার টিকেট, অনলাইনে বাস টিকেট, অনলাইনে লঞ্চ টিকেট, অনলাইনে সিনেমা হলের টিকেট বা মুভি টিকেট। অনলাইনে ইভেন্ট টিকেট। অনলািইনে মোবাইল রিচার্ঝ এবং অনলাইনে ট্যুর প্যাকেজস নিয়ে পুরোদমে আসছে চলবে ডট কম। থাকছেবিশ্বজুড়ে হোটেল বুকিং সুবিধা।

জ্যামের শহর, জনসংখ্যার আধিক্য, ছুটির দিনে ভিড়, কক্সবাজার গিয়ে হোটেল নাপাওয়া, সাজেকে গিয়ে গাড়ি না পাওয়া, খুলনা গিয়ে সুন্দরবনের শিপে সিট না পেয়ে ফিরে আসা। এসব ব্যর্থতার গল্পকে সফলতায় পরিণত করতে কাজ করছে চলবে ডট কম। Cholbe.com থেকে আপনি সহজেই এসব সেবা নিতে পারেন।

এয়ার টিকেট অনলাইনে:

যেকোনো এয়ার লাইনের টিকেট কাটতে পারবেন Cholbe.com থেকে। আপনি আপনার ভিসাকার্ড, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে সহজে Cholbe.com এর ওয়েবসেইটে গিয়ে ব্যক্তিগত তথ্যসমূহ পূরণ করে সহজে বুকিং দিতে পারেন যেকোনো এয়ার লাইনের টিকেট। আভ্যন্তরীন ও আন্তজাতিক যেকোনো বিমানের টিকেট পাবেন চলবেতে। প্রয়োজনে আপনি চলবে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে টিকেট বুক করতে পারেন এবং বুক করার পর পেমেন্ট করে কনফার্ম করতে পারবেন। মনে রাখবেন আপনি ব্যাংকে কিংবা বিকাশেও পেমেন্ট দিতে পারবেন। চাইলে চলবে ডট কম এর অফিসে গিয়ে পেমেন্ট দিয়ে আসতে পারেন। ফোন: ০১৭০৯ ৯৬২৭৯৭। আমরা বাড়তি কোনো চার্জ করিনা।

বাস টিকেট:

প্রতিদিন ৩ হাজারের মতো বাস সিট নিয়ে Cholbe.com বাস সার্ভিস দেয়া শুরু করেছে। আপনি চলবে থেকে সারাদেশের ৬০০ বাসের যেকোনো সিট পছন্দ করেই কিনতে পারবেন। চাইলে প্রথমে বুক করবেন এবং পে করে কনফার্ম করবেন। আপনার যত টিকেট প্রয়োজন এমনকি গ্রুফ ট্যুরের জন্যও টিকেট নিতে পারেন বাস চলবে থেকে। আপনার ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এমনকি যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট দিতে পারেন। বেঁচে যাবে সময়, বাঁচবে ঝামেলা। যে কেউ চাইলে এ্যফিলিয়েটডে মার্কেটার বা স্থানীয় এজেন্ট হিসেবে চরবে টিকেট নিতে পারেন।

হোটেল বুকিং:

বিশ্বজুড়ে শত শত হোটেল আপনি বুকিং দিতে পারবেন বাংলাদেশ থেকেই। আপনার ব্যাংক কার্ড দিয়ে বাংলাদেশী মুদ্রায় মূল্য পরিশোধ করে আগেই হোটেল বুকিং দিয়ে সুবিধা নিতে পারেন। চলবে ডট কম এর সুবিধা হলো http://www.cholbe.com, একটি Walletmix কোম্পানী। ওয়ালেটমিক্স বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে। নিরাপত্তা ও কাস্টমার সার্ভিসে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাদেশী অনলাইন উদ্যোক্তারা ওয়ালেটমিক্স এর সেবা নিয়ে থাকেন।

ট্যুর প্যাকেজ:

প্রতিমাসে চলবে ডট কম অফার করে উন্নত সেবা ও তুলনামূলক সুলভ খরচে দেশের জনপ্রিয় ট্যুর স্পট গুলোতে ভ্রমনের অফার। যেমন কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবান, সুন্দরবন, রাঙামাটি, সাজেক, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, উত্তরবঙ্গ, কুয়াকাটাসহ বেশকিছু ভ্রমণ প্যাকেজ। রয়েছে রাতারগুল, নিঝুম দ্বীপ, শাহপরীর দ্বীপ, বিরিশিরি ঝর্ণা, কাকন্তজীর মন্দির, ভ্রাম্যমান পেয়ারা বাজার, নলদিয়া মেলা, খইয়াছড়া ঝর্ণা, পারকি সমুদ্র সৈকত, কুদুমগুহা, বাংলাবান্ধা ইত্যাদি নানা নতুন ডেস্টিনেশান। এছাড়া একদিনের ট্যুরে আমরা চলেযাই কুমিল্লার ময়নামতি, নারায়নগঞ্জের শালবিন বিহার, টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ী, নরসিংদীর উয়ারী বটেশ্বর, গাজীপুরের শালবন ইত্যাদি স্থানে। রয়েছে ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড,ইন্দোনেশিয়া ভ্রমনের প্যাকেজ।

মোবাইল রিচার্জ:

গভীর রাত আপনার ফোনে টাকা লাগবে। দোকানপাট বন্ধ। অথবা বাসা থেকে বহুদূরে। অথবা আপনি এমন কোনো স্থানে আছেন যেখান থেকে লোডের সুবিধা নেই। আপনি কোনোভাবে চলবে ডট কম কানেক্ট করুন। তারপর আপনার মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আপনার ডেবিট কা ক্রেডিট কার্ড থেকে নিন আপনার মোবাইল ব্যালেন্স।

অন্যান্য সেবা:

এছাড়া সারাদেশে হোটেল বুকিং, রেন্ট এ কার, ইভেন্ট, বাস রিজার্ভ সব সেবাই পাবেন Cholbe.com এ। আগামী দিনগুলোতে বাস ও লঞ্চসেবাও নিয়ে আসছে Cholbe.com

ফোন করুন চলবে তে:

01709 962797, 02 8900087

ভিজিট করুন:

http://www.cholbe.com

"চলবে ডট কম একটি ওয়ালেটমিক্স কোম্পানী। ওয়ালেটমিক্স বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্থ পেমেন্ট গেটওয়ে। অনলাইনে পেমেন্ট এর জন্য ওয়ালেটমিক্স এর সেবা নিন।"

চলবে ডট কম ফেসবুক পেজ:  https://www.facebook.com/CholbeTeam/

বিভিন্ন তথ্য জানুন স্বপ্নবাজ ডট কম থেকে: http://swapnobaj.com/

 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Walletmix Limited'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস